বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় সাইট ফেইসবুকে হাসিনা-খালেদার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের পর মাহাবুব আলম রডিনকে গ্রেপ্তার করে র্যাব। এর কিছুক্ষণ পরেই বাংলাদেশ থেকে ফেইসবুক এক্সেস না করার খবর আসতে শুরু করে। সম্ভবতঃ বাংলাদেশ থেকে ফেইসবুক ব্যান করা হয়েছে বলে আন্দাজ করা যায়।
একটি ফেইসবুক মার্কেটিং সাইটের তথ্য অনুযায়ী ফেইসবুকে বাংলাদেশে সদস্য সংখ্যা প্রায় পৌনে নয় লাখ। এর মধ্যে ১৮-২৪ বছর বয়সীদের সংখ্যা শতকরা ৬০ ভাগ এবং ২৫-৩৪ বছর বয়েসীদের সংখ্যা শতকরা ২৪ ভাগ।
আপনাদের কাছে আরও তথ্য থাকলে মন্তব্যের ঘরে যোগ করে দিতে অনুরোধ থাকল।
দুঃখের ব্যাপার হচ্ছে এই সরকারই আমাদের কাছে বাক স্বাধীনতা এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল! আর আজ এই সরকারই বাক স্বাধীনতা এবং ডিজিটাল বাংলাদেশের গলা টিপে ধরতে চায়! আয়রনি আর কাকে বলে!
এতে আরেকটি ব্যাপার পরিষ্কার যে, বাংলাদেশে সাইট ব্যান করার মেকানিজমটি অনেকদিন ধরেই আছে। সচলায়তন ব্যানের ব্যাপারটি আরেকবার প্রমানিত হল।
মন্তব্য
হ্যাঁ। হঠাৎ করেই দেখলাম ফেসবুকে ঢুকতে পারছি না।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সরকারের কী লাভ বোঝা গেলনা। ডিজিটাল যুগে কোন কিছুই ব্যান করা যায়না। অন্যখানে ঐ কার্টুন ছাপা হলে সেটা ঠেকাবে কিভাবে?
মাথা ব্যাথা অতএব মাথা কেটে ফেলবার এই নীতি কবে যে সরকার ত্যাগ করবে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মাওলানা আমিনী'র দাবীতেই কি ফেসবুক বন্ধ হলো? পাকিস্তানের সাথে আমাদের কত্ত মিল!!!!!!
http://bikolpofacebook.ning.com/
আমি খবরটা ডেইলি স্টারে একটু আগে দেখলাম।
এখন আবার টিভি চ্যানেলগুলাতেও দেখছি নিচের শিরোনামে।
সচলে এসে এনিয়ে ব্লগ খঁজতে গিয়ে মাহবুব ভাইয়ের লেখাটা পেলাম।
যতদূর জানি ধানমণ্ডিতে বিকাল ৪ টা পর্যন্ত ফেসবুক এক্সেস করা যাচ্ছিল।
পলাশ রঞ্জন সান্যাল
সচলায়তন ব্লকের সময় যারা প্রক্সি ইউজ শিখে উঠতে পারেন নি, সরকার তাঁদের প্রক্সি ব্যবহার শিখে নেওয়ার একটা সুযোগ দিলো আর কি।
"না বুজে সরকারকে দুষ দিও না..."
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
প্রথম আলোর আপডেট -
এনটিভিতে অবশ্য ব্রেকিং নিউজ স্ক্রল হচ্ছে - ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অপব্যবহারের কারনে বাংলাদেশ থেকে সাময়িকভাবে ফেইসবুক বন্ধ করে দিয়েছে বিটিআরসি
একটা কথাই বারবার মাথায় আসছে- অদ্ভুত উটের পীঠে চলছে স্বদেশ । এতটা রুগ্ন সংকীর্ন মানসিকতা নিয়ে এই সরকার ডিজিটাল বাংলাদেশ করতে চায় !! ভাবতেই গা শিউরে উঠছে !!!
আমাদের গলা টিপে ধরে ডিজিটাল বাংলাদেশ করতে চায়??? সেকুলাস!!!
আজ থেকে এই সরকারের পক্ষ থেকে সকল সমর্থন প্রত্যাহার করে নিলাম
প্রথম আলোর আপডেট -
এনটিভিতে অবশ্য ব্রেকিং নিউজ স্ক্রল হচ্ছে - ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অপব্যবহারের কারনে বাংলাদেশ থেকে সাময়িকভাবে ফেইসবুক বন্ধ করে দিয়েছে বিটিআরসি
একটা কথাই বারবার মাথায় আসছে- অদ্ভুত উটের পীঠে চলছে স্বদেশ । এতটা রুগ্ন সংকীর্ন মানসিকতা নিয়ে এই সরকার ডিজিটাল বাংলাদেশ করতে চায় !! ভাবতেই গা শিউরে উঠছে !!!
