Sachalayatan ইংরেজি বিভাগের ধারণা কয়েক বার পূর্বে উল্লিখিত হয়েছে। Sachalayatan ঘটনার পরিবর্তন অগণ্য সঙ্গে, এই অনুরোধ রাখা কাজ করতে তালিকায় অধ: পতন। অবশেষে আমি ছিল বহুভাষী সক্ষমতার উপর Drupal সিস্টেম আমার হাতে করা এবং Sachalayatan করুন এটি করতে সক্ষম হবেন।
আমি আশা Sachalayatan পাঠকদের যতটা ইংরেজি ব্লগ হিসাবে তারা বাংলার এক কাজ ভোগ করবে।
Sachal হতে, Sachal রাখুন।
(গুগল ট্রান্সলেশন)
মন্তব্য
en.sachalayatan.com
সব ইংরেজি লেখাই কি আবার গুগল ট্রান্সলেশনে বাংলা করে আসবে ?
ইংরেজি ব্লগের মডারেশনের দায়িত্ব থাকা মডুদের সাড়ে সাতান্ন খবর আছে।
খাইছে আমারে!
এখন থেকে কি আংরেজিতে ব্লগিং করতে হবে?
খালি ব্লগিং না মেম্বর, আপত্তি কিংবা বুকমার্ক করতে চাইলে সেইটাও আংরেজিতেই ক্লিক করে জানাইতে হবে। উপরে চায়া দেখেন! পুরাই পেরেশান অবস্থা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
উদ্যোগের জন্য সাধুবাদ, ভাইয়া। তবে ভাষান্তর করা লেখাগুলো পড়লে শুধু অনন্ত জলিলের কথা মনে পড়ে।
সরাসরি ইংরেজি ব্লগ কি লেখা যাবে? সেটা কি প্রথম পাতায় প্রকাশযোগ্য? নাকি ওটার জন্য ইংরেজি পৃষ্ঠায় যেতে হবে?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
এটি আমিও জানতে চাইছিলাম।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
www.sachalayatan.com/add/blog - ডিফল্ট ভাষা বাংলা।
en.sachalayatan.com/add/blog - ডিফল্ট ভাষা English।
তবে সরাসরি লেখা যাবে। লেখা প্রকাশের আগে ভাষা হিসেবে ইংরেজী বাছাই করে দিতে হবে। আর ইংরেজী পেইজে বাংলা কিবোর্ড বন্ধ থাকবে।
আদর্শলিপি খিলা বইছি মাগার অহনো উপরের লাইঙ্গুলা মালুম হইলো না!
গুগুল তিরান্সলিতর (বাংলায়)
আই অ্যাপ্রিশিয়েট
সোনার বাংলা ব্লগের সাথে যৌথ উদ্যোগে সচল-সোনা নামে সচলের একটা উর্দু ভার্সন করার দাবী জানায়ে গেলাম।
www.sachal-shona.yahabibi
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন