সচলায়তনের ড্রুপাল ৪.৭ থেকে ৬ মাইগ্রেশনে যথেষ্ট দেরী হওয়ায় কিছু ফীচার ব্যাকফিট করে ঢুকিয়ে দেয়া হচ্ছে বর্তমান ভার্সনেই।
১। অপটিমাইজেশন এবং স্পীড:
প্রথম পেইজে কোড অপটিমাইজেশন এবং লোড হওয়া ছবির অপশন বদল করে বেশ ভালো গতি আনা হয়েছে পেইজে।
২। ফন্ট এমবেডিং
আগে যে কোন ফন্টে সচলায়তন ভিজিট করা যেত। 'টেকস্ট আকার' নামে একটা ব্লক হাতের বামের প্যানেলে ঝুলত। লক্ষ্য করে দেখা গেল যে, সেটা পেইজ লোড টাইম খানিকটা বাড়িয়ে দিচ্ছে। তদুপরি ক্যাশিং চালু থাকলে জিনিসটা ঠিক মত কাজ করে না। তাই এটাকে সরানো হয়েছে।
এর বদল ডাইনামিক ফন্ট এমবেডিং ব্যবহার করা হয়েছে। অতীতে শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারে এই টেকনোলজী থাকলেও বর্তমানে ফায়ারফক্স ৩.৬, ক্রোম ৫, সাফারী ৫, অপেরা ১০ এ একই ধরণের টেকনলজী এসেছে। দুঃখের ব্যাপার হল এরা পুরোপুরো ম্যাচিউর না এখনও।
উপরন্তু অমিক্রণল্যাবের ফন্ট ডেভলপার সিয়ামের তৈরী নতুন ফন্ট কালপুরুষের ব্যবহারযোগ্যতা যাচাই করা হচ্ছে।
যারা ফন্ট সমস্যায় ভুগছেন তারা অনুগ্রহ করে ব্রাউজার আপডেট করুণ অথবা এখান থেকে ফন্টটি ডাউনলোড করে নিন।
৩। মন্তব্যে লাইক অপশন
এটিও একটি নতুন ফীচার। কিছু টুকটাক সমস্যা আছে সেগুলো সারানোর প্রক্রিয়া চলছে।
৪। সার্চ ইঞ্জিন
সার্চ অপশনটা প্রচুর সময় নিচ্ছিল লোড হতে। এটাকেও একটি পৃথক পাতায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে এটা ভেঙ্গে যায়। শীঘ্রই এটাকে ঠিক করা হবে।
৫। রীচ টেকস্ট এডিটর
রীচ টেকস্ট এডিটরের কাজ দ্রুত গতিতে চলছে। এটাকে কিছুদিনের মধ্যেই সচলদের মাঝে উন্মুক্ত করা হবে।
মন্তব্য
কিছু ইনপুট দেই ।
১. বর্তমান ফন্ট এমবেডিঙে কোন ঝামেলা আছে মনে হয় । অফিসে ইন্টারনেট এক্সপ্লোরার (ভার্সন ৬, কোন কম্প্লেক্স স্কৃপ্ট সেটিংস নেই, ওএস উইন্ডোজ ২০০৩) দিয়ে এটা দেখতে পারি না । সামু দেখা যায় । পুরো পাতায় বাক্স বাক্স দেখা যায় । তবে এইটা মাইনর সমস্যা । আমার ধারনা এই সমস্যা একমাত্র আমারই । আইই ভার্সন ৬ কম্প্যাটিবল করে সাইট ডিজাইন অনর্থক ।
২. কালপুরুষ ফন্টটা বানানো হচ্ছে প্রিন্টিঙের কথা মাথায় রেখে । বাংলা গ্লিফগুলো প্রায় সোলায়মানলিপির মতো হলেও ইংরেজি গ্লিফগুলো পড়ার জন্য আরামদায়ক না । এই বিষয়টা একটু মাথায় রাখতে বলি । এবং আমি যদ্দুর জানি এই ফন্টের হিন্টিং এখনও শেষ হয়নি ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
১। আই ই ঠিক করা হইছে। দেইখা জানান।
২। কালপুরুষ প্রিন্টংয়ের জন্য হইলেও স্ক্রীনে ভালই দেখায়। হাত পা সরু সরু যদিও। এর আসল শক্তিটা হইল যে কোন আকারের বাংলা পড়তে পারা। খুদে টেকস্টগুলাও ক্লিয়ার।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আই.ই৬-এ দেখা যাচ্ছে
