আপনার শিশুর মস্তিষ্কে স্বাগতম - ওয়েলকাম টু ইওর চাইল্ডস ব্রেইন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ২৩/০২/২০১২ - ১২:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বইটির শুরু এক গুচ্ছ ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে। কারণটা পরিষ্কার। বইটি সর্ম্পকে আপনার আগ্রহ তৈরী করা। সেই প্রশ্নগুলো দিয়েই শুরু করা যাক। দেখা যাক কয়টার উত্তর দিতে পারেন। হাসি

১) শিশুকে পালং শাক খাওয়াবার সর্বোত্তম পদ্ধতি কি?
ক. পালং শাক গরম চিজ দিয়ে পরিবেশন করুন
খ. পালং শাক খাবার আগে মিষ্টি কিছু খেতে দিন
গ. ছোটো বেলা থেকেই উদ্ভিজ দুধ খাওয়ানোর অভ্যাস করুন
ঘ. উপরের সবগুলো
ঙ. উপরের কোনোটি নয়

২) গর্ভবতী মায়ের কোন কাজটি শিশুর সবচেয়ে ক্ষতি করে?
ক. এক সন্ধ্যায় বিয়ার বা মদ পান করা
খ. র্ঘূণিঝড় থেকে উর্দ্ধশ্বাসে পালানো
গ. একরাতে সুসি খাওয়া (সুসি - কাঁচা মাছ সহকারে তৈরী জাপানী খাবার)
ঘ. বিমান ভ্রমন করা
ঙ. তিন মাইল হাঁটা

৩) শিশুর দৈনিক ক্যালরীর কতখানি মস্তিষ্ক গঠনে ব্যবহৃত হয়?
ক. দশ ভাগের এক ভাগ
খ. চার ভাগের এক ভাগ
গ. দুই ভাগের এক ভাগ
ঘ. তিন ভাগের দুই ভাগ
ঙ. প্রায় পুরোটা

৪) শিশুর জিনের সাথে পরিবেশের যোগসুত্র কি রকম?
ক. শিশুর জিন পরিবেশের যোগসুত্র প্রভাবিত করে
খ. পরিবেশ জিনের প্রকাশকে প্রভাবিত করে
গ. শিশুর জিন তার প্রতি আপনার যত্নের পরিমান প্রভাবিত করে
ঘ. শিশুর জিন এবং পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত
ঙ. উপরের সবকয়টি

৫) শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটির?
ক. শিশুকালে বুকের দুধ খাওয়ানো
খ. শিশুকালে মাছ খাওয়ানো
গ. শিশুকালে মোজার্টের গান শোনানো
ঘ. উপরের সবকয়টি
ঙ. কোনটি নয়

৬) যদি আপনি একটা পুতুল কাপড়ে ঢেকে তারপর কাপড়টি সরান, কোন বিষয়টি শিশুকে সবচেয়ে আর্শ্চযান্বিত করবে?
ক. দুটো পুতুল
খ. খেলনা গাড়ি
গ. উল্টো হওয়া পুতুল
ঘ. অক্টোপাস পুতুল
ঙ. চিজ বার্গার

৭) নীচের কোনটি শিশুর স্কুল পার্ফমেন্স বৃদ্ধিতে সহায়তা করবে?
ক. বন্ধু সাথে পড়াশোনা
খ. পড়তে পড়তে গান শোনা
গ. পড়া থেকে বিরতি নিয়ে ভিডিও গেইম খেলা
ঘ. উপরের সবকয়টি
ঙ. কোনটি নয়

৮) তিন বছরের বাচ্চার স্বপ্ন সীমার বাইরে কোন বিষয়টি?
ক. একটি কুকুর দাঁড়িয়ে আছে
খ. পুতুলের সাথে খেলছে
গ. বাথটাবে শুয়ে আছে
ঘ. মাছ সাঁতার কাটছে
ঙ. একটা খালি রুম

৯) অন্যরা কি ভাবছে এটা বুদ্ধিটা কিভাবে দ্রুত হারে বাড়ে?
ক. দ্বিতীয় ভাষা শেখার মাধ্যমে
খ. বড় ভাই বা বোন থাকলে
গ. বাবা মা শিশুর সাথে ইমোশনাল আলাপ করলে
ঘ. উপরের সব কয়টি
ঙ. কোনটি নয়

