সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সচলায়তন মূলধারার একটি সংবাদপত্রের সাবসিডিয়ারী গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করবে। সচলায়তনের জনপ্রিয়তা এবং বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সংবাদপত্রটি বরাবরই সচলায়তনকে প্রশংসার চোখে দেখেছে। এবিষয়ে দুপক্ষের দীর্ঘ আলোচনা শেষে পহেলা এপ্রিল থেকে সচলায়তন উক্ত সংবাদপত্রের ব্যানারে পরিচালিত হতে থাকবে। যথাসময়ে সংবাদপত্রটির নাম আপনাদের জানানো হবে।
পুরো প্রক্রিয়াটিতে আমাদের পকেট ভারী হওয়া সহ কিছু বড়সড় অভ্যন্তরীণ পরিবর্তন আসলেও সাধারণ সদস্য হিসেবে আপনাদের জন্য তেমন পরিবর্তন আসবে না। আপনারা সচলায়তনের কাছে যে রকম সার্ভিস পেয়ে আসছিলেন সেরকমটাই পেতে থাকবেন। বরং এই চুক্তির ফলে আপনাদের জন্য আরো গতিশীল সার্ভার এবং নতুনতর সুবিধাদি পাবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন সচলায়তনের পাতায়।
মন্তব্য
এ ব্যপারে সচলায়তনকে সাহায্য করতে পেরে গর্বিতবোধ করছি।
আপনার সাহায্য পেয়ে সচলায়তনও গর্বিত বোধ করছে।
শুভকামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুশীর এই মাহেন্দ্রক্ষণে আরো কয়েকজনকে অতিথি একাউন্ট দিয়া খুশী করা হউক
ঠিক...ঠিক...
এবং সুবিচারের স্বার্থে যাদের নামের পিছনে ইতোমধ্যেই [অতিথি] জুড়ে গেছে তাদের 'ন্যাজ' খসিয়ে দেয়া হোক...
(প্রযোজ্য ক্ষেত্রে উভয়ার্থে...)
সত্যিইইইইইইই??
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
মুর্শেদ ভাইঃ
আজ সকাল থেকে এ পোস্টের আশায় ছিলাম। ঢাকায় থেকে দীর্ঘদিন এ ব্যাপারটির অগ্রগতিতে ভূমিকা রাখতে পেরেছি বলে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগছে খুব। আশা করছি, এর ফলে সচলায়তন আরো বিস্তৃতি লাভ করবে।
সচলায়তনের এ নবযাত্রায় এর পেছনের টেকনিক্যাল টীম, মডু প্যানেল; সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
শিমুলকে আজীবন সম্মাননা টাইপের কিছু একটা এওয়ার্ড দেয়া হউক।
আপনার পোস্টের সময় এবং বিষয়ের কম্বিনেশনটা একটু কেমন যেন!
যা-ই হোক, আমি "বোকাসোকা ভীতু টাইপ নিরীহ গোবেচারা" মানুষ, কি বুঝতে আবার কি বুঝেছি কে জানে!
১লা এপ্রিল!
এই দিনেই সচলায়তন বিক্রি হলো!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এইখানে ঘুরে আসুন। দেখুন, এমন দিনেও অনেক অকাট্য, অলঙ্ঘ্য সত্য ঘটনা ঘটে গেছে।
এই ঐতিহাসিক ক্ষণে একটা গান মনে পইড়া গেল ... 'ফুল' নেবে না অশ্রু নেবে বন্ধু
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
শুভকামনা।
অলস সময়
গুড বাই, সচলায়তন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ঘোষনাটা ভালো দিনে হৈছে।
এই বাজারে সবাই যখন বিক্রি হয় তখন সচলায়তন আর বাকি থাকবে কেনু?
প্রভাবশালি সংবাদপত্র তো দেশে এখন একটাই - মতিকণ্ঠ!
সত্যি নাকি? আমি তো ভাবলাম এপ্রিল ফুল
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এই চুক্তির ভরসাতেই বিলাতের বাড়িঘর বিক্রী করে দেশে চলে এলাম
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নিশ্চই ইনকিলাব !
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
এখন থেকে তাইলে ব্লগ লিখার জন্য 'সম্মানি' পাওয়া যাবে? যদি পাওয়া যায়, এটা একটা ভালো উদ্যোগ। না পাওয়া গেলে ব্লগের কর্পোরেটাইজেশনের তীব্র প্রতিবাদ জানাই।
সজল
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
টাকা-পয়সা ভাগাভাগি সংক্রান্ত আলাপে আমি থাকতে চাই। আওয়াজ দিয়েন।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
জি-টকে আসো কনফু, এখানে নিরাপদ নয়
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হ, আওয়াজ দিয়েন।
অলস সময়
(including me )
---আশফাক
যতটুকু শুনেছি, সচলের সংখ্যা শীঘ্রই ৫০০০ করা হবে। সদস্যকার্ডও দেয়া হবে। আপনিও পাবেন নিশ্চয়ই...।
আচ্ছা, একটা অট. সচলের বর্তমান সদস্যের(হাচল+সচল) সংখ্যা কত?
উপরের খবরটা 'এপ্রিলের বেকুব' বানানোর কোন পাঁয়তারা নাকি! তানাহলেতো সন্দেশ সাহেব এখবরটা দিতেন।
ধৈবত
শুনলাম চুক্তিটা হয়েছে আনন্দবাজার পত্রিকার ঢাকা শাখার সাথে।
শর্তগুলো কি ব্রুকলিন ব্রীজ বেচার শর্তগুলোর মত?
মানবজমিন হলে আমি আছি
মূলধারার পত্রিকাটির পক্ষ হতে মার্জার এন্ড এক্যুজিশনের বিশাল প্ল্যানিং এবং ডিউ-ডিলিজেন্সের সাথে আমি সংশ্লিষ্ট থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ডিউ-ডিলিজেন্সের এক পর্যায়ে ২০০৭ সাল হতে সচলের মডুদের লিস্ট দেখে আমি, স্বীকার করতেই হয়, 'টাসকি খেয়েছি' । শুভ কামনা রইল...।
restricted - সচল
প্রেস রিলিজের আগে ব্যপারটা মাথায় রেখেন নৈষাদ ভাই
restricted - সচল
Restricted: সচল
এখানেও দৈনিক ! ব্লগারদের আর জায়গা থাকবেনা না কি ?
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
আহা আজি এ বসন্তে কত ফূল ফোটে ♪♫
এই মাহেন্দ্রক্ষণে সবাইকে ফূলেল শুভেচ্ছা
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এপ্রিল ফুল হোক আর যাই হোক ......... সদশ্য হতে চাওয়ার ইচ্ছের মাঝে কোন পরিবর্তন হবে না । কবে যে সদশ্য পদ টা পাওয়া যাবে - নিজের লেখা গুলো বুঝি না কই যায় । সব অতিথি লেখকের লেখাই এক খানে ।
সবার জন্য শুভকামনা আমি না পেলেও যারা পেয়েছেন আর যারা পাবেন - দোয়া গো .....
- প্রখর
সচলায়তনে এরকম সদশ্য নেয়া হয় না বোধহয়।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
এপ্রিল ফুল।
সব ঠিকাছে। কিন্তু প্রশ্ন চারখান
০১
সচলের নাম ঠিক থাকবে তো? নাকি প্রথমসচলআলো এই টাইপের কিছু হয়ে যাবে?
০২
ওই পত্রিকা পুরস্কার দেবে না? দিলে কি আমাগের জায়গা হবে না ওই খানে আলাদাভাবে খোঁজখবর নিতে হবে?
০৩
আমাদের পরিচয় কি ব্লগারসাম্বাদিক হবে না সাম্বাদিকব্লগার হবে?
০৪
আমরা কি আগের মতোই পাসওয়ার্ড দিয়ে সচলে ঢুকতে পারব না কি সাম্বাদিকতার কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে?
০৩
"ব্লাংবাদিক" হইতারে।
সাম্বা দিক = সাম্বা নৃত্য করুক্ - ঠিক্না?
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
সচলের ক্রীড়াসাম্বাদিকের আইডিকার্ড দিয়ে কি বার্সেলোনার খেলা কাভার কর্তে পার্বো ??
