আয় রে মামি আয় রে চাচি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শনি, ০৩/০৭/২০১০ - ৯:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুখফোড়ের ছড়াটাই আবার পোস্ট করি...
"আয় রে মামি আয় রে চাচি
দুলিয়ে মাজা শাম্বা নাচি!"

চার-শূন্য? ছি ছি ছি....

গড়াগড়ি দিয়া হাসি


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- হে হে হে
এক্কেরে হোতাইয়ালাইছে! গড়াগড়ি দিয়া হাসি

আপাতত খুশি উদযাপন করতে যাইতাছি। ফিরে এসে আর্জুদের জাম্বাকের খবর নেয়া হবে। খালি লগিন করুক! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুহান রিজওয়ান এর ছবি

ব্যানারটা চেঞ্জানো হোক...

নীল রঙ বড় চোখে লাগে...

_________________________________________

সেরিওজা

ধুসর গোধূলি এর ছবি

- ব্যানার থাকুক। পিপিদা মুরুব্বি মানুষ, পয়লা ব্যানারটা দেখে একটা শিরাম ভবিষ্যতবাণী করছিলেন! চোখ টিপি

কিন্তু সুহান না শুনলাম, আর্জুদের সাপুট দেয়া যায় মনে করতেছিলো? চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুহান রিজওয়ান এর ছবি

এরপর থিক্যা ব্রাজিল হার্লে আমি মেসি সাপুর্ট দিমু, তাতে অন্ততঃ চাইর গোল খামু না... দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

মুস্তাফিজ এর ছবি

চার-শূন্য? ছি ছি ছি....

...........................
Every Picture Tells a Story

...অসমাপ্ত [অতিথি] এর ছবি

একটা দুইটা হইলে নাহয় লজ্জাজনক পরাজয় বলা যাইত... এইটারে কি বলা যায়? দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

এইটারে কওয়া যায়... লজ্জাশূন্য পরাজয়। দেঁতো হাসি

কুটুমবাড়ি

অভ্রনীল এর ছবি

হায় রে মামি হায় রে চাচি
উড়ায়ে নিলো জার্মান হাঁচি!

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.

অতিথি লেখক এর ছবি

আর-জিতি-না বিশ্বকাপে
পারলে অখন পলায় বাঁচি!

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

কুটুমবাড়ি

সাঈদ আহমেদ এর ছবি

মেনেছি গো ...হার মেনেছি...
তব পরাজয়, মোর পরাজয়,
বারে বারে তাই জেনেছি...হার মেনেছি ♫ ♪
-----------
চর্যাপদ

-----------
চর্যাপদ

রণদীপম বসু এর ছবি

কাইল গেলো আমার বিজু,
আইজ গেলো তার আজু !
আসেন শোকার্ত হই--
auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিভৃত সহচর [অতিথি] এর ছবি

জার্মানি দিলো এক হালি গোল
ছেড়ে দে মা কেঁদে বাঁচি!

হাহাহাহাহা

হিমু এর ছবি

মেটাব্লগিঙের অভিযোগ আনলাম। এই পোস্ট প্রথম পাতা থেকে সরানো হোক!



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সবজান্তা এর ছবি

এই পোস্ট সচলায়তনের স্পিরিটের সাথে একদম যায় না। কো-ব্লগার মুখফোঁড়কে ব্যক্তি আক্রমণ করা হয়েছে।


অলমিতি বিস্তারেণ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একদম! দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কৌস্তুভ এর ছবি

ছাপোর্ট করছি! বিলকুল সরানো হোক!

ধুসর গোধূলি এর ছবি
ইরাবতী এর ছবি

শুধু মামী চাচীই না ... ম্য্য্যাসী পিসী সব্বাইকে ডাকেন । আমারও খুউউব শাম্বা নাচতে ইচ্ছা করছে...

ho(n)dol এর ছবি

Jey shob Jormoney jonme hingshe Jormon-Bani
shey shob kahar jonmo nirnoy na jani

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা এই পোস্ট-তো এতক্ষণ দেখি নাই। মুখফোঁড় একেবারে এফোঁড়-ওফোঁড় হাসি

মহাস্থবির জাতক এর ছবি

_
অশ্লীশ! ব্যক্তি, দল, গোষ্ঠী, জাতি, এমনকি পুরো রাষ্ট্রের ওপর নিন্দনীয়, নির্লজ্জ, নির্মম, নিমর্ম আক্রমণণণণণণণণ।

একি সচলায়তন?
______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

অতিথি লেখক এর ছবি

অন্য দেশের পতাকা নিয়ে বাড়াবাড়িটা আমার মোটেও ভালো লাগে না, তাই ব্রাজিল-আর্জেন্টিনা বাদ পড়ায় ভালোই লাগছে!

কাজী মামুন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।