আমাদের গলা টিপে ধরে ডিজিটাল বাংলাদেশ করতে চায়??? সেকুলাস!!!
আজ থেকে এই সরকারের পক্ষ থেকে সকল সমর্থন প্রত্যাহার করে নিলাম
যেই দেশকে নিয়ে স্বপ্ন দেখতাম এটা সেই দেশ না। এই দেশকে আপন ভাবতে কষ্ট হচ্ছে, এটা কি মিনি পাকিস্তান?
সবজান্তা ভাই, প্রক্সি ব্যবহার ইউজ শিখতে চাই। যদি একটু লিখাতেন?
পলাশ রঞ্জন সান্যাল
হাসিনা খালেদার কার্টুন?
আমি তো জানি নবীজির কার্টুন।
প্রতিটা নিউজ চ্যানেলে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও অপব্যবহারের কথা বলা হচ্ছে।
মোবাইল ফোন থেকে আবার মানুষ দিব্যি ফেসবুকে আসতে পারছে। এটা দেখে কিছুটা মজা পাইলাম। এমন ধরণের ব্লকিং-এর মানে কি ? আবার প্রক্সি ব্যবহার করলে কাজ হবে মনে হচ্ছে সবজান্তার উক্তি থেকে। বাক স্বাধীনতা শব্দটা কি দিন দিন মূল্যহীন হয়ে যাচ্ছে নাকি বাংলাদেশে ?
--------------------------------------------------------
--------------------------------------------------------
Opera mini দিয়ে মোবাইলে ইউজ করা যায়!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
এক্কেবারে মুখ বন্ধ কইরা দেওয়ার মতো শট্ ....
কয়জন পারে? বিডিগভ্ ছাড়া?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
কয়েকদিন আগে একটা কার্টুন দেখেছিলাম ফেসবুকে। ঠিক কার্টুন না, এডিট করা ফটো। খালেদা জিয়ার হেয়ার স্টাইলে শেখ হাসিনা। ওটাই এই আলোচিত কার্টুন কিনা কে জানে। এর চেয়ে ঢের ব্যঙ্গাত্মক কার্টুন তো প্রতিদিন পত্রিকাতেই ছাপে।
মাহাবুব আলম রডিন নামটাও মনে হয় দেখেছি ফেসবুকে।
হা হা হা ! আমরা এবার সত্যি সত্যি ডিজিটাল যুগে প্রবেশ করছি !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়। আয়েরও উৎস। যারা ফেসবুকের বিভিন্ন এপ্লিকেশন ডেভেলড় করেন বিশেষ করে যারা ফ্রীল্যান্স করেন তাদের অবস্থা তো ভয়ানক!
এখন আমি চিন্তা করছি আমরা যারা ফেসবুক এপ্লিকেশন ডেভেলপ করি তাদের কি হবে? আমার কয়েকটা এপ্লিকেশন থেকে আয় হতো। সেগুলোর কি হবে?
মারহাবা
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি
______________________________________
লীন
যারা টর ব্যবহার করেননি তারা, এখান থেকে টর এনাবেলড পোর্টেবল ফায়ারফক্স নামিয়ে ফেসবুক ব্যবহার করতে পারেন। http://www.torproject.org/torbrowser/
এই মেরুদন্ডহীন সরকার করবে যুদ্ধাপরাধীদের বিচার! খুব.. খুব... খুউব.... সন্দেহ আছে।
এই কথা তো মাথাতেই আসে নাই।
সংবাদপত্রে লিখছে নেত্রীদের নিয়ে কার্টুন করায়, আবার টিভিতে দেখাইছে ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ায়।
স্বভাবিক নিয়মেই দ্বিধায় পড়ে গেলাম।
সরকারী তথ্য এত ভুল নির্দেশনা দেয় কেন?
পলাশ রঞ্জন সান্যাল
"ধানমন্ডির ঠিকানার একটি ই মেইল ব্যবহার করে এসব ছবি আপলোড (প্রকাশ) করা হচ্ছে"
http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=127642&hb=1
Email theika dhanmdi/mirpur bair kora jay jantamna lol...