নাহ! লুগ্জন মজা নষ্ট কইরা দিলো।
টপিকে আলুচনা কইরা গেলে কী এমুন ক্ষতি হইতো? ন্যাচারাল রিঅ্যাকশনই সবচেয়ে ভালো জিনিস।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আমারো তাই কথা...
যেমুন আমি ফেসবুকে সবার শেয়ার দেখে দৌড়ে এলুম যে আদৌ আমি কোন শেয়ার কিনতে পারবো কিনা??
এখন কে দিবে আমার এই প্রশ্নের জবাব? কে? কে?? কে???
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মতিকন্ঠের খবর এইখানে ক্যান?
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
দেরিতে হলেও এরকম একটা যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সচল কতৃপক্ষকে মোবারকবাদ জানাই।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
আমার ভাগের ট্যাকা কো?
______________________________________
পথই আমার পথের আড়াল
ইহা কি কোন এপ্রিল ফুল, নাকি আশার ফুল????
-আক্ষরিক অভিলাষ
শেষ পর্যন্ত সচলায়তনও ! এইটাই বাকি ছিল...
বিবিসি অবলম্বনে হাসিব - প্রাবন্ধিক, অনুবাদক।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হাহাহাহাহা
all the best, I saw this in my dream, but again on 1st April hard to belive. fool hochhi na Full hochhi !!! sorry bangla likhte parchi na ...
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
জরুরীভিত্তিতে প্রদায়ক নিয়োগ চলছে। আকর্ষনীয় প্যাকেজ। বিস্তারিত পত্রিকায় দেখুন।
আমাকে প্রকৃতিবিষয়ক পাতার সম্পাদকের দায়িত্ব দিয়ে বাধিত করবেন।
ইতি-প্রপ্রে
'নারী ও প্রকৃতি'র কথা বলছেন?
মনে হয় 'প্রাকৃতিক নারী'র কথা উনি বলতে চেয়েছেন।
অনন্ত আত্মা
পিপিদা, "প্রপ্রে" মানে কী "প্রমিলা প্রেমিক" নাকি?
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
প্রপ্রে মানে প্রকৃতি প্রেমিক
কিংবা, প্রকৃত প্রেমিক!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এবং 'প্রমিলাপ্রেমিক'-এর ব্যাসবাক্য হলো 'যিনি প্রমিলা, তিনিই প্রেমিক'। মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আমার আসতে না হয় একটু দেরিই হৈলো, তাই বইলা টাকার ভাগ দেবেন্না?
আবার লিখবো হয়তো কোন দিন
মুর্শেদকে ধন্যবাদ এরকম একটা বড় খবর খুব স্বাভাবিকভাবে উপস্থাপনের জন্য। বুঝতে পারছি আজকের তারিখের সাথে খবরটা অনেকেই গুলিয়ে ফেলেছেন। তাঁদের দোষ দিচ্ছি না মোটেও। এরকম একটা খবর শুনতে হবে, এটা হয়তো কেউ কল্পনায়ও ভাবেন নি! আপনাদের মধ্যে সন্দেহ হওয়াটাও তাই স্বাভাবিক। এটা সচলায়তনের প্রতি আপনাদের ভালোবাসারই বহিপ্রকাশ। একজন প্রথম দিকের সচল হিসেবে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
কিছু কথা না বললেই নয় এখানে। তাহলে হয়তো খবরের সত্যতা অনুধাবন করতে সুবিধা হবে সম্মানীত সচল, হাচল, অতিথি এবং পাঠকদের।