১০) কোন কাজটি শিশুর স্বল্পদৃষ্টি সমস্যা কমায়?
ক. মাছ খাওয়া
খ. বাইরে খেলাধুলা করা
গ. সঙ্গীত বাদন
ঘ. যথেষ্ট পরিমান ঘুম
ঙ. চোখের বিশ্রাম

১১) শিশুরা কোনদুটির মধ্যে পার্থাক্য করতে পারে?
ক. পুরুষ চেহারা থেকে মেয়ে চেহারা
খ. সঙ্গীতের মেজর কর্ড থেকে ডিসোনেন্ট কর্ড
গ. মায়ের ভাষা থেকে বিদেশী ভাষা
ঘ. উপরের সব কয়টি
ঙ. কোনটি নয়

১২) নীচের কোন শিক্ষার ভূমিকা সবচেয়ে বেশী
ক. ব্যালে নাচ শিক্ষা লিঙ্গ সচেতনাতা বাড়ায়
খ. নিয়ম কানুন শিক্ষা দয়াদ্র হতে সাহায্য করে
গ. নীতি শিক্ষা ব্যবহার শুদ্ধ করে
ঘ. সঙ্গীত শিক্ষা গনিতে দক্ষতা বাড়ায়
ঙ. অভিনয় শিক্ষা সামাজিক এডজাস্টমেন্ট বাড়ায়

১৩) কোনটি শিশুর প্রতিবন্ধী হবার সম্ভাবনা বাড়ায়?
ক. পরিপূর্ণ বৃদ্ধির আগেই জন্মগ্রহণ
খ. অনড় মা থাকলে (Having an unresponsive mother)
গ. খুব বেশী টিভি দেখলে
ঘ. ভ্যকসিন নিলে
ঙ. বড় ভাই বোন থাকলে

১৪) রিটালিন নামের ঔষুধ দুরন্ত শিশুকে কিভাবে শান্ত করে?
ক. মস্তিষ্কের অর্ন্তগত গঠন বদলে
খ. শিশুকে খানিকটা ঝিমুনি জাতীয় আবেশের মাধ্যমে
গ. কোকেইন এবং গাঁজা মাধ্যমে মস্তিষ্কের যে সমস্ত কোষ সক্রিয় হয়, সেগুলো সক্রিয়করনের মাধ্যমে
ঘ. উপরের সব কয়টি
ঙ. কোনটি নয়

১৫) নিজেকে পরিচালনার করবার ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে কোনটি?
ক. অগ্নিনির্বাপক কল্পনা করা
খ. বুকের দুধ খাওয়া
গ. শিশুদের ভিডিও দেখা
ঘ. বাবা মায়ের সাথে ঘুমানো
ঙ. অন্য লিঙ্গের শিশুর সাথে বন্ধুত্ব

১৬) ব্রেইন ইমেজিং কি কাজে ব্যবহৃত হয়?
ক. অভ্যসগত সমস্যা নির্ধারণ করতে
খ. পাঠ এবং গণিত জাতীয় ক্ষমতা নির্ধারণে
গ. আসামী মিথ্যা কথা বলছে কিনা সেটা নির্ধারণে
ঘ. উপরের সব কয়টি
ঙ. কোনটি নয়

১৭) নীচের কোনটি পড়াশোনার ক্ষতি করতে পারে?
ক. শিশুকালে বইয়ের অভাব থেকে
খ. ছোটো থেকে উল্টোভাবে চিঠি লেখার অভ্যাস থেকে
গ. কথ্য ভাষা শোনার সমস্যা থেকে
ঘ. দুটো ভাষা বলার কারনে
ঙ. ছোটো বেলার শিশুর সঙ্গীত না শোনার কারনে

১৮) লাজুক শিশুর ভবিষ্যত উজ্জ্বল করতে কোনটি সবচেয়ে ভালো?
ক. বিজ্ঞান পাঠক বাবা মা থাকলে
খ. খেলনা ট্রাক খেললে
গ. চীনে বড় হলে
ঘ. উপরের সব কয়টি
ঙ. কোনটি নয়

১৯) টাইম-আউট নামের শাস্তি দেবার পদ্ধতি কোথা থেকে এসেছে?
ক. খেলা থেকে
খ. অস্থির বাবা থেকে
গ. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে
ঘ. মিলিটারি স্ল্যাং থেকে
ঙ. ল্যাবে রক্ষিত প্রাণীর গবেষণা থেকে

