পাপুন্তুস - ২

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ২৭/০৬/২০১০ - ৫:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাপুন্তুস একটা কাল্পনিক চরিত্র। সে বাস করে পানিতে। খুদা লাগলে খালি একটা লাথি দিলেই চলে। খাবার হাজির। পানিতেই থাকে, পানিতেই শ্বাস নেয় এমনকি পানিতেই ইয়ে করে (এহেম..)। যদিও মৎসকন্যা বা মৎসকুমারের কথা পাঠকের মাথায় আসতে পারে, কিন্তু সে তা নয়। সে হল পাপুন্তুস।

এই সিরিজে কখনও পাপুন্তুস নিজে নিজে কথা বলে তার বাবার সাথে। কখনও কখনও মায়ের সাথে। আমার অন্য সব সিরিজের মত এই সিরিজও খাপছাড়া।

পাপুন্তুসের মামনি একটু ল্যাটকা খিচুড়ী খেয়েছিল। তার খানিকটা ভাগ পেয়েছে পাপুন্তুসও। এমনিতেই পাপুন্তুস প্রায় সারাদিন ঘুমায়। ল্যাটকা খিচুড়ী খেয়ে পাপুন্তুসের ঘুম আরো বেড়ে গেলো। সারাদিন ল্যাটকা মেরে ঘুমালো সে।

এদিকে পাপুন্তুসের মামনি ভাবছে হল কি পাপুন্তুসের? যে পাপুন্তুস ধুপুর ধাপুর করে তার জলীয় আবাসন কাপিয়ে দেয়, সে তেমন একটা নড়ে চড়ে না! পাপুন্তুসের বাবাকে সেটা জানানো হল।

পাপুন্তুসের বাবার আবার অনে........ক বুদ্ধি। এক পলিব্যাগ তো হবেই! তাই ল্যাটকা খিচুড়ীর ব্যাপারটা সে প্রথমেই ধরে ফেলল। বলল, 'হে হে হে। আমি নিজে ল্যাটকা খিচুড়ী খাইলে তিনদিন লড়ন চড়নের কাম নাই। পাপুন্তুস দেহগা গুমাইতেছে।'

কিন্তু পাপুন্তুসের মামনির মন মানে না। কার পরামর্শ নেবে সেটা ভাবতে ভাবতে সে পাপুন্তুসকে একটা খোঁচা দিয়ে বসল। ব্যাস পাপুন্তুস আর যায় কই? সে মাকে দিলো ধমাধম কয়েকটা লাথি।

লাথি খেয়ে অবশ্য মায়ের মনে আনন্দই লাগল। বাবাকে ফোন করে বলে, 'হে হে হে। লড়ে...'

পাপুন্তুস - ১


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

হ। শুভকামনা পাপুন্তুসের জন্য। হাসি

------------------
কুটুমবাড়ি

ধুসর গোধূলি এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

কঠিন জিনিস। নিজেদের একটা মানুষ-- এই ভাবনাটা কেমন লাগে জানাইয়েন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কী সুইট....
সকালবেলা এরকম একটা লেখা পড়লে মনটাই ভালো হয়ে যায়।
সিরিজ চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

পাপুন্তুসকে বৃষ্টি ভেজা আদর... আমাদের এখানে আজকে বৃষ্টি হয়। হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ওডিন এর ছবি

পাপুন্তুসের জন্য শুভকামনা। হাসি

আর ল্যাটকা খিচুড়ি!!!! ইয়াক! এইসব কি? বেচারার রুচি আপনারা নষ্ট করে দিতেছেন। পাপুন্তুসের মা'কে টলবেরন আর চকলেট আইসক্রীম ডিপড উইথ লিকুইড চকলেট, টপড ইউথ কাজুবাদাম- এইসব ভালো ভালো জিনিস খাওয়ানো হোক।

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল। ধন্যবাদ।

জহিরুল ইসলাম নাদিম

দ্রোহী এর ছবি

বাবাকে ফোন করে বলে, 'হে হে হে। লড়ে...'

পাপুন্তুসের মা'র জন্য শুভকামনা, বাবাকে দিক্কার। হো হো হো


কি মাঝি, ডরাইলা?

সাবিহ ওমর এর ছবি

পাপার নাম কি মাহবুব মুর্শেদ নাকি? খাইছে

সচল জাহিদ এর ছবি

অভিনন্দন মুর্শেদ।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

আনন্দী কল্যাণ এর ছবি

পাপুন্তুস ভাল থাকুক।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি হাসি হাসি

দময়ন্তী এর ছবি

হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অতিথি লেখক এর ছবি

ভালোই।এখনি লড়া শুরু।।চলুক।।

পাপুন্তুস কে অনেক আদর।।

[বিষণ্ণ বাউন্ডুলে]

অতিথি লেখক এর ছবি

হাসি

''চৈত্রী''

জুয়েইরিযাহ মউ এর ছবি

দেঁতো হাসি ............. হাসি

-----------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অতিথি লেখক এর ছবি

পাপুন্তুস এর জন্য শুভকামনা।
পর্ব-৩ এর অপেক্ষায় রইলাম।
চলুক!

কাজী মামুন

জ্বিনের বাদশা এর ছবি

আরে! সুখবরের ইঙ্গিত পাচ্ছি চোখ টিপি
পাপুন্তুসের জন্য অনেক শুভকামনা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।