সমস্যাটা শুরু হয়েছিলো সচলের আপগ্রেডের পর। নিজস্ব ডেডিকেটেড সার্ভারে মুভ করার পর থেকেই এর রক্ষণাবেক্ষন খরচ অনেক বেড়ে যায়। এই খরচের মাত্রা অনুমিত মাত্রাকে অতিক্রম করে যায় বেশ উপর দিয়ে। খরচ পোষাতে না পেরে পুনরায় আগের সার্ভারে ফেরত যাওয়ার কথাও ভাবা হয় কয়েকবার। কিন্তু সেটা অনেকটা আত্মঘাতি সিদ্ধান্ত হবে বলে এই সার্ভারেই বহাল থেকে সংকট থেকে উত্তরোণের উপায় খোঁজার চেষ্টা করা হয়। এর মধ্যে একবার সিদ্ধান্ত হয় সচলায়তনের কোনায় "ডোনেট করুন" একটা লিংক যোগ করা হবে কিনা। কিন্তু এটা নিয়েও সমাধানে আসা যায় না। একবার কথা হয় বেশ অনেকজন সম্মানীত সচলকে নিয়ে একটা ফাইনেন্সর গ্রুপ খোলা, যাঁরা সচলের রক্ষণাবেক্ষনের খরচাপাতি বহন করবেন। বলাই বাহুল্য, এই ব্যাপারটাতেও একমত হওয়া যায় নি। সুতরাং, সমস্যা থেকেই যায়। এদিকে সচল চলতে থাকে ব্যয়বহুল নতুন সার্ভারে, কাউকে বুঝতে না দিয়ে।
বাংলাদেশের স্বনামধন্য একটি অনলাইন সংবাদ সংস্থা সাম্প্রতিক সচল ডেভেলপারদের সাথে যোগাযোগ করে তাঁদের নিজস্ব ব্লগের উন্নতি সাধনে পরামর্শের নিমিত্তে। কথায় কথায় প্রকাশিত হয় সচলের প্রতি তাঁদের অনুরাগের কথা। সচলের বিগত প্রায় ৪ বছরের দৃপ্ত পদচারণার নেপথ্য জানতে তাঁরা আগ্রহী হন। এর মধ্যে বর্তমান ব্যয়বহুল সার্ভারের ব্যাপারটা প্রকাশিত হয়, সাথে সেই সার্ভারের ব্যয় বহনের সংকটের কথা। অনলাইন নিউজ সংস্থার সম্মানীত কর্ণধার বেশ উৎসাহী হন সচলকে 'কোনো ভাবে সাহায্য' করতে। নাম প্রকাশ না করলেও ক্ষতি নেই। একটা ভালো উদ্যোগের প্রতি এটা তাঁর ডেডিকেশন হয়েই থাকুক, এরকম প্রস্তাব দেন তিনি। কিন্তু সচলায়তনের ডেভেলপার এবং মডু প্যানেল এই প্রস্তাব মেনে নিতে অস্বীকৃতি জানান। তাঁরা বলেন যে অনলাইন নিউজ সংস্থা যদি সচলের ব্যয়ভার বহন করে তাহলে সেটা অবশ্যই যথাযথ ক্রেডিট দিয়ে প্রকাশ করা হবে সচলায়তনের পাতায়। অবশেষে দীর্ঘ চার ঘন্টা, চার মহাদেশের মধ্যে স্কাইপে কনফারেন্সের মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানো হয় যে আগামি পহেলা জুলাই, সচলায়তনের পঞ্চম জন্মদিনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সচলায়তন সেই অনলাইন সংবাদ সংস্থার সাথে মার্জ করবে। তাদের একটি লিংক পার্ক করে দেয়া হবে সচলায়তনের ঠিকানায়। পাশাপাশি সচলায়তনের নিজস্ব লিংক বজায় থাকবে। অনলাইন সংবাদ সংস্থাটি সচলের ব্যবভারের সিংহভাগ বহন করবে। এখন যারা সচলায়তন পরিচালনা করছে, তারাই থাকবেন পরিচালনা পরিষদে। তবে, অনলাইন সংবাদ সংস্থার একজন প্রতিনিধি থাকবেন মডু প্যানেলে। ব্যানারে 'সচলায়তন' টেক্সটের পাশাপাশি অনলাইন সংবাদ মাধ্যমটির নামও যোগ করতে হবে আসছে জুলাই থেকে। তবে, ব্যানারের আকার ও আয়তন একই থাকবে। ভাষা ব্যবহারে মার্জিত হতে হবে সচলদেরকে। কোনোরূপ উৎকট ভাষা ব্যবহার করা যাবে না।
চার ঘন্টার সেই স্কাইপে কনফারেন্সে অনলাইন সংবাদ মাধ্যমের কর্ণধার একবার সচলের জনৈক মডুকে মডুগিরি থেকে অবসরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন বটে। কিন্তু পরবর্তীতে সচলকে স্বাধীনভাবেই পরিচালিত হতে দিতে তিনি রাজী হয়েছেন। সুতরাং, সচলের মালিকানা 'মার্জিত' হলেও সেই মডু বহাল তবিয়তেই থেকে যাচ্ছেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এবার ঘটোনাটি অনেক খোলাসা হলো। এতক্ষন কমেন্ট পড়ে পুরাই কনফ্যুসড ছিলাম।
শুনে ভালো লাগলো। সচলকে শুভকামনা।
পথখোঁজা পথিক
এখন থেকে সচলে নিয়মিত কলাম লিখবেন মোহাম্মদ আশরাফুল ও রুবাইয়াত হোসেন।
হ! তখন?