২০) দোভাষী শিশু একভাষী শিশুর তুলনায় কেমন?
ক. নিজেকে ভালো ভাবে পরিচালিত করতে পারে
খ. অন্য লোকের দৃষ্টিভঙ্গী ধরতে পারে
গ. বেশী বয়সে মস্তিষ্কের ধার কমে যায়
ঘ. উপরের সব কয়টি
ঙ. কোনটি নয়

(উত্তর: মন্তব্যের ঘরে আপনাদের উত্তর জানান। পরে উত্তর প্রকাশ করা হবে।)

উত্তর:
১) শিশুকে পালং শাক খাওয়াবার সর্বোত্তম পদ্ধতি কি?
ঘ. উপরের সবগুলো
শিশুকে যে কোনোভাবে পালং শাক খাওয়ানো যেতে পারে। চিজ দিয়ে, কিংবা মিষ্টির লোভ দেখিয়ে বা ছোটোবেলা থেকে সয় দুধের অভ্যাস করিয়ে যেভাবেই হোক। তবে মিষ্টির লোভ দেখিয়ে খাবার পরে মিষ্টি খেতে দিলে ক্ষতি হবে। আগে থেকে একটু মিষ্টি খাইয়ে বলতে হবে বাকিটা খাবার পর।

২) গর্ভবতী মায়ের কোন কাজটি শিশুর সবচেয়ে ক্ষতি করে?
খ. র্ঘূণিঝড় থেকে উর্দ্ধশ্বাসে পালানো
এক সন্ধ্যায় বিয়ার বা মদ পান করা বা এক দুই বার কাঁচা মাছের সুসি খেলে সমস্যা নেই। উপরন্তু ভালো করে রেফ্রিজারেট করলে সুসিতে ক্ষতির কিছু নেই। বিমান ভ্রমন আর তিন মাইল হাঁটায় তেমন কোনো ক্ষতি নেই। কিন্তু র্ঘূণিঝড়ের ট্রমা অনেক বড় ইমপ্যাক্ট ফেলতে পারে। এমনকি শিশু অটিস্টিক হয়ে যাবার সম্বাবনা থাকে।

৩) শিশুর দৈনিক ক্যালরীর কতখানি মস্তিষ্ক গঠনে ব্যবহৃত হয়?
গ. দুই ভাগের এক ভাগ
শিশুর যা খায় তার অর্ধেকটাই ব্রেইনের পুষ্টি হিসেবে ব্যবহৃত হয়।

৪) শিশুর জিনের সাথে পরিবেশের যোগসুত্র কি রকম?
ঙ. উপরের সবকয়টি
শিশুর জিন এবং পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। বলা হয় যে যদিও জিনে মানুষের স্বভাব চরিত্রে ঠিক করে তবু পরিবেশ অনেকখানি এটা প্রভাবিত করতে পারে।

৫) শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটির?
খ. শিশুকালে মাছ খাওয়ানো
শিশুকালে বুকের দুধ খাওয়ানো গুরুত্বপূর্ণ কিন্তু না খেলে সমস্যা নেই। মোজার্টের গান বা অন্য যেকোনো গানে তেমন পার্থক্য ফেলতে পারে না।

৬) যদি আপনি একটা পুতুল কাপড়ে ঢেকে তারপর কাপড়টি সরান, কোন বিষয়টি শিশুকে সবচেয়ে আর্শ্চযান্বিত করবে?
ক. দুটো পুতুল
শিশুরা ছোট মাত্রার গননা করতে পারে তাই একটা বস্তু পর্দার আড়ালো গিয়ে দুটো বেরোলে তারা সবচেয়ে অবাক হয়।

৭) নীচের কোনটি শিশুর স্কুল পার্ফমেন্স বৃদ্ধিতে সহায়তা করবে?
গ. পড়া থেকে বিরতি নিয়ে ভিডিও গেইম খেলা
বন্ধু সাথে পড়াশোনা করলে কিংবা পড়তে পড়তে গান শুনলে মনোযোগের ঘাটতি হয়। এরচেয়ে পড়ার মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিলে অনেক উপকার।

৮) তিন বছরের বাচ্চার স্বপ্ন সীমার বাইরে কোন বিষয়টি?
খ. পুতুলের সাথে খেলছে
তিন বছরের শিশু ইন্ট্যারএকশন নিয়ে স্বপ্ন দেখতে পারে না। তাই সে প্যাসিভ বস্তুর স্বপ্ন দেখে।

