ফটোশপ সিএস৪ এবং পরবর্তী ভার্সন গুলোতে (বর্তমানে সিএস৫ পাওয়া যায়) ওয়ার্ল্ড রেডী কম্পোজার বলে একটা নতুন টেকস্ট রেন্ডারিং এঞ্জিন সংযুক্ত আছে। এই রেন্ডারিং এঞ্জিন সঠিকভাবে ইউনিকোড বাংলা রেন্ডার করতে পারে। কিন্তু সব ভাষা সাপোর্ট দেবার মত পূর্ণাঙ্গরূপে ডেভলপ করা হয়নি বলে এটাকে ডিফল্ট অপশন হিসেবে ফটোশপে ব্যবহার করা হয় না।
এই ওয়ার্ল্ড রেডী কম্পোজার ব্যবহার করতে হলে সবচেয়ে সোজা পদ্ধতি হচ্ছে এখান থেকে ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন ফাইলগুলো ডাউনলোড করুন। তারপর ফাইল খুলে লিখতে থাকুন। প্রয়োজন বোধে অন্য ফাইলে কপি পেস্ট করে নিন টেকস্ট টুকু। আশা করি এডোবি সি এস ৫ এ এই সাপোর্ট আরেকটু ভালো হবে।
বিজয় থেকে মুক্তির পথে আরও এক ধাপ এগোলাম আমরা।
মন্তব্য
চমৎকার! এই কয়েকঘণ্টা আগেও হিমুর ঘণ্টাখানেক সময় নষ্ট করলাম কিভাবে ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করে (আপনার/অরূপের কনভার্টার ব্যবহার করে) ফটোশপে বাংলা লিখতে হয় সেটা জানতে গিয়ে। খুব কাজে লাগবে এটা।
হুঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রফেশনাল কাজের জন্য কম্পোজাররা একরকম বাধ্যই হয় বিজয় ব্যবহার করতে। এখন এটলিস্ট একটা সহজ সমাধান আমাদের জানা রইল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
পাংখা! খোমাখাতায় শেয়ার দিলাম।
==========================
আবার তোরা মানুষ হ!
বাংলা ঠিকভাবে রেন্ডার করতে পারছে বটে, কিন্তু তার মান বেশ খারাপ হচ্ছে - পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। আমি এখন ওয়ার্ডে লিখে স্ক্রীনশট নিয়ে ফটোশপে ফেলি, CS5 পারে কিনা তার আশায় রইলাম।
কৌস্তুভ
আমিও একই কাজ করি।
আমার কাছে এডোবি ক্রিয়েটিভ স্যুট ৩ আছে। সিএস৫ এর পূর্ণ প্রকাশের আশায় রয়েছি। আশা করি তাতে সব সমাধান হয়ে যাবে।
______________________________________
লিনলিপি
______________________________________
লীন
এইটার খুবই দরকার ছিল। ইদানিং ফটোশপে কাজ করতে হয় প্রায়ই। সব কাজ সেরে যখনই কিছু লিখতে যাই, তখনই ইউনিকোডের ঝামেলা এসে হাজির হয়!
অনেক ধন্যবাদ মুর্শেদ ভাই।
জব্বারকে যতো তাড়াতাড়ি কম্পু থেকে খেদাতে পারি ততোই ভালো।
দারুণ, টেস্ট করে দেখতে হবে। কাজের পোস্ট দিলেন একটা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি সিএস৪ এক্সেটেন্ডেড ব্যবহার করি। সোলায়মান লিপি ছাড়া অন্য ফন্টগুলোতে ঠিকভাবে রেন্ডার হচ্ছে না। আর কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না।
আমি সাধারণত ওয়ার্ডে লিখে পিডিএফ করি। তারপর পিডিএফ ইমেজ হিসেবে ফটোশপে ইমপোর্ট করি। রেজোল্যুশন অনেক ভালো পাওয়া যায় এতে।
অ্যাডোবি কতৃপক্ষ সিএস ৫ ইউনিকোড সাপোর্ট দেবে বলে জানিয়েছে। এখন তো অলরেডি প্রি অর্ডার করা যাচ্ছে। টরেন্টে ভাইরাস ও ম্যালওয়্যারে ভরা প্রি-রিলিজ ভার্সন পাওয়া যাচ্ছে একটা।
মিম্বর সাহেব, একটা কৌতূহল হচ্ছে - এখনো অনেকেই বলেছেন যে সিএস৫ ইউনিকোড সাপোর্ট দেবে, কিন্তু অ্যাডোবি'র সাইটে সার্চ করে এ বিষয়ে কোনো বক্তব্য পাইনি ওদের। আপনার কাছে কোনো তথ্যসূত্র আছে?
কৌস্তুভ
অ্যাডোবি সিস্টেমস ইনকরপোরেটেড থেকে যে প্রোমোশনাল ইমেইলগুলো আসে সেগুলোর একটাতে পড়েছিলাম CS5 প্যাকেজের সবগুলো অ্যাপ্লিকেশনে ইউনিকোড সার্পোট থাকবে।
আমি চেক করার জন্য অলরেডি বাজারে লিক হয়ে যাওয়া প্রি-রিলিজ ভার্সনটা ডাউনলোড করেছিলাম। কিন্তু ভাইরাস/ম্যালওয়ার সাফ করার পর সেটা চলছে না।
অ্যাডোবি ফোটোশপ CS5 ও CS5 Extended এর প্রি-অর্ডার মূল্য যথাক্রমে ৬৯৯ ও ৯৯৯ ইউএস ডলার।
অ্যাডোবি তাদের প্রোডাক্ট খুচরা বাজারে ছাড়তে ছাড়তে জুন/জুলাই হয়ে যাবে। আর বাজারে ছাড়ার দিন সাতেকের মধ্যেই ক্র্যাক সহ জব্দফা মুশতারী ভার্সন টরেন্টে চলে আসবে।
এই সমাধান পাতাটায় যান। সেখানে IndicPlus নামে একটা প্লাগইনের কথা বলা আছে। $110 ডলারে কিনলে আপনি ভালো টেকস্ট সাপোর্ট পাবেন আন্দাজ করছি।
কমেন্টের শেষের দিকে দেখবেন CS5 এর কথা বলা আছে। মনে প্রানে আশা করছি CS5 এ অনেক খানি সমাধান পাওয়া যাবে।
তাছাড়া দ্রোহীর পদ্ধতিটাও চমৎকার মনে হয়েছে (ডক > পিডিএফ > ফটোশপ)। কিন্তু একটু ঝামেলা জনক।
তবে আশার ব্যাপার হলো পুরোপুরি না হলেও সমাধান আসতে শুরু করেছে। তাই মুক্তির বেশী দেরী নেই আর।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এখন $২৫ ডলার বিক্রী করছে দেখলাম। তার মানে CS5 এ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ভালো ভাবেই আছে।
আনরিলেটেড: এই পেইজে দেখলাম বাহাষা ইন্দোনেশিয়া আর ইন্ডিক সার্পোট আছে আইফোন ৪ এ। আশা করছি আইফোনেও বাংলা দেখা এবং লেখা যাবে খুব শিঘ্রী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
CS5 এর কিছু ফীচার দেখে আমি মুগ্ধ!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মামু
এই ভিডিওটা দেখছেন?
মামু, আপ্নের প্রথম ভিডিওটা জোক ভিডিও।
বদ ছেলেপুলেদের কারবার।
ডিস্ক্লেইমারঃ আমি ফটোশপ ও গিম্প দুটো বিষয়েই অজ্ঞ। ক্রপ করতে গিম্প ব্যাবহার করলেও কখনো ফটোশপ ব্যবহার করিনি। তাই প্রফেশনাল ফটোশপারদের কাছে কিছু প্রশ্ন ছিল। (কিছুটা বিস্তারিত উত্তর আশা করছি।)
১। গিম্প নিয়ে আপনার মতামত কি?
২। গিম্প ফটোশপ থেকে কতটুকু পিছিয়ে আছে বা আদৌ পিছিয়ে আছে কিনা?
৩। আমাদের দেশে ফটোশপ দিয়ে যে মানের কাজ হয় সেই মান বজায় রেখে একই কাজ কি গিম্পে করা সম্ভব?
প্রশ্নগুলো করার কারণ হচ্ছে গিম্পে (বা ইন্কস্কেপে) ইউনিকোড নিয়ে কোন ঝামেলা করতে হয়না। তাই যদি ফটোশপকে গিম্প দিয়ে (বা ইলাস্ট্রেটরকে ইন্কস্কেপ দিয়ে) রিপ্লেস করা যায় তাহলে ইউনিকোড নিয়ে কোন ঝামেলাই থাকেনা।
_______________
::: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! :::
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
গিম্প ফোটোশপের তুলনায় অনেক পিছিয়ে আছে। আমি ফোটোশপ নিয়ে দীর্ঘদিন কাজ করি না, টুকিটাকি যা করার গিম্পেই করি। ইংরেজিতে গিম্প মানে কিন্তু খোঁড়ানো ...।
তবে মাগনা ইমেজ প্রসেসিং সফটওয়্যার হিসেবে গিম্প যথেষ্ঠ ভালো। এর পেছনে যদি ডেভেলপাররা সময় দেয়, সময়ের সাথে এটা হয়তো ফোটোশপের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। তবে এখন প্রফেশন্যালদের জন্যে গিম্প ধর্তব্যের মধ্যে পড়ার মতো নয় বলেই মনে করি।
শুধু অনেক না, অনেক অনেক পিছিয়ে আছে। গিম্প তুলনামূলক ভাবে খুবই ভালো। কিন্তু ফটোশপের ধারে কাছেও না। ইনফ্যাক্ট অ্যাডোবির প্রডাক্ট সবগুলোই অসাধারণ কোয়ালিটির।
আমি প্রাইমারিলি গিম্প ব্যবহার করি। কিন্তু আমি প্রফেশনাল না। তাই মোটামুটি কাজ চলে যায়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গিম্প এখনো "প্রোগ্রামার/ডেভলপার দের হাতে তৈরী প্রোগ্রামের/ডেভেলপারদের জন্য" অবস্থায় আছে বলেই আমার মনে হয় । আপনি প্রোগ্রামিং পারলে নিজের দরকার মত মারাত্নক সব ফিল্টার বানিয়ে নিতে পারবেন । না পারলে গিম্প থেকে আপনার খুব একটা লাভ নাই । গিম্পটা কবে প্রফেশনাল কাজের উপযুক্ত হবে বা আদৌ হবে কিনা আমার সন্দেহ আছে । এই প্রজেক্টে বহুদিন সেরকম হারে অগ্রগতি দেখিনি ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
- সিএস৪ ইনস্টল শেষ করে একটু গুঁতাগুঁতি করলাম। আমি নিজেও ফটোশপের কিছু বুঝিনা, এতোদিন সেভেন নিয়ে হাদুমপাদুম করলেও চিএস৪ এ এসে টালমাটাল অবস্থা। অনেক বাটনই খুঁজে পাই না। সময় নিয়ে দেখতে হবে।
ওয়ার্লড রেডি কম্পোজারটা ট্রাই দেয়ার জন্যই ইনফ্যাক্ট সিএস ৪ ইনস্টল করলাম। বাংলা ইউনিকোড কাজ করে। কিন্তু এইখানে এসে কিছু সুন্দর, চমকদার, ত্যাড়িকেটি মার্কা বাংলা ইউনিকোড ফন্টের অভাব বেশ কাতরতার সাথে অনুভব করলাম।
এই কাজটাই এখন একমাত্র বাধা হয়ে থাকলো আমাদের দেশের প্রকাশনা শিল্পে।
আশাকরি, শীঘ্রই এর উত্তোরণ ঘটবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দেখতেছি।
মেম্বর সাবের আইডিয়াটা ভালু !
গিম্পটা আগে ১বার দেখছিলাম.. আসলে ১বার ফটোশপে অভ্যস্ত হয়ে গেলে অন্যকিছুতে যাওয়া কঠিন।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
মাহবুব ভাই কোয়ার্ক এক্সপ্রেস নিয়ে কোন সমাধান দিতে পারবেন? কোয়ার্ক এক্সপ্রেস ৮ এ ইউনিকোড সাপোর্ট দিলেও কমপ্লেক্স স্ক্রিপ্ট নিয়ে সমস্যা থেকেই গেছে।
কোয়ার্ক এক্সপ্রেস কোনদিন ব্যবহার করিনি। দেখি সমাধান গুগল করে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এখানে দেখুন:
সুতরাং কোয়ার্ক এক্সপ্রেসের এসিয়ান প্লাস ভার্সনটি জোগাড় করতে হবে আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
প্রিয় মাহবুব মুর্শেদ,
সচলায়তনে আপনার কয়েকটি লেখা ভাল লেগেছে। আপনাদের লেখা সাপ্তাহিক বিচিন্তায় প্রকাশ করতে আমরা আগ্রহী। আশা রাখি যোগাযোগ করবেন।
আহসানুল হাকিম
বিচিন্তা
৮/২ নিউ ইস্কাটন (গাউসনগর) ঢাকা ১০০০
ফোন +৮৮০ ২ ৮৩১৬৪২৬, সেল : ০১৭৫৩২৬৭৭০৩
www.bichinta.com (under construction)
আমাদের আর একটি ই-মেইল ঠিকানা :
কোয়ার্ক এক্সপ্রেস প্রোগ্রামে কিভাবে অটো পেজ নম্বর দিব জানালে খুশি হবো
উফফফ...বাচলাম, ধন্যবাদ মুর্শেদ ভাই।
নতুন মন্তব্য করুন