--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........
তেনাগো খেলার খবর কে টাইপায়?
--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........
সবাইকে অনেক ধন্যবাদ। আস্সালামু আলাইকুম।
' মিয়াডিপ্লেক্স লিমিটেডের সকল সুভানুধ্যায়ীদের জানাই শুভেচ্ছা। খোশ আমদেদ।
আপনারা সাথে আছেন বলেই আমরা সচলায়তনের মত একটি ব্রান্ডকে আপন করে পেয়েছি। আলহাম্দুলিল্লাহ।
আপনাদের দোয়া সাথে থাকলে অচিরেই সচলায়তনকে একটি লিমিডেট কোম্পানী আকারে ঢাকা কস্ট এক্সচেন্জে নিয়ে আসতে পারবো। ইনশাআল্লাহ।
আচ্ছা সংবাদপত্রটির নাম জানিয়ে দেই। সংবাদপত্রটি হোলো দৈনিক মগবাজার। যেমনটা ধুসর গোধূলি জানিয়েছে সচলায়তনের নামের পরে "মগবাজারের মিম্বরতলে" কথাটি যুক্ত হবে। মডারেশন প্যানেলে যুক্ত হবেন দৈনিক মগবাজারের প্রতিনিধি 'বরবাদ গাদ্দার'।
মগবাজারের মিম্বরতলে এই নাচিজের নিবেদন-
আশা করি এবার আমাকে বান্ধা ব্যানারশিল্পী হিসেবে নিয়োগ দেওয়া হবে
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আমার কিছু বন্ধু সচলদের কাছে শুনলাম ফিউশন ফাইভ নাকি মার্জিং এর পর হেড মডু হিসেবে সবাইকে লাইনে রাখবে। সব মডুর সম্মিলিত ক্ষমতার অধিকারী সে, তাই তার নাম হবে রংধনু মডু। ঘটনা কি সত্য?
রংয়ের মডু আর থাকবে না। আরবী অক্ষরে নামকরণ করা হবে। আলিফ-মডু, বা-মডু, তা-মডু ইত্যাদি।
একটা কেক্কুক কাটাইলে হইতোনা? খালি মুখে ভালো লাগে?
...........................
Every Picture Tells a Story
ভাল ভাল ! মগবাজার থেকে এখানে কে কে বলগিং করে ?
গুল্লা সানোয়ার !
খবরটা সত্য না মজা করে লেখা বুঝছি না। আশাকরি সচল তার চরিত্র অক্ষুণ্ণ রাখবে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
চৈত্র মাসের ১৮ তারিখে ভুদাই বানানোর অপচেষ্টা বলেই মনে হইতেসে...
-
বঙ্গসন্তান
শুনসি, সচলায়তনে এখন থেকে ছাগুরাও লিখতে পারবে। তাহলে সোনারবাংলাব্লগে কে লিখবে? শাহ আবদুল হান্নানকে গোলাপি মডু বানানো হলেও আর অবাক হবো না।
প্রথমে একটু ঘাবড়ে গেছলাম। শেষ পর্যন্ত সচলায়তনও বিক্রি হয়ে গেল! দাউ টু ব্রুটাস! মুক্তচিন্তার মানুষেরা কি তবে আবারো আশ্রয়হীন হলো।
এখন বুঝে ভাল লাগছে। ঘোষণাটি বেশ অফিসিয়াল ছিল। এত বুদ্ধি নিয়ে আপনারা ঘুমান কি ভাবে?