৯) অন্যরা কি ভাবছে এটা বুদ্ধিটা কিভাবে দ্রুত হারে বাড়ে?
ঘ. উপরের সব কয়টি
দ্বিতীয় ভাষা শেখার মাধ্যমে, বড় ভাই বা বোন থাকলে কিংবা বাবা মা শিশুর সাথে ইমোশনাল আলাপ করলে শিশুরা ধীরে ধীরে বুঝতে পারে অন্যরা কি ভাবছে।

১০) কোন কাজটি শিশুর স্বল্পদৃষ্টি সমস্যা কমায়?
খ. বাইরে খেলাধুলা করা

১১) শিশুরা কোনদুটির মধ্যে পার্থাক্য করতে পারে?
ঘ. উপরের সব কয়টি
শিশুরা মেয়েদের বেশী পছন্দ করে। সঙ্গীতের মেজর কর্ড বেশী পছন্দ করে। ডিসোনেন্ট কর্ড বাজলে বিরক্ত হয়। মায়ের ভাষা থেকে বিদেশী ভাষা আলাদা করতে পারে।

১২) নীচের কোন শিক্ষার ভূমিকা সবচেয়ে বেশী
ঙ. অভিনয় শিক্ষা সামাজিক এডজাস্টমেন্ট বাড়ায়

১৩) কোনটি শিশুর প্রতিবন্ধী হবার সম্ভাবনা বাড়ায়?
ক. পরিপূর্ণ বৃদ্ধির আগেই জন্মগ্রহণ

১৪) রিটালিন নামের ঔষুধ দুরন্ত শিশুকে কিভাবে শান্ত করে?
গ. কোকেইন এবং গাঁজা মাধ্যমে মস্তিষ্কের যে সমস্ত কোষ সক্রিয় হয়, সেগুলো সক্রিয়করনের মাধ্যমে
সুতরাং দুরন্ত শিশুকে শান্ত করার জন্য রিটালিন ব্যবহার উচিৎ নয়।

১৫) নিজেকে পরিচালনার করবার ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে কোনটি?
ক. অগ্নিনির্বাপক কল্পনা করা

১৬) ব্রেইন ইমেজিং কি কাজে ব্যবহৃত হয়?
ঙ. কোনটি নয়

১৭) নীচের কোনটি পড়াশোনার ক্ষতি করতে পারে?
ক. শিশুকালে বইয়ের অভাব থেকে
সুতরাং ঘরে প্রচুর বইপত্র রাখুন।

১৮) লাজুক শিশুর ভবিষ্যত উজ্জ্বল করতে কোনটি সবচেয়ে ভালো?
গ. চীনে বড় হলে
আশেপাশে প্রচুর মানুষ থাকায় শিশু সামাজিক হতে বাধ্য হয়।

১৯) টাইম-আউট নামের শাস্তি দেবার পদ্ধতি কোথা থেকে এসেছে?
ঙ. ল্যাবে রক্ষিত প্রাণীর গবেষণা থেকে
সুতরায় এটা বেশ কার্যকরী একটা পদ্ধতি।

২০) দোভাষী শিশু একভাষী শিশুরর তুলনায় কেমন?
ঘ. উপরের সব কয়টি
দোভাষী শিশুর নিজেকে ভালো ভাবে পরিচালিত করতে পারে এবং অন্য লোকের দৃষ্টিভঙ্গী ধরতে পারে। এতে করে আবার বেশী বয়সে মস্তিষ্কের প্রখরতা কমে যায়।

প্রশ্ন গুলো শক্ত এটা সত্যি। একটা বিশাল আগ্রহ নিয়ে তাই পড়া শুরু করেছিলাম। তবে দ্বিতীয় চ্যাপ্টারে গিয়ে একটু ধাক্কা খেলাম। আমার মনে হয়েছে সাধারণ পাঠকের তুলনায় অতিরিক্ত নিউরোসায়েন্টিফিক তথ্য সন্নিবেশিত হয়েছে এতে। পড়তে তাই মাঝে মাঝে খেই হারিয়ে ফেলতে হয়। তবে পুরো পুরো সায়েন্টিফিক ভাবে বিশ্লেষণ করা বিভিন্ন মিথ সরাতে এই বইটা কার্যকরী ভূমিকা রাখবে। অ্যামাজনে সাড়ে চার রেটিং হলেও সাড়ে তিনের বেশী রেটিংয়ের উপযুক্ত মনে হয়নি।

