নেটফ্লিক্সের একাউন্ট নেয়ার পর খুব ছবি দেখা হইতেসে। প্রায় সন্ধ্যায় বসা হয়। সুবিধা হইল দুনিয়ার তাবৎ ছবি এখন হাতের মুঠোয়। সেই সুবাদে কিছু বিদেশী এবং কিছু হিন্দী ছবি দেখা হইসে সম্প্রতি।
আজকে দুইটা হিন্দী ছবি নিয়া আলাপ করি। প্রথমটা 'মিক্সড ডাবলস'। ডিরেক্টর রাজাত কাপুর। স্বামী-স্ত্রীর সর্ম্পকটা একটা অদ্ভুৎ সম্পর্ক। ভালোবাসা দিয়া শুরু হইলেও দীর্ঘকাল এক সাথে থাকার জন্য সর্ম্পকের ধারটা কমে যায়। এইরকমই এক জোড়া দম্পতি সুনিল আর মালতি। দুজনেই 'করার' জন্য উদগ্রীব। কিন্তু দিন শেষে সেই 'করাটাই' হয়না। এর মাঝে এক দোস্ত বউ বদলের এক আইডিয়া দেয়। আর সেই নিয়েই কাহিনী এগিয়ে যায়।
ছবিটা খানিকটা বাস্তব ঘেঁষা, খানিকটা কল্পনা নির্ভর। ঘটনার দীর্ঘতা মাঝে মাঝে ক্লান্তি ঘটায়। সেনসিটিভ বিষয়টি যত্ন নিয়ে বানানো হয় নাই - তাই সেনসিটিভ দর্শকদের অতটা টানবে না হয়ত। তবে গল্পের অভিনবত্ব এবং খানিকটা হাস্য রসাত্মক ছবি দেখতে অতটা খারাপও লাগে না। একটা পূর্ণ দৈর্ঘ্যের রিভিউ পাবেন এখানে।
দ্বিতীয় ছবিটি "উড়ান"। ডিরেক্টর ভিকরামাদিত্যা মোটওয়ানে।
গল্পটা খুব সাদামাটা। যেন আমাদের জীবন থেকেই উঠে আসছে। ইন ফ্যক্ট আব্বাকে অনেক বার বকেই বসলাম কয়েক জায়গায়।
এক বাপ আর ব্যাটার ইগো যুদ্ধ দেখানো হয়। প্রথমে মনে হয় দুটো চরিত্র হয়ত এক সময় গিয়ে মিলে যাবে। কিন্তু ট্রেন লাইনের মত যতই আগিয়ে যায় কাহিনী ততই দেখা যায় দুরত্ব থেকেই যাচ্ছে এদের মাঝে। শেষমেষ কী হয়?
ছবিটা খুব সাদামাটা হলেও ছন্দপতন নেই। তাই উপভোগ্য হয়ে উঠসে শেষমেষ। ফর্মাল রিভিউ পাবেন এখানে।
বানিজ্যিক ছবির ভিড়ে এই ছবিগুলো বানিজ্য করার জন্য বানানো হলেও আলাদা হবার একটা চেষ্টা আছে। এই কারনেই হয়ত দেখে ফেলা যায়। হয়ত অতটা ভালো লাগবে না। তবুও দেখার চেষ্টা করে দেখতে পারেন।
মন্তব্য
কঙ্কনা সেন শর্মার নাম উল্লেখ না করাতে মাইন্ড খাইছি। উইক এন্ডে টেরাই দিমু।
নায়ক নায়িকার কথা বলতে চাই নাই। গ্ল্যামার নয়, সাধারণতঃ গল্পই গুরুত্ব পায় আমার কাছে। তবে ব্যতিক্রম যে হয় না তাও না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দুটো ছবির একটাও দেখা হয়নি। দ্বিতীয়টার নাম 'উড়ান', মানে ওড়া আর কি। শুনেছি ভালই হয়েছে। অনুরাগ কাশ্যপ তো বেশ জটিল ছবিই করে।
মামু এখনই বাপ-ছেলের সম্পর্ক নিয়ে ছবি দেখতেছেন, ব্যাপার কি?
নাম ঠিক করে দেয়ার জন্য ধন্যবাদ! হিন্দী ছবির নামে 'ড়' কে কেন যে ডি দিয়ে প্রতিস্থাপিত করে কে জানে!
