বাংলায় "এর ওর" লেখার নিয়ম

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ৩:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:
অরূপ দেখলাম কি জানি জাদুগিরী করছে। লেখার নীচে দেখায় "হিমু এর ব্লগ" ইত্যাদি। দেখতে খাপছাড়া লাগে। এই নিয়ম ভাবতেছি কি মনে হয় কনচাইন দেখি: ১। যদি শব্দের শেষে কোন কার-বর্ণ থাকে তাহলে শুধু 'র' যোগ হবে। যেমন 'হিমুর', 'বাঁশীর' ২। যদি শব্দের শেষে কোন স্বরবর্ণ থাকে তাহলে 'য়ের' যোগ হবে। যেমন 'বলাইয়ের',, 'জাউয়ের' ৩। যদি শব্দের শেষে কোন ব্যাঞ্জনবর্ণ থাকে তাহলে 'ের' যোগ হবে। যেমন 'অরূপের', 'মাশীদের' কোন ব্যাতিক্রম পান কিনা ভাবুন তো।

মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
ঠিক আছে। ইংরেজি কায়দায় এ্যাপস্ট্রপি দিয়ে লেখার একটা চল ছিল। পরে রবীঠাকুর এ্যাপস্ট্রপি তুলে দিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেছেন। শেষের কবিতায় পাওয়া যাবে, যেমন অমিত'র => অমিতর। মা.মু'র উল্লেখ করা সব নিয়ম পরীক্ষা করতে যাচ্ছি না। ২ নাম্বারটা দেখা যায়। স্বরবর্ণের পরে -য়ের হবে? ভাইয়ের= ভাই'র। বা মাঐর, তাঐর। অরূপ হয়তো নামের জায়গাটা অটো রেখে তারপরে এর যুক্ত করছে। সেক্ষেত্রে কাজ সহজ করার জন্য হিমুর পরে হাইফেন দেয়া যায়। হিমু-এর। মুর্শেদ-এর। আর মা.মু.র উল্লেখ করা নিয়ম সব অনুসরণ করলে তো কথাই নেই। লা-জওয়াব হবে।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
ধান্যেবাদ ধান্যেবাদ
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
এগুলো আসলে ইমপ্লিমেন্ট করা কোন ব্যাপার হবে না। অলরেডী ফাংশান করা আছে স্বরবর্ন ব্যাঞ্জনবর্ণ ডিটেক্ট করার জন্য। তিন নিয়মের জন্য অতিরিক্ত তিনলাইনের কোড দরকার হবে খালি।
হযবরল এর ছবি
গুরু গুরু কম্পু গুরু।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।