এভাবেই দূরত্ব বাড়ে। বাড়তেই থাকে। মনে হয় আমরা ভাসতে ভাসতে, ভাসতে ভাসতে হারিয়ে যাবো মহাকাশের কালোয়। রেড শিফটেড দুটি নক্ষত্রের মতো।
তবু প্রাণপন, প্রাণপন চেষ্টা করি তোমার সাথে চুলের গন্ধটা নিতে। প্রাণপন চেষ্টা করি তোমার হাত দুটো ধরে রাখতে। কিন্তু প্রবল আকর্ষণ আমাদের ক্রমাগত টানতেই থাকে।
আমি জানি আমরা পারবোনা। নক্ষত্রের সাধ্যি নেই এই বিচ্যুতি বিপরীতমুখি করে। আমি জানি আমাদের রেড শিফট ঘটতেই থাকবে। তুমিও ব্যথিত হবে, আমিও দুঃখী।
তবু এইটুকু বলে রাখি আমাদের সময়টুকু সত্যিই আমাদের ছিলো। আমাদের ভালোবাসা আমাদেরই। এবং যতখানি রেডশিফট হলে তোমার রং আমার মন থেকে মুছে যায় ততখানি দূরে আমাকে কেউই নিতে পারবে না। কেউই না।
(উৎসর্গ: গুরু কামরুজ্জামান স্বাধীন)
মন্তব্য
বাহঃ, দাদাতো কট্টর বিজ্ঞান, তথ্যবহুল এবং যুক্তিবাদী লেখাগুলো ছাড়াও চ্রম ইয়ে টাইপ লেখা লেখেনও দেকচি
সুবর্ণ
এইটা বিজ্ঞান ভিত্তিক লেখা তো। রেড শিফট না বুঝলে তো অর্থটা বোঝা যাবে না।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
ইন্টারেস্টিং
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ইনডিড।
অন্য নক্ষত্রগুলোর আকর্ষণ দু'জন কে দু'দিক টানতে থাকে বুঝাতে চাচ্ছেন? নাকি "কিন্তু প্রবল বিকর্ষণ আমাদের ক্রমাগত ঠেলতেই থাকে।" হবে? [বিজ্ঞান মনস্ক অনুসন্ধিৎসা চালাইলাম ]
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
probol akorshon amader dudike tantei thake hobe.
(internte explrer 9 e dekhi bangla kaj kore na!)
কপি করা শেষ। এখন এই ব্লগটা মুছে দেন। বালিকাদের কপিপেস্ট মেসেজ পাঠায়ে ধরা খাইতে চাইনা!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ha ha ha...
গুরুভক্তি দেখে চোখে জল চলে এলো! ভাইয়া, 'প্রাণপণ' হবে না শব্দটা?
- আয়নামতি
bananer jonno dhonnobad. kintu kalker age thik kora hobe na.
কোন পাষণ্ডেরা যেন 'আনউইভিং দা রেনবো' নিয়ে বিজ্ঞানের উপর চিল্লামিল্লি করে? এইতো বিজ্ঞানের আধুনিক আধুনিক আইডিয়া নিয়েও কেমন সুন্দর প্রেমপত্র লেখা হচ্ছে! (তবে সংসারী মানুষজন প্রেমপত্র লিখলে আর কী লাভ?)
দিলেন তো গোমর ফাঁস করে। ভাবলাম কিসু ফ্রেন্ড রিকোয়েস্ট পাবো। আমাগো কি স্বাদ আল্লাদ বইলা কিসু নাই?
এখন নিজের কথা না ভাইবা পোলার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার দিকে মন দেন।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
ঐ তো, বাপে যেমন পোলার হোমওয়ার্কের অঙ্ক করিয়ে দেয়, তেমনি প্রেমপত্রও লিখিয়ে দিতে পারে...
তাই বলে এখন থেকেই? এই না পোনার মুখে ভাত হলো?
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
একজন আইসা পরিবারে কথা ফাঁস করল আরেকজন পোনার কথা। খেইলতাম না। (
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
'সংসারী মানুষজন' প্রেমপত্র লিখলে আর কী লাভ - এই জাতীয় প্রাগঐতিহাসিক ধারণার মানে কী...।
রুশদির পথ ধরার মত বদচিন্তা ছাড়েন মিয়া। বৌদির কানে উঠলে আপনেই প্রাগৈতিহাসিক হইয়া যাবেন গিয়া।
সমবেদনা (?!)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
সেইম টু ইউ টু! :পি
যখন দুটি নক্ষত্র একে অপরের থেকে দূরে সরে যায় তখন তাদের একটি থেকে অপরটির বিচ্ছুরিত আলোর বর্ণালী রেড শিফটেড বলে মনে হয়। এই লেখাটি সেই দূরে যাবার গল্প বলে।
স্পেকট্রামের রেড শিফটের সাথে প্রেমের কবিতা... কী সর্বনাশ!
এরপরে কেউ যদি কখনো বলে আমি উদ্ভট কম্বিনেশন দিয়ে স্বাদু খাদ্য (রূপকার্থে নয়, আসল অর্থেই) রান্না করি, আপনার এই পোস্ট দেখিয়ে দেবো নাহয়...
আপনার গুরুর কবিতা অনেকদিন পড়ি না
এইটা ভালো হইছে, পুরা বিজ্ঞানভিত্তিক কবিতা
______________________________________
পথই আমার পথের আড়াল
হ
প্রেমময় বৈজ্ঞানিক কবিতা!
সেকী.. আপনার গুরুর কবিতায় তো ছন্দ থাকে, আপ্নারটায় কৈ ?
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
গুড়ুমারা বিদ্যা।
মানবিক সম্পর্কের টানাপোড়ন বোঝাতে রূপক হিসেবে মহাজাগতিক প্রসারণের ইঙ্গিতবাহী রেড শিফটের ব্যবহার সত্যই বিচিত্র এবং ভিন্নতর দ্যোতনাবাহী। কবির হাবল টেলিস্কোপে আর কি কি চমক আছে তা দেখবার জন্য অপেক্ষায় রইলাম।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
থ্যাঙ্কু।
ইয়ে রোমেল ভাই, এই কমেন্টটাও কি একটা কবিতা?
গুড়ুরে মণে পরে
গুড়ু অনেক দিন সচলায়তনে কিছু প্রকাশ করছেন না। চিন্তায় আছি।
চিন্তা করতেছি প্রেমের সময়ই রেড শিফট!!! প্রণয়ে নাজানি কই শিফট হইয়া যায়?
-অতীত
ব্লু শিফট।
গুরু কামড়ুজ্জামানকে বড় মিস করি।
দুইজন দুই শহরে নাকি?
হ।
আয়হায়!
নাহ! স্বাধীন ভাইয়ের মুড়ির বস্তায় হাত ঢুকানোর মতো প্রেমের কবিতার ভিতরেও এরা বিজ্ঞান ঢুকাইছে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বিজ্ঞান অজ্ঞান হয়ে গেছে।
হাছানি! এমুনো হয়?!
এসব ব্যবহারিক অভিজ্ঞতা না হইলে বুইঝতাম্ন!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
সচলরা সব ফ্যাট অ্যাস হয়ে গেছে। আমি আরেকটা পোস্ট লিখে বসে আছি। এই পোস্ট প্রথম পাতা থেকে সরার নাম নাই।
নতুন মন্তব্য করুন