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমি ঠিক ডায়নামিক ফন্ট না চাইলেও, ফন্টের আকার পরিবর্তনের ফিচারটা আমার জন্য জরুরি ছিলো। আমি প্রায় আবহমান কাল থেকেই বাংলা ফন্ট হিসেবে লিখন ব্যবহার করছি। লিখন ফন্টে সচলায়তনের মূল সমস্যা যে'টা হয়- ফন্টটা বিশাল বড় আকৃতির আসে। ব্রাউজারের ওভারঅল ফন্ট ছোট করে ফেললে আবার অন্য পেইজে সমস্যা হয়। তাই আমার কাছে আগের ফন্টের সাইজ সিলেকশন ফিচারটা জরুরি ছিলো।
এর অন্য কোন সমাধানও যদি জানান, ব্যাপক উপকার হয়
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ফন্ট এমবেডিং কাজ করছেনা বিধায় আমি আবার অপশনটা এনে দেব। তবে শুধুমাত্র লগিন করলে সেটা কাজ করবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ব্যক্তিগতভাবে রিচটেক্সট এডিটরের ফ্যান নই। সিকেএডিটর যদিও এফসিকে'র চেয়ে ফাস্ট দাবী করা হচ্ছে, এইসব এডিটর সচলকে অনেক ধীর করবে বলে আমার ধারণা।
সিকে ব্যবহার করিনি। এফসিকে করেছি। প্রাথমিকভাবে সব সচলকে ডিপ্লয় করা হবে। যারা রাখতে চাইবেন না তারা অপট আউট করতে পারবেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
টেকনিক্যাল এত কিছু বুঝিনা। তবে এখনই যে উপকারটুকু পেলাম তা হলো আগের চেয়ে দ্রুত পেজ লোড হলো।
এক পেজ থেকে আরেক পেজে বা কোন পোস্টে ঢুকতে বা বেরিয়ে আসতে কানা বকের মতো ঠ্যাং তুলে যেভাবে বসে থাকতে হতো বিরক্তি নিয়ে, তা বোধ করি কিছুটা হ্রাস পেয়েছে। অতএব এটার জন্য একটা ধন্যবাদ দিয়ে দিলাম। তবে ছবি টবি দেয়ার সুযোগ থেকে এক্কেবারে বঞ্চিত কইরেন না ভাই সকল। তাইলে একেবারে নিরামিষ হয়ে যাবে। এখনো সাত্ত্বিক হইনি যে !
মন্তব্যটা করে আবার এইমাত্র টেস্টিং সম্পাদনা করতে গিয়ে দেখলাম আবারো দ্রুত পেজ লোড হলো। ফাইন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হু স্পীডটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দুর্ধর্ষ স্পীড পাচ্ছি। ধন্যবাদ।
একটা মোবাইল বা ওয়াপ সাইট করবেন না - m.sachalayatan.com ধরনের? শুধু মিনিমাল টেক্সট থাকবে যেখানে। অপেরা মিনিতে পুরো নীড়পাতা লোড করতে অনেক সময় নেয়, বেশির ভাগ সময়েই টাইম-আউট হয়ে যায়। পেইজ-টু-পেইজ ট্রানজিশনও বেশির ভাগ সময়েই ফেইল করে।
আমিও রনদার মতো, এগুলা কিছুই বুঝি না। তবে সময় আগের চেয়ে প্রায় অর্ধেক লাগছে। এতেই বিরাট খুশিত।
অনেক ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তো তাইলে এখন আর বৃদ্ধাঙ্গুলি লাগবে না, জাস্ট ক্লিকিলেই হইবে।
ইন্টারেস্টিং হবে তো সামনে।
১. স্পিড উঠানামা করে। বাজে সময়ে টাইমআউট হয়ে যায় এমনও হয়।
২. এমবেডেড ফন্ট কতজনের কাজে আসে কোন ধারণা আছে? খুব বেশী না হলে এটা ফেলে দিলে হয়। লোডের সময় কমে আসবে।
৩. লাইক কতটা কাজে আসবে জানি না।
৪. সার্চ একেবারে বাদ দিলে ক্যামন হয়? কতজন ওই পেজটা ব্যবহার করেন? সরাসরি গুগল সার্চ করার একটা টিপস বলে দিলে চলে ফএকিউতে?
