ডট বিডি ডোমেইন নিয়ে কিছু কথা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ১১/১১/২০১০ - ১১:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবীর বিভিন্ন দেশের দুই অক্ষরের কোড দিয়ে ডোমেইন নাম তৈরী করার সুযোগ দেয়া হয়েছে অনেকদিন হল। বাংলাদেশের ডট বিডি টপ লেভেল ডোমেইনটি নিয়ন্ত্রন করে বিটিসিএল। বিটিসিএল এই ডোমেইনটিকে আবার উপবিভক্ত করেছে ডট কম ডট বিডি, ডট নেট ডট বিডি ইত্যাদিতে। প্রথমেই যেটা প্রশ্ন জাগে, সেটা হল শুধু ডট বিডি দিয়ে রেজিস্ট্রেশনের উপায় নেই কেন?

সচলায়তনের ডোমেইন আছে পাঁচটা - ইংরেজী নাম সঙ্গে ডট কম, অর্গ এবং নেট; বাংলা নাম সঙ্গে ডট কম এবং নেট। এর পরে আবার ডট কম ডট বিডি, ডট নেট ডট বিডি, ডট অর্গ ডট বিডি দিয়ে আরো তিনটা কেনার কোন অর্থ হয়না। বরং সচলায়তন ডট বিডি নামে একটা ডোমেইন কেনা গেলে খুব এফেক্টিভ হত। আমার ধারণা একই মত পোষণ করবেন আরো অনেক বাংলা ওয়েবসাইট।

শুধু ডট বিডি দিয়ে রেজিস্ট্রেশন করতে দিলে বিটিসিএলের একটা চমৎকার আয়ের সুযোগ হতে পারে। কিছু কিছু দেশের দু অক্ষরের কোড ইংরেজী শব্দের শেষ অংশের সাথে মিলে যায়। যেমন লিবিয়ার কোড LY। এটা বিভিন্ন ইংরেজী শব্দ যেমন, quickly, anomaly ইত্যাদি শব্দের শেষ অক্ষর দুটোর সাথে মিলে যায়। তাই ইদানীং কিছু ওয়েবসাইট লিবিয়ার এই ডোমেইন নাম রেজিস্টার করে ব্যবসা করছে - যেমন bit.ly। গুগল youtu.be নামে বেলজিয়ামের কান্ট্রি কোড ব্যবহার করে। আমি sachal.ly এবং sach.al (আলবেনিয়া) রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখলাম এগুলো প্রচুর দামী (ly $২০০, al $১৫০) উপরন্তু ঐ দেশেরও বিশেষ অনুমতি লাগে।

বাংলাদেশের ডট বিডি LY এর মত প্রচুর ইংরেজী শব্দের সাথে মিলে না গেলেও কিছু কিছু শব্দের সাথে মেলে। যেমন: scribd.com ওয়েব সাইটের কাছে scri.bd ডোমেইনটি অসাধারণ মূল্যবান প্রতীয়মান মনে হতে পারে। কেজানে হয়ত অন্য অনেক দেশের কাছে এই দুটো অক্ষরের মূল্য অনেক বেশী।

বিভিন্ন দেশের ডোমেইন কোড পাবেন এখানে। তাছাড়া এই ওয়েবসাইটটিতে গেলে একটা প্রদত্ত শব্দের বিপরীতে কি কি ডোমেইন তৈরী হতে পারে সেটা বের করা যায়। এখানে sachalayatan টাইপ করে দেখুন।

মোদ্দা কথা হচ্ছে ডট বিডি ডোমেইনটা একটু উঁচু দরে হলেও পাবলিক ভিত্তিতে রেজিষ্ট্রেশনের সুযোগ করে দিলে বিটিসিএলের লাভ বই ক্ষতি হবে না।

এই সুযোগে আরেকটি কথা বলতে চাই। বাংলা অক্ষরের ডোমেইন নামটি যেন ইংরেজীর সাথে কম খরচে বান্ডল করার সুযোগ করে দেয় বিটিসিএল। যেমন: sachalayatan.bd যেন কম খরচে সচলায়তন.bd রেজিষ্টার করতে পারে। নইলে ডোমেইন স্কোয়াটার দের জ্বালায় টেকা দায় হবে।

আশা করি বিটিসিএলের নজরে আসবে এই লেখাটি এবং সেমতে ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ।


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

ভালো লেখা।

বিটিসিএল হবে, ঠিক করে দ্যান। তারপর লেখাটা একটু মধুমাখানো করেন খাইছে । বিটিসিএল- এর টেলেক্স ডিপার্টমেন্টে পাঠায় দেই তারপর
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হা হা হা.. বিটিসিএল করলাম। ধন্যবাদ। মধুমাখাবো কেমনে বুঝতেছিনা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

বাজার থেকে এক ডিব্বা মধু কিনে আনো মিয়া। বায়ো হলে ভালো হয়। তারপর সেইটা স্ক্রিনে ঢেলে হাত দিয়ে মাখাও ভালো করে। দেইখো, স্ক্রিনের কোনো অংশ যেনো ফাঁকা না থাকে। তারপর সিমনরে খবর দ্যাও। বিটিসিএল না শুইনা যাইবো কৈ?



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

রণদীপম বসু এর ছবি

ফ্রি সাইটে ব্লগ সাজাই বলে এ ব্যাপারে ধারণা কম। তাছাড়া ডোমেইন কিনে তা মেইনটেন করার মতো প্রযুক্তিবিদ্যাও ঘটে নেই। এগুলো নিয়ে যদি বিস্তারিত একটা পোস্ট পাওয়া যেতো, তাহলে মন্দ হতো না। আমার মতো জন্মান্ধের জন্য বেশ কাজের ও শিক্ষণীয় হতো। সে যা-ই হোক-
আশা করি এই লেখাটা বিটিটিবি'র কারো নজরে আসবে এবং যৌক্তিক কারণেই তা বিবেচনা করে দেখার খেয়ালটুকু করবেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই ওয়েবসাইটটিতে গেলে একটা প্রদত্ত শব্দের বিপরীতে কি কি ডোমেইন তৈরী হতে পারে সেটা বের করা যায়। এখানে sachalayatan বা prothomalo টাইপ করে দেখুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

টেকনিক্যাল লেখা হলেও সহজেই বক্তব্যটা বুঝতে পারলাম। ধন্যবাদ মাহবুব মুর্শেদ ভাই। আমার তো মনে হয় বিটিসিএল-এর পলিসি লেভেলের কর্তাব্যাক্তিরা ইনোভেটিভ না; ক্যাপাবল্‌ কি না তা নিয়ে মন্তব্য করবো না। তবে এখনও কিছু দেশ দেখছি ওই পদ্ধতিতেই চলছে। যেমন, ইন্দোনেশিয়ায় শুধু .id দিয়ে ডোমেইন রেজিষ্ট্রেশন হয়না। হয় xxxxx.co.id বা xxxxx.or.id. ইনডিয়াতেও বোধকরি একইরকম অবস্থা। বোঝা যাচ্ছে কারিগরী আধুনিকতার সুফল খুঁজতে বা গ্রহন করতে এখনও অনেকের অনীহা।

রাতঃস্মরণীয়

শাহেনশাহ সিমন এর ছবি

ইন্ডিয়ায় .in ব্যবহৃত হয়
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সংসপ্তক এর ছবি

ভাই, যেই কোম্পানী ডোমেইনের ব্যাবসা করে কিন্তু অনলাইনে ডোমেইন বেচে না, তাদের মগবাজার অফিসে গিয়ে প্রতিবার ঘন্টাখানেক বসে থাকতে হয় উপযুক্ত লোকের জন্য, রেজিস্ট্রেশনের প্রসেস লাগে তিন দিনের বেশি, এরপর ডোমেইন সচল হতে লাগে আরেক সপ্তাহ, DNS বদলাতে আবেদনপত্র দেয়া লাগে, সেই DNS বদলানোর পর সাইট ডাউন হয়ে যায় (একাধিকবার এমন হয়েছে আমার), তারপর আবার সেটা তাঁদেরকে ফোনে হপ্তাখানেক ধরে গুতায়ে ঠিক করা লাগে.....তাদের কাছে কোন প্রত্যাশা করে লাভ নেই।

নামেই প্রাইভেট হয়েছে, লোক গুলো তো আগেরই, সরকারী অফিসে যা সার্ভিস তাই দেয়।
ভাগ্য ভালো নিজেদের ব্রডব্যান্ড সার্ভিসটা আউটসোর্স করে দিয়েছিলো কোন প্রাইভেট কোম্পানীকে তাই ঐটা নাকি মোটামুটি ভালো। ডোমেইন সার্ভিসটাও তাই করে দিলে যদি কিছু লাভ হয়।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

দ্রোহী এর ছবি

চলুক

চমৎকার প্রস্তাবনা।


কাকস্য পরিবেদনা

ফরিদ এর ছবি

আমিও .id নিতে গেছিলাম আমার নামের লগের একটা রেজিস্টার করতে। পরে দেখি কম আইডি ছাড়া দেয়না। যুক্তরাজ্যেও আজকাল সরাসরি .uk দিতে চায় না বরং .co.uk .co.ac এরকম নাম প্রমোট করা হয়।

বিষয়টা মনে হয় জাতীয় পলিসির সাথে সংযুক্ত। অনলাইন পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত হবার পরে এই বিষয়টি অনলাইনে আসতে যে কদিন লাগবে কেজানে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।