(sorry bangla nai, new setup disi)
http://www.bdnews24.com/bangla/details.php?id=127642&cid=2
check this one out
পলাশ রঞ্জন সান্যাল
অদ্ভুত!
বিটিআরসির চেয়ারম্যান, যিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, তিনি বিবিসিকে দেয়া সাক্ষাতকারে (রেডিওতে বিবিসি বাংলা রাত ১০।৩০) ফেসবুক বন্ধের কারণ হিসাবে ধর্মীয় অনুভূতি বিষয়ক কিছু বললেন নাতো - রাষ্ট্রীয় সামথিং... ভেইগ কিছু একটা...। 'রাষ্ট্রীয় নিরাপত্তা?' এধরণের প্রশ্নকেও স্মার্টলি এড়িয়ে গেলেন...।
ফেইসবুকে ঢুকতে না পেরেই কেন যেন নিউজটার কথা মাথায় এসেছিলো...
অবশেষে যা ভাবলাম তাই হল দেখছি...
------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
মুর্শেদ, আমার দু'জন বন্ধু ২০ ও ১৫ মিনিট আগে জানালেন তারা কোনো সমস্যার সম্মুখীন হননি ফেইসবুকে লগিন করতে গিয়ে। ইনফ্যাক্ট ফেইসবুক ওয়ালেই বাংলাদেশ থেকে মেসেজ লিখেছেন মিনিট ১৫ আগে। ব্যানের ব্যাপারে সত্যতা যাচাই করে খবর প্রকাশ করুন প্লিজ। গুজব না সত্যি সেটা যাচাই করে তারপর ব্যানার তোলাটা মনে হয় ভালো।
রেডিওতে বিবিসি বাংলার খবরে বিটিআরসির চেয়ারম্যান সাহেব নিজে কনফার্ম করেছেন ফেসবুক সাময়িক ভাবে ব্যান করা হ্যেছে। তাছাড়া বিডিনিউজ ২৪ এবং অন্যান্য মিডিয়াও বলছে...।
আচ্ছা,তাহলে মানুষজন প্রক্সি না দিয়েও ঢুকছে কীভাবে? আশ্চর্য না ব্যাপারটা? সত্যিই ব্যান হলে তো ভয়াবহ খবর। আমি যাদের সাথে কথা বলছি তারা ঢাকায় এবং চিটাগংয়ে।
ইন্টারনেট প্যাকেট বেইজড প্রোটোকল ব্যবহার করে। তাই ফাঁক ফোঁকড় দিয়ে একজন দুজন এক্সেস করলেও করতে পারেন। সচলায়তন ব্যানের সময় বার বার এই ব্যাপারটা ঘটছিল। সুতরাং শতকরা ১০০ ভাগ যেমন ব্লক করা সম্ভব না তেমনি শতকরা ১০০ ভাগ কনফার্ম করা সম্ভব না।
এক্ষেত্রে আসল ব্যাপার হল বিভিন্ন অথরিটি এটা কনফার্ম করেছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এইখানে আসলে টেকনিক্যাল অনেক ব্যাপারই আছে। কিছু জিনিস আন্দাজ করতে পারছি, কিন্তু বলা মনে হয় ঠিক হবে না।
বাংলাদেশে দুইটা গেটওয়ে। যা বুঝলাম ব্লকের জন্য দুইজন একই তরিকা ধরে নাই। তরিকার মধ্যে (ইচ্ছা করেই নাকি কে জানে !!) কিছু ফাঁকফোঁকর আছে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
s-s ভাই, আমি নিজেও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না।
কিন্তু একসাথে টিভি ও সংবাদপত্রে নিশ্চয়ই বানিয়ে বলবে না। তার উপর অধিকাংশ ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছে।
s-s ভাই, আমি নিজেও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না।
কিন্তু একসাথে টিভি ও সংবাদপত্রে নিশ্চয়ই বানিয়ে বলবে না। তার উপর অধিকাংশ ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছে।
পলাশ রঞ্জন সান্যাল
- যারা, মানে সরকার বাহাদুরের যে সব কর্তাব্যক্তিরা ফেসবুক ব্যান করার পক্ষে ছিলেন তাদের জন্য একটা বড় দেখে একটা "হুঁশ...!!"
মানে তাদের সম্পূর্ণ আয়োজনটাই বিফলে গেলো আরকি! যেসকল মাথামোটা বুদ্ধিহীন বুদ্ধিজীবীরা এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তটি নিলেন, তারা কি আদৌ বিকল্প পথে যেকোনো ব্যানড সাইটে এক্সেসের খবর রাখেন! তারা কি জানেন, সেই বিকল্প পথ বন্ধ করার মতো হ্যাডম কোনো কের্দান রাখেন না!