৫. এ জিনিসটা দেশের কোন সচলের কাজে আসবে না। ফরম্যাটিং কোডসহ পোস্টের ডাটা-আকার ব্যাপক বেড়ে যাবে। একটু বড় পোস্ট হলে কোন কাজেই আসে না। তারচে জরুরী হলো মন্তব্যে এজাক্স করা। একটা কমেন্ট করতে পাঁচ/দশ মিনিট লেগে যায় এখন।
কুকি বেসড অটোসেভের একটা চমতকার স্ক্রিপ্ট দেখেছিলাম কোথাও। এটা লাগাতে পারলে খুব ভালো হয়। সার্চ দিলেই পাবেন।
সর্বোপরি দেশে নেট স্পিডের কথাটা মাথায় রাখেন। লাইনস্পিড ১১৫ থেকে ৪৬০ কিলোবিটের মধ্যে থাকে। আসলে পাওয়া যায় আরও কম। ঢাকার যারা তারা হয়ত একটু ভাল পান।
১। গুগল ইনডেক্স করছিল মাঝ দিয়ে। তখন এরকম হতে দেখেছি। ইনডেক্স থেকে ইমেজগুলো এক্সক্লুড করা গেলে খুব ভালো হত। রোবোট.টেক্সট নিয়ে বসতে হবে। তাছাড়া আপনার ভার্নিশ নিয়েও বসতে হবে। বাংলাদেশে না থাকলে আপনারে ধরতাম কায়দা মত।
২। এমবেডেড ফেলে দিবো কিনা বুঝতেছিনা। ব্রাউজার ব্যবহার দেখেন:
> লিনাক্সে ফায়ারফক্স - 'ওফ' খুব সুন্দর আসে
> উইন্ডোজ ফায়ারফক্স - 'ওফ' বা 'টিটিএফ' কিছুই নিতেছে না
> ক্রোম - কমা সেপারেটেড ফন্ট ডেফিনিশন নেয় না। আলাদা করে দিলে নেয় কিন্তু আলাদা করার পিএইচপি কোড কস্টলি হয়ে যেতে পারে।
> আই-ই - ইওটি নেয়। ভার্সন ৯ থেকে 'ওফ' নিবে। ইওটি মাঝে মাঝে ভচকে যায়। কেন জানিনা।
> সাফারী/আইফোন - এসভিজি যেটা বানাইছিলাম সেটা পুরাই ভচকানো। কিন্তু টিটিএফ নিয়া ভালো কাজ করে।
> ওপেরা - টিটিএফ নিয়া ভালো কাজ করে। ভবিষ্যত 'ওফ' সাপোর্ট দিবে।
৩। লাইক অনুযায়ী বেস্ট কমেন্ট গুলোর একটা বার করা যায়। তাতে অবশ্য লোড টাইম আরেকটু বাড়বে।
৪। সার্চ অনেকে ব্যবহার করে। কমপক্ষে ৫/৬ জন জিজ্ঞেস করেছে এর মধ্যে। এটা বাদ দেয়া যাবে না।
৫। ঠিকাছে। কমেন্ট অ্যজাক্স করার ব্যবস্থা করব।
৬। ঠিকাছে, অটোসেইভ সার্চ করে দেখব।
৭। সবচেয়ে কম স্পীডের জন্য অপটিমাইজ করছি। ইন্ডিয়ায় কিছু সার্ভার আছে। ওখানে হোস্ট করব কিনা বুঝছি না। কোন লাভ হবে?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ইমেজ আগেও বিরাট সমস্যা করেছে। আমার ধারণা ইমেজ আপলোড সুবিধা পুরাটা ইমেজশ্যাক জাতীয় কিছুর উপর দিতে পারলে অনেক রিসোর্স বেঁচে যাবে। ওফ সম্ভবত এখনও পরীক্ষাধীন আছে।
রিচটেক্সট নিয়ে মন্তব্যটা একটু রুড হয়ে গেছে, সরি। ভাল নেটস্পিড হলে সবাই এনজয় করবে। কমেন্টটা এজাক্স করে দিলে দেশের মানুষজন খুব উপকৃত হবে আপাতত।
সার্ভার সরালে বিশেষ কিছু হবে বলে মনে হয় না। বটলনেকটা আমাদের এখানে ঢাকায়, আইএসপি থেকে ইউজারের কানেকশনে। দেশের লোকাল সাইটও একই রকম লোড হয়।
রিচ টেক্সট এডিটরের অপেক্ষায় রইলাম। মন্তব্যের লাইক-ডিজলাইক অপশনটা বেশ লাইক করেছি।
সচল এগিয়ে চলুক। সবসময় সাথে আছি।
টুইটার
অপেরার সর্বশেষ সংস্করণটি ব্যবহার করছি। কিবোর্ডের arrow বোতামগুলো চাপ দিলে কারসর সড়ে না, উলটো %, ( এর মত কিছু প্রতীক চলে আসে। মোজিলাতে অবশ্য এই সমস্যা হয় না।
আর কিছুদিন অপেক্ষা করে ড্রুপাল ৭ এ গেলে খারাপ হত না বোধ হয়!
এরপর ড্রুপাল ৭ এ মাইগ্রেট করতে যদি লেইট হয়!!!
আমি খেয়াল করছিলাম চেইঞ্জ গুলা থাম্বস আপ ।
কমেন্ট এ এজাক্স জরুরি ।
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
স্পীডের উন্নতি লক্ষ্যনীয়! কমেন্ট লাইক অপশনটাও জোস হইসে।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
নতুন মন্তব্য করুন