আগ্রহীদের জন্য এ বিষয়ে লেখিকার একটি ভিডিও দিলাম।


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

একটা কি দুটার উত্তর মনে হয় দিতে পারবো।
বাকি সবগুলোর ক্ষেত্রে

সুহান রিজওয়ান এর ছবি

প্রশ্নগুলা আসলেই বেশ ইয়ে। বিষয়ভিত্তিক পড়াশোনা না থাকলে সাধারনভাবে উত্তর দেয়া সম্ভব না মন খারাপ

চরম উদাস এর ছবি

ছোটো বেলা থেকেই উদ্ভিজ দুধ খাওয়ানোর অভ্যাস করুন

একটা প্রশ্ন ছিল এই বিষয়ে। বেয়াদবি না নিলে জিজ্ঞেস করতাম ইয়ে, মানে...

আশরাফ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রশ্নের আগেই উত্তর দিয়ে দেই: http://en.wikipedia.org/wiki/Soy_milk

দ্রোহী এর ছবি

একটা প্রশ্ন ছিল এই বিষয়ে। বেয়াদবি না নিলে জিজ্ঞেস করতাম ইয়ে, মানে...

উত্তর সঠিক হয়েছে? চোখ টিপি

চরম উদাস এর ছবি

লা হাওলা অ্যাঁ
ইনিই কি তবে সয়/সয়া খালা?

শিশিরকণা এর ছবি

কেউ দেখি উত্তর দেয় না। আন্দাজে ঢিল মারলাম।

উত্তরের টেমপ্লেট:
১) ঙ) উপরের কোনটিই নয়- চিংড়ি মাছের চচ্চড়ি নয়ত ডালের সাথে পালং ডাল। গরুর মাংসের ঝোলের সাথেও চলে। চোখ টিপি
২) ক. এক সন্ধ্যায় বিয়ার বা মদ পান করা - গর্ভাবস্থার প্রথম ৩ মাসে এলকোহল খাইলে বাচ্চার ঘিলু কমে যায় এই নিয়ে সাম্প্রতিক একটা লেখা পড়লাম।
৩) ক. দশ ভাগের এক ভাগ - অন্য সংখ্যা গুলা অবিশ্বাস্য লাগলো, এত ক্যালরি ব্রেইন তৈরিতে লাগলে মা হাটবে চলবে কোন শক্তিতে?
৪) খ. পরিবেশ জিনের প্রকাশকে প্রভাবিত করে - নিউটন চোর ডাকাতের ঘরে জন্মাইলে বিরাট ঘাঘু অপরাধী হইত।
৫) খ. শিশুকালে মাছ খাওয়ানো - মাছের ওমেগা-৩ ঘিলুর জন্য বড়ই উপকারী জিনিস। ডাক্তারে বুড়াকালেও ঘিলু সচল রাখতে এইটা খাইতে বলছে আমাকে।
৬) ক. দুটো পুতুল - আন্দাজে ঢিল
৭)খ. পড়তে পড়তে গান শোনা- ঢিল
৮) ঙ. একটা খালি রুম - স্বপ্নসীমা বলতে কি বুঝাচ্ছেন পরিষ্কার না, খালি রুম দেখলে কিছুটা ভয় পেতে পারে বাচ্চা।
৯) ঘ. উপরের সব কয়টি - ঢিল, সবগুলাই ভালু কাজ।
১০) ঘ. যথেষ্ট পরিমান ঘুম
ঙ. চোখের বিশ্রাম
১১) খ. সঙ্গীতের মেজর কর্ড থেকে ডিসোনেন্ট কর্ড - শিশু জন্মে থেকে মায়ের কন্ঠ চিনে, কাজেই শব্দ পার্থক্য বিষয়ে তার কিছু ধারণা থাকে আন্দাজ করছি।
১২) গ. নীতি শিক্ষা ব্যবহার শুদ্ধ করে - দরকারী শিক্ষা।
১৩) খ. অনড় মা থাকলে (Having an unresponsive mother) - ব্রেইন স্টিমুলেটেড না হইলে কেম্নে কী
১৪) ঘ. উপরের সব কয়টি - ঢিল
১৫) খ. বুকের দুধ খাওয়া - ঢিল
১৬) ঙ. কোনটি নয় - ঢিল
১৭) ক. শিশুকালে বইয়ের অভাব থেকে - পাঠাভ্যাস না থাকলে পড়াশুনায় ঢিলা হওয়া স্বাভাবিক।
১৮) ঙ. কোনটি নয় - কেম্নে কী ? ঢিল।
১৯) ক. খেলা থেকে - খেলা বন্ধ রেখে শলা পরামর্শ করার সময় এইটা না? নিশানা করে ঢিল।
২০)খ. অন্য লোকের দৃষ্টিভঙ্গী ধরতে পারে - ঢিল/ ধৈর্য শ্যাষ।