হে হে হে, এদের মতো অদ্ভুতুরে উটের জকির সাথে উদ্ভট উটের পিঠে চলেছি আমরা, গোটা স্বদেশ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সেল থেকে প্রায় সারাদিনই ফেসবুক ঘাঁটাঘাঁটি করি,
বিকেল থেকে লগাতে না পেরে রবিকে গাল দিচ্ছিলাম,পরে আসল কাহিনি জানা গেলো!!
আজব!!!!!!!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এইটাই ডিজিটাল বাংলাদেশ! রাগ, বিরক্তি প্রকাশের ভাষা নাই..
পাকিস্তান হওয়ার পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অভিন্দন সংশ্লিষ্ট সবাইকে!
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এ কেমন স্বাধীনত? কীভাবে হবে ডিজিটাল বাংলাদেশ?
যেখানে মানুষ ফ্রিতে পৃথিবীর যে কোন দেশে অবস্থানরত আপন জনের খবর নিতে পারে এক মুহূর্তে, সেই সাইড বন্ধ ঘোষনা, তাদের নাকি শ্লোগান ডিজিটাল বাংলাদেশ!!! আমরা অপেক্ষায় থাকলাম তাদের সিদ্ধান্ত পরিবর্তনের। সরকারের কাছে জানতে চাই ডিজিটাল বাংলাদেশ গড়বেন আর ডিজিটাল কটূক্তি হজম করতে পারবেন না তাহলে কেমন?
কামরুজ্জামান স্বাধীন।
খাইছে !! ডিজিটাল বাংলাদেশ এত্তো তাড়াতাড়ি বানায়া দিলো !!!
সত্যিই দুঃখজনক...
''চৈত্রী''
- চইতমাস, বুঝলেন। ঘোর চইতমাস!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এগোর হাদুম-পাদুমের অবস্থা দেখছেন্নি ধুগো'দা ??
মন্ডা খুউব বিলা হয়া আছে...
''চৈত্রী''
খাইসে, ধুগো'দারে চিনে দেহন যায়... কারো শালী নাকি ???
_________________________________________
সেরিওজা
ধুগো'দারে এইজন্য হিংসাই
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এ তো সবে মাত্র শুরু. সাধারণ মানুষ সোচ্চার না হলে আমাদের দেশ পাকিস্তানের মত হতে আর বাকি নেই. সবার মনে রাখা উচিত, পাকিস্তানের জনগণ রাজনীতিকে "নোংরা" আর "বিপদজ্জ্নক" মনেকরে দুরে ছিল. যার ফলে কতিপয় কুচক্রি সুবিধাবাদী অসাধু লোক পাকিস্তানের রাজনীতিতে ঢুকে পড়ে. তার পর অতিষ্ট হয়ে পাকিস্তান সেনাবাহিনী জোরকরে ক্ষমতা দখল করে. কিন্তু বস্তবতা হলো সামরিক লোক দারা মুক্ত সাধীন দেশ পরিচলনা সম্ভব না. আর এই রাজনৈতিক অস্তিতিশিলোতায় জন্ম হয় জঙ্গিবাদের. তার পরের অবস্তা বলাই বাহুল্য.... এখন পাকিস্তান বিলুপ্তির মুখে. বুদ্ধিমান মানুষ সাহসী হয়ে রাজনীতিতে না নামলে আমাদের বাংলাদেশ আর কত দিন থাকে কে জানে. বাংলাদেশ সাহসী জাতী ছিল, আজ তাদের সাহস কই? আজকের এই অস্তিরতা কি পাকিস্তানের দখল থাকা বাংলাদেশের অবস্তা থেকে কোন অংশে কম? তবে আমরা কি আজ দেশকে আগের মত ভালোবাসি না?
আজবচিড়িয়াদের কাজকারবার! চরম বিরক্তিকর!!
অবাক থেকে আরো অবাকিত করা ছাড়া এই সরকার আর কিছুই করে না -
দ্রোহী-স্বপ্নেরা
আসলে এই ব্যান এর পিছনে দুইটা কারণ দেখলাম। এক- কার্টুন আর দুই-শুক্রবারের জমায়েত থেকে ২৮ জুন হরতাল (২৭ জুন এর পর আসে ২৮ জুন)। আমার ধারণা ২য় টাই মূখ্য। ৮ লাখ ফেসবুকার এর চাইতে ৮ হাজার জেহাদি প্রাণ অনেক বেশি কঠিন। আমরা শুধু নেটেই চিৎকার করবো আর হয়তো ৩ বছর পর একদিন 'না' ভোট দেবো। আর এরা থাকবে সারা বছর। বাংলাদেশ এ আগেও কার্টুনিষ্ট ধরা পড়েছে,প্রথম আলোকে মাপও চাইতে হয়েছিলো। হাসিনা-খালেদা কে নিয়ে প্রতিদিন পেপার এ কার্টুন ছাপা হয়।সে হিসেবে শিশির ভট্টাচার্যকে সবার আগে ধরার কথা। আমি রডিন নামক লোকটাকে শিশির এর সাথে তুলনা করছি না। শুধু বলতে চাইছি এই লোকটাকে আই ওয়াশ হিসেবে ব্যবহার করা হলো।রাজার চাইতে মহারাজার ছবি নিয়ে আঁকাআঁকি টাই গুপ্ত কারণ।
আসলে মাথামোটা সব সরকার পুরোনো তরিকাতেই চলে। কারণ সরকার পরিবর্তন হলেও বিজ্ঞ ব্যক্তিবর্গ তো রয়েই যায়। ১/১১ এর সময়ে যারা সচলায়তন ব্যান করেছিলো তারা কি আর হারিয়ে গেছে নাকি? সরকারকে বলছে "দেখুন আপা, ফেসবুক এ হীযবুত তাহরীর এর প্রচারণা, দেখুন ধর্মের অবমাননা, দেখুন মেয়েদের ছবি নিয়ে ছিনিমিনি"- আপার এতো সময় কোথা এতো কিছু নিয়ে মাথা ঘামানোর? সবকিছুর উৎসমুখ, ওই ফেসবুক-দাও তবে বন্ধ করে।"
অপ্রাসংগিক হলেও বলি- যতদিন পর্যন্ত আমাদের টিভি মিডিয়ায় মারজুক রাসেল (ব্যক্তি মারজুক নয়,বরং উনার অভিনীত চরিত্র)এর মত চরিত্র গুলো নায়ক রূপে আবির্ভূত হবে তদ্দিন কান ধরে উঠ বস করিয়েও ইভ-টিজিং বন্ধ হবে না।
বিঃদ্রঃ প্রচারণার দারুণ মাধ্যম হিসেবে শিবির আর হীযবুত তাহরীর এর ফেসবুক ব্যবহার দেখে আমারও একসময় মনে হয়েছিল ডিজিটাল বাংলাদেশ এর সুবিধা এরাই নিচ্ছে বেশি । কারণ ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা তো শুধু ফেসবক ব্যবহার ই বুঝি- তাই না
ও ভালো কথা, সরকারি এই চুলকানির অব্যর্থ ওষুধ হিসেবে এসে গেছে মিল্লাত ঘামাচি পাঊডার (millatfacebook.com)... ব্যবহার করেই দেখুন।
কালের কণ্ঠের আজকের সংখ্যাতে 'ফেইসবুক বন্ধ' শিরোনামে একটি লেখা আছে। এটিতে বিভিন্ন বিশিষ্টজনের মন্তব্য দেখে মুগ্ধ হয়েছি।
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি
______________________________________
লীন
সতর্কতা:
বিকল্প যেকোন পন্থা ব্যবহার করার আগে নিশ্চিত হওয়া প্রয়োজন যে আপনার পাসওয়ার্ড/ইমেল চুরি হবে না। সঙ্কটাপন্ন মুহূর্তে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশী। হাইডমাইএস, আর টর নেটওয়ার্ক বিশ্বাসযোগ্য আমার ব্যক্তিগত মতে। নিঙ না ডট সিসির কোন কিছু্ই নিরাপদ না।
বাংলাদেশের ৯০% মুসলমানের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার জন্য আমি নিজে ও চাই ফালতু লিঙ্ক গুলো বন্ধ হোক। facebook বন্ধ করা কোনো সমাধান নয়......
পত্রিকা খুললে প্রতিদিন ই তো দেখি হাসিনা-খালেদার কার্টুন.........
so সরকারের উচিত এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া।।
আমাদের সরকারের যারা এই ডিজিটাল ব্যাপারগুলো নিয়ে নাড়াচাড়া করে, তাদের জ্ঞানের পরিধি দেখে আমার মত বিশেষ অজ্ঞের ও লজ্জা করছে...
*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing himself.
*****************************************************
*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing thyself.
*****************************************************
নতুন মন্তব্য করুন