বাপ-ছেলে সর্ম্পকের ছবি যে সেটা জানতাম না। তবে আগে ভাগেই প্রিপারেশন নিয়ে নেয়া ভালো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ড়- হিন্দিতে হোক আর বাংলায় হোক সরাসরি ট্রান্সলিটারেট করে ইংরেজিতে লিখলে ডি লিখতে হয়। ফোনেটিক্সের কারণে সেটাই সিদ্ধ।
আমি তো আর ফোনেটিক্সের নিয়ম-কানুনের শানে-নজুল জানি না। ভাষাতাত্ত্বিকদের জিজ্ঞেস করুন।
তবে ড় যে ডি হবে এটা জানি।
বাংলা কাপড় যদি ইংরেজিতে লিখেন তবে হবে KAPAD। KAPOR হবে না।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
প্রথম এই রকম বানান মনে হয় 'সাড়াক' ছবিতে ব্যবহৃত হয়। বানান ছিল 'SADAK'। এইটারে বাঙ্গালী সাদেক, সাদাক.. কত কিছু যে বানাইছিল!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ। তখন বোধ'য় আমরা এইটে পড়ি। 'তু ঝে আপনা বানানে কি কাসাম' খাইতে খাইতে পেট ফুলায়ে ফেলছিলাম। কিন্তু কোনো বালিকা সেই 'কাসামে'র ধারে কাছেও আসে নাই।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এহ হে রিভিউ বেশি ছোট হয়ে গেসে। ছবি দুটো দেখব কি না সিদ্ধান্ত নেয়ার আগেই দেখি শেষ হয়ে গেল।
যতদূর মনে পড়ছে আজনবী ছবিতে (অক্ষয় কুমার, বিপাশা বসু, ববি দেওল, কারিনা কাপুর) দু বন্ধুর মধ্যে বউ বদলের একটা বিষয় উঠে এসেছিল।
কুটুমবাড়ি
ঠিক রিভিউ তো না। নিজস্ব অনুভুতি আর ভালো কিছু ছবির কথা সবাইকে জানানো। তবে প্রয়োজনে রিভিউয়ের লিংকে গিয়ে রিভিউ পড়ে নিতে পারেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুর্শেদ ভাই
"নেটফ্লিক্সের একাউন্ট" অর্থাৎ নেটফ্লিক্স সম্পর্কে কিছু জানতে চাই!
জহিরুল ইসলাম নাদিম
আমাদের সনির নতুন টিভিতে নেটফ্লিক্সের অ্যাপপ থাকায় ট্রাই দিলাম। মাসে ৮ ডলারে আনলিমিটেড স্ট্রিমিং + ১ ডিভিডি প্রতি ক্ষ্যাপে। প্রথম মাস ফ্রি। সেই প্রথম মাসই খতম করছি। মনে হয় রেখেই দিবো। সবচেয়ে সুবিধে হল কনভিনিয়েন্স। অসুবিধে হল কিছু ছবি শুধু ডিভিডিতেই পাওয়া যায়। আমার মনে হয় ওয়ার্থ এভরি পেনি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মাত্র ৮ ডলার! বাহ!!
নেটফিক্সের মুফি সাজেশন আলগরিদম নিয়ে একটা চ্যালেঞ্জ ছিলো। সে সূত্রে এটার নাম জেনেছিলাম। তবে পরিচিতদের মধ্যে কাওকে ব্যবহার করতে শুনিনি আগে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
প্রথম মুভিটা বেশ অনেক আগে দেখা। আধামাধা করে দেখেছিলাম, একটা পর্যায়ে একঘেয়েমীর পর্যায়ে চলে গিয়েছিল বলে। এই রনভীর কুতুবটা(কেন জানি কুতুব লাগে) এখন কঙ্গকনার আসল জামাই।
অটঃ আপনার ছেলের ছবি দেখে পুরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মাশাল্লাহ! মাথা ভর্তি চুল! দেখলেই ইচ্ছা করে মাথায় হাত বুলায়ে দেই। খুবই সুন্দর বাবু আপনাদের। দোয়া করি যেন সুস্থ সবল থাকে সবসময়।
দৃশা
কঙ্গকনা দেখতে সাদামাটা ধরণের হলেও ভীষণ সেক্সি। আর ছবির চয়েস গুলোও ভালো।
অট: ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
না থাক। দেখুম না।
নিউ ইয়র্ক নামের একটা ছবি দুইবার চেষ্টা করে অর্ধেক দেখেছি।
কাকস্য পরিবেদনা
একই ছবি তিনবার দেখতে হলে দেখুনঃ নিউ ইয়র্ক, কুরবান এবং মাই নেম ইস খান।
কুরবান এবং মাই নেইম ইজ খান দুটো একই বিষয়ের উপর করা কিন্তু ভিন্ন গল্পে একেবারে ভিন্ন ছবি। ইন ফ্যাক্ট কুরবান অনেক অনেক বেটার লেগেছে আমার কাছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অফটপিক: ভারতীয় সংস্কৃতি দেখি চোখের নিমিষে বদলে যাচ্ছে। এর কারণ কি?