ডিসক্লেইমারঃ এই উত্তরমালা প্রস্তুত করিতে গুগল মামার সাহায্য নেওয়া হয় নাই।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধইন্যবাদ... চলুক

শিশিরকণা এর ছবি

উত্তরের জন্য কতক্ষন স্টে টিউনড থাকতে হবে?

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আজ রাতটা যাক। আর কেউ দেয় কিনা দেখি। হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আচ্ছা আপনাকে ব্যক্তিগত বার্তায় পাঠাচ্ছি।

দ্রোহী এর ছবি

১. শিশুর মা বলতে পারবে, আমার দৌড় ইয়োগার্ট খাওয়ানো পর্যন্ত।
২. সবকয়টা।
৩. গুগল আছে না?
৪. উপরের সবকয়টা। কিছুদিন আগে একটা আর্টিকেলে পড়েছিলাম জিনের সাথে পরিবেশের যোগসূত্র খুব গভীর।
৫. উপরের সবকয়টি।
৬. মনে হয় দুটো পুতুল!
৭. শিশুর বয়স একবছর। পড়বে ক্যামনে?
৮. কাম সারছে! তিন বছর বয়সে কী স্বপ্ন দেখতাম তা কি মনে আছে এখনো?
৯. উপরের সবকয়টি।
১০. মলা-ঢ্যালা।
১১. মনে হয় পুরুষ-মেয়ের চেহারা। আমার ছেলে যেভাবে মেয়েদের দিকে তাকায়ে থাকে তাতে করে আমি নিজেই লজ্জা পেয়ে যাই। দেঁতো হাসি
১২. সঙ্গীত শিক্ষা গণিতে দক্ষতা বাড়ায়। কোন এক আর্টিকেলে এটা পড়েছিলাম। তবে সেখানে সঙ্গীত বলতে উচ্চাঙ্গ সঙ্গীতের কথা বলা হয়েছিল।
১৩. পরিপূর্ণ বৃদ্ধির আগে জন্মগ্রহণ
১৪. জানি না। ঝিমুনিটাই মনে হয় সঠিক উত্তর।
১৫. বুকের দুধ খাওয়া?
১৬. উপরের সবকয়টি
১৭. শিশুকালে বইয়ের অভাব থেকে
১৮. !!!!!!!!!
১৯. খেলা থেকে
২০. ☹

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ।

ফাহিম হাসান এর ছবি

ব্যাপক জটিল সব প্রশ্ন, অধিকাংশ উত্তরই জানা নেই।

প্রদীপ্তময় সাহা এর ছবি

ইয়ে, মানে...
আমি ত কিছুই জানি না ।
উত্তর যে কখন আসে !!

কুমার. এর ছবি

চলুক সময়মত এই পোস্ট খুজে পেলে হয়।

মরুদ্যান এর ছবি

১)ক
২)গ
৩)ঙ
৪)খ
৫)ক
৬)খ
৭)ক
৮)গ
৯)খ
১০)ক
১১)ক
১২)গ
১৩)খ
১৪)খ
১৫)খ
১৬)ক
১৭)গ
১৮)ক
১৯)ক
২০)ক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ!

তদানিন্তন পাঁঠা এর ছবি

আমার সবগুলোই আন্দাজে ঢিল। দেখা যাক কাউয়া মরে কিনা। গুগ্লাইলাম্না সততার স্বার্থে। দেঁতো হাসি

১) শিশু বলতে বয়স কত ধরব? যদি ৩ বছর এর নিচে হয় তবে সবজি ঘাটির সাথে খাওয়ানো যায়। ৩ বছর পার হলে অসম্ভব। (কারও সন্দেহ থাকলে আমার মেয়েকে এসে খাওয়ায় যাইতে পারেন।)

২) বিমান ভ্রমন করা এবং তিন মাইল হাঁটা

৩) তিন ভাগের দুই ভাগ

৪) পরিবেশ জিনের প্রকাশকে প্রভাবিত করে

৫) শিশুকালে বুকের দুধ খাওয়ানো

৬) দুটো পুতুল ?!?

