পাতলা করে একটা বই দ্যা গ্রেইট গ্যাটসবি। জানতাম যে এটা একটা প্রেমের উপন্যাস। গল্পটা নিয়ে দু'দু বার করে সিনেমাও হয়েছে। ১ ২ দ্বিতীয়বারের সিনেমাটি ২০১২ তে প্রকাশিতব্য, লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত। সুতরাং একটা বিশাল আশা ছিলো বইটা নিয়ে।
স্পয়লার এলার্ট। গল্পটা এক গরীব যুবক গ্যাটসবিকে নিয়ে। যুদ্ধে যাবার আগে এক ধণী পরিবারের মেয়ের সাথে তার গভীর প্রণয় হয়। যুদ্ধ থেকে ফিরতে দেরী হলে এই মেয়ে আরেক ধণী যুবককে বিয়ে করে ফেলে। যুদ্ধ ফেরত গ্যাটসবি খুঁজে ফেরে প্রেয়সীকে। না পেয়ে দুঃখ ভরা মনে ব্যবসা শুরু করে। পরে মেয়ের খবর জানতে পেরে পাঁচ বছর ধরে চেষ্টার পর গল্পের লেখকের সুত্র ধরে যোগাযোগ করে প্রেয়সীর সাথে। পূর্ণমিলনের পর প্রথম দিকে ভালোভাবে সাড়া দিলেও শেষমেষ নারীসক্ত স্বামীর কাছেই ফিরে যায় প্রেয়সী। মাঝখান থেকে তার স্বামীর কুচক্রি পরিকল্পনায় প্রাণ যায় গ্যাটসবির। একসময়ে ঝলমলে হাজার মানুষ পরিবেষ্টিত গ্যাটসবি মানুষশূন্য অবস্থায় কবরে যায়।
বইটার প্রথম দু'দু চ্যাপ্টার একটু ম্যাড়মেড়ে। তবে পরে বোঝা যায় এর দরকার ছিলো। ভাষার নিপূণ ব্যবহার গল্পটার একটা পজিটিভ বৈশিষ্ট্য। কিন্তু কয়েকজায়গায় হিন্দী ছবির মতো কাকতালীয় ঘটনা ঘটে। এক পর্যায়ে গ্যাটসবির প্রেয়সী গ্যাটসবির গাড়ি চালাতে গিয়ে মেরে বসে তার স্বামীর গোপন প্রনয়ীনিকে। এতো প্রায়অসম্ভব ঘটনা খুব যত্নের সাথে সাজানোর পর খট করে চোখে বাঁধে। তাছাড়া বেশ কয়েক জায়গায় বর্ণবিদ্বেষী এবং নারীবিদ্বেষী মন্তব্য চোখে পড়ে।
ইউনিভার্সিটি অফ এডেলেইড দেখলাম বইটা ফ্রিতে পড়তে দিচ্ছে। ৩ উইকি এবং স্পার্ক নোটসেও বিস্তারিত আলোচনা আছে বইটির উপর। ৪ ৫
সবমিলিয়ে মোটামুটি উপভোগ্য একটা বই। পড়লে মনে হয় ঠকবেন না।
মন্তব্য
আগ্রহ জন্মালো।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
বেশী বিখ্যাত বই, কিন্তু বেশী ছোট রিভিউ । (Y)
facebook
বইটা মাত্র একশ সামথিং পৃষ্ঠার। আর কি লিখবো? :-S
এইটা একটা কথা হল! আউটসাইডার তো এর চেয়েও ছোট, কিন্তু রিভিউ লিখতে গেলে তো ৫০০০ শব্দ ছাড়িয়ে ফেলবেন। যাই হোক, ছোট আকারে হলেও রিভিউ চালু থাকুক, নিয়মিত!
facebook
কেন হাসতেছি, বলব না।
(আমার চোখ খারাপ, খালি কি কি জানি সব শব্দ-চয়নের দিকে নজর চলে যায়। ছিঃ)
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
হ ! তুমি এইসবই চিন্তা করতে থাক :S :S
ডাকঘর | ছবিঘর
উৎস।
আমার চোখও পড়ছিল
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
পর্তাছি...
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন