লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ৩:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:
অরূপ দেখলাম কি জানি জাদুগিরী করছে। লেখার নীচে দেখায় "হিমু এর ব্লগ" ইত্যাদি। দেখতে খাপছাড়া লাগে। এই নিয়ম ভাবতেছি কি মনে হয় কনচাইন দেখি:
১। যদি শব্দের শেষে কোন কার-বর্ণ থাকে তাহলে শুধু 'র' যোগ হবে। যেমন 'হিমুর', 'বাঁশীর'
২। যদি শব্দের শেষে কোন স্বরবর্ণ থাকে তাহলে 'য়ের' যোগ হবে। যেমন 'বলাইয়ের',, 'জাউয়ের'
৩। যদি শব্দের শেষে কোন ব্যাঞ্জনবর্ণ থাকে তাহলে 'ের' যোগ হবে। যেমন 'অরূপের', 'মাশীদের'
কোন ব্যাতিক্রম পান কিনা ভাবুন তো।
মন্তব্য
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নতুন মন্তব্য করুন