৭) বন্ধু সাথে পড়াশোনা

৮) একটা খালি রুম

৯) াবা মা শিশুর সাথে ইমোশনাল আলাপ করলে

১০) মাছ খাওয়া এবং চোখের বিশ্রাম

১১) মায়ের ভাষা থেকে বিদেশী ভাষা

১২) নিয়ম কানুন শিক্ষা দয়াদ্র হতে সাহায্য করে

১৩) খুব বেশী টিভি দেখলে

১৪) কোকেইন এবং গাঁজা মাধ্যমে মস্তিষ্কের যে সমস্ত কোষ সক্রিয় হয়, সেগুলো সক্রিয়করনের মাধ্যমে

১৫) অন্য লিঙ্গের শিশুর সাথে বন্ধুত্ব

১৬) অভ্যাসগত সমস্যা নির্ধারণ করতে

১৭) দুটো ভাষা বলার কারনে

১৮) কোনটি নয়

১৯) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে

২০) কোনটি নয়

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ!

হিমু এর ছবি

একটা কুইজ টুল ঢোকালে কেমন হয়? যেটা দিয়ে কুইজ জেনারেট করা যাবে, আর উত্তরদাতারা কুইজ দেয়া শেষ করেই রেজাল্ট পেয়ে যাবে?

প্রদীপ্তময় সাহা এর ছবি

অসাধারন প্রস্তাব ।
দারুন হবে ।
চলুক

স্বপ্নহারা এর ছবি

১। ক
২। খ (নিউরোলজিক্যাল বলে খ, নাইলে গ বলতাম)
৩। ক
৪। ঙ
৫। ঘ
৬। ক
৭। খ
৮। গ
৯। ঘ
১০। ক
১১। খ
১২। গ
১৩। খ
১৪। খ
১৫। ঙ
১৬। ক
১৭। ঙ
১৮। খ
১৯। ক
২০। খ

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অনার্য সঙ্গীত এর ছবি

আমার ভবিষ্যৎ শিশুদের মায়েরা যাতে বুঝতে পারে আমি কীরকম সাংসারিক জ্ঞান সম্পন্ন সেইজন্য জবাব দিচ্ছি। একটাখান সার্টিফিকেট দেবেন কিন্তু! ছিভি'তে লাগিয়ে বালিকাদের পাঠাবো আপনার আর তাসনীম ভাইয়ের রেফারেন্স সহ! শয়তানী হাসি

১) ক.
২) খ.
৩) খ.
৪) ঙ.
৫) ঘ.
৬) বুঝি নাই ইয়ে, মানে...
৭) ক.
৮) গ.
৯) ঘ.
১০) খ.
১১) ঘ.
১২) ঘ.
১৩) ক.
১৪) খ.
১৫) ঙ.
১৬) ক.
১৭) গ.
১৮) ক. (এই জবাব উদ্দেশ্যপ্রণোদিত চোখ টিপি )
১৯) ক.
২০) খ.

ভাই, যেম্নে পারেন নম্বর ইট্টু বাড়ায়া দিয়েন! নইলে জিয়নের খেলার সাথী ম্যানেজ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কল্যাণ এর ছবি

আর্যদার পেলান ফাঁসঃ

আমার ভবিষ্যৎ শিশুদের মায়েরা

শয়তানী হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

গৌতম এর ছবি

বাংলাতে এ ধরনের বই নেই?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

উত্তর:

১) ঘ. উপরের সবগুলো
শিশুকে যে কোনোভাবে পালং শাক খাওয়ানো যেতে পারে। চিজ দিয়ে, কিংবা মিষ্টির লোভ দেখিয়ে বা ছোটোবেলা থেকে সয় দুধের অভ্যাস করিয়ে যেভাবেই হোক। তবে মিষ্টির লোভ দেখিয়ে খাবার পরে মিষ্টি খেতে দিলে ক্ষতি হবে। আগে থেকে একটু