-নিলম্বিত গণিতক।
অতিথী > অতিথি
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ইনি বিশেষ অতিথি।
সম্ভবত বালিশের নিচে মাথা দিয়ে যাতে বুদ্ধিগুলো বেরিয়ে না জায়
বোকা বনে গেলাম।
ফুল-ফাগুনের এল মরশুম, বনে বনে লাগলো দোল...
হী হী হী :-)
ব্যাপারটা বেশ চমৎকার, স্বীকার করতেই হবে।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
১. কারাগারে অন্তরীণ মগবাজারের অতিথিদের কাছে নতুন আঙ্গীকের সচলায়তান পৌছানোর ব্যবস্থা করতে হবে।
২. সচলে কাউন্টার ন্যারেটিভ জনপ্রিয় করার জন্য "অচল শর্মিলা"-কে নিয়োগ দেয়া হোক আর পত্রিকার নাম মগবাজারায়তন রাখা হোক।
-----------
চর্যাপদ
ইয়াঁল্লাঁহ ... ফত্রিকাঁর ফাঁতায়ঁ ফাঁতায়ঁ একন সঁচুর পুষ্টঁ দেকাঁ ঝাবেঁ আর সঁচুর ভাঁজে ভাঁজে ফত্রিকাঁর খলাঁম !!!
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ভাল তো!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
খালি কর্তৃপক্ষের পকেট ভারী হইলে চইলতো ন। আমরা কিছু পামু কিনা আগে কন। নইলে ভেটো দিমু কইয়া দিলাম।
ঘটনা ক্লিয়ার হইলো না
খমেহা
দেড় বছর হইয়্যা গেলো, এখনো সচল হইতে পারলাম না। এটাই আফসুস।
আলিম আল রাজি
আপনাকে আগে মন্তব্য করতে দেখেছি বলে মনে পড়ছে না। খালি রেজি করলেই সচল হওয়া যায় না রে দাদা। সচল হইতে হইলে সচল থাকতে হইবে।
করছি দাদা। বেশি না হলেও কমেন্ট করছি। কিন্তু কপাল খ্রাপ। সচল হওয়া মনে হয় এই জীবনে আর হবে না।
আলিম আল রাজি
তবে ... সচল, সচলই থাকবে...
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
লেখা জব্বর হইছে! কমেন্টগুলা আরো জব্বর!!
সুমিমা
খুবই আনন্দের খবর। জয় হোক সচলায়তনের।
রসিকতা নাকি? তাহলে খুবই নির্মম রসিকতা হলো।
সত্য নাকি? তাহলে কারা, ক্যামন, কিভাবে এগুলো জানা দরকার; বটমলাইনঃ স্বাধীনতা যেন না হারাই।
আসলেই??
মূলধারার সংবাদপত্রের সাথে যুক্ত হয়েই কী সচলায়তন, সবুজায়তন হয়ে গেল? যাই হোক, দেখতে কিন্তু ভালই লাগছে, মনে হচ্ছে সুন্দর কোনো ধানক্ষেতে ঢুকেছি।
ধৈবত
এতে অনেকেই আনন্দ-উপকরণ পেয়েছেন। হয়তো পহেলা এপ্রিলের সংবাদ তাই।
কী জানি
কোথাকার জল কোথায় গড়ায় !
মন শুধু করে হায় হায়,
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
ফর দ্যা রেকর্ড: এটা একটা পহেলা এপ্রিল প্র্যাংক ছিল।
তিথীডোর মনে হয় ব্যাপারটা সবার আগে ধরেছিলেন।
গুঁতোগুঁতি করতে করতে হঠাৎ পুরনো এই লেখাটা চোখে পড়ল। লেখা আর ১০২ নম্বর কমেন্ট পর্যন্ত পড়ে পুরো মাথায় যখন রীতিমত গিট্টু লেগে গেছে, তখন জানলাম, এটা একটা পহেলা এপ্রিল প্র্যাংক ছিল!!
দারুণ!!
নতুন মন্তব্য করুন