অর্থনীতির সাথে সর্ম্পকযুক্ত মনে হয়। এটা দেখুন- http://www.ted.com/talks/hans_rosling_asia_s_rise_how_and_when.html
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
একেবারেই অল্প হয়ে গেলো, মুর্শেদ ভাই। আরেকটু বেশি হলে আরাম পেতাম পড়ে।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বর্ণনা ছোটো হইলে কি হবে, ১ নাম্বার সিনেমাটা দেখার পূর্ণ আগ্রহ সৃষ্টি করতে পেরেছেন
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
সেইটা যে বইলা দেন্নাই, এইজন্য বেশি ভাল্লাগসে
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
"নারী দর্শক" হিসেবে মিক্সড ডাবল্স দেখতে আমার কোন সমস্যা হয়নি, অন্য কোন "নারী দর্শক"-এরও সমস্যা হয়েছে বলে শুনিনি। অবশ্য শেষ আধ ঘন্টা জোড়াতালি দিয়ে শেষ হওয়ায় আশাভঙ্গ হয়েছে "পুরুষ" দর্শকদের মতোই। মিক্সড ডাবল্স মুভিটা এতটাই জীবন্ত প্রথমদিকে, ডায়ালগগুলো এত প্রানবন্ত আর মজাদার (একটুও ভালগার না হয়ে) যে নারী/পুরুষ সব দর্শকেরই আশা জন্মাতে বাধ্য তাই জোড়াতালি মারা শেষটুকু দেখলে বেজায় রাগ হয় ডিরেকটরের ওপর। মনে হয় যাহ ঠকিয়ে দিল!
উড়ানের মতো সাদামাটা সুন্দর ছবি বহুদিন দেখিনি, দেখে মন ভরে যায়।
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
আমার সহধর্মীনি বিরক্ত হয়েছিল ছবিটা দেখতে। সুইঙ্গিং বলতে কি বুঝিয়েছে সেটা ধরতে পেরে একটু বিরক্তই হয়েছে। উপরন্তু বউ বদলের জন্য স্বামীটার ছ্যাবলামি তার কাছে বিরক্ত লেগেছে। কিন্তু এই ছ্যাবলামি পুরুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে। এই দৃষ্টি কোন থেকে বলেছি "নারী দর্শকদের অতটা টানবে না হয়ত"। 'হয়ত' শব্দটাও খেয়াল করুন।
আমার কথার টোনটার সাথে আপনার কথার টোনটা তুলনা করে খারাপ লাগল। সব কিছু বড্ড 'নারী বনাম পুরুষ' এর যুদ্ধ হিসেবে দেখেন মনে হচ্ছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
"আমার কথার টোনটার সাথে আপনার কথার টোনটা তুলনা করে খারাপ লাগল।"- তাই? সরি। আমার উচিত ছিল গোটাকতক স্মাইলি সহ কমেন্টানো তাহলে বোধহয় আমার কমেন্টের প্রকৃত সুরটা ধরা যেত। আর আপনি যদি "নারী দর্শক" না লিখে বলতেন আপনার স্ত্রী-র মুভিটা ভাললাগেনি বা জায়গা বিশেষে ছ্যাবলামি মনে হয়েছে তাহলে তো আমার কমেন্ট করারই অবকাশ থাকতো না আর আপনাকেও অযথা আমার একটি কমেন্টের ভিত্তিতে সুইপিং জাজমেন্ট দিয়ে বলতে হ'ত না (আপনি) "সব কিছু বড্ড 'নারী বনাম পুরুষ' এর যুদ্ধ হিসেবে দেখেন মনে হচ্ছে।" তাই না ?
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
যে জেনারেলাইজেশনটা করেছি সেটা ঠিক হয়নি। শুধরে নিচ্ছি। ভুলটা ধরে দেবার জন্য ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আইচ্ছা! কম্পুতে জায়গা খালি কইরা নেই, তাপ্পরে নামায়া দেখুম্নে!
------------------------------------------------------------------------
-----------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
উড়ান দেখে সারলাম ... এত চমৎকার একটা ছবি আপনি রিভিউ না দিলে নামও শুনতাম না, সো আপনাকে ধন্যবাদ ...
কেন এত বেশি ভালো লাগলো সেইটা নিয়ে চাইলে একটা পোস্ট নামানো যায়, কিন্তু সমস্যা হচ্ছে ছদ্মনামটা আর ছদ্ম নাই, তাই চাইলেও সব কিছু ল্যাখা যায় না
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
নতুন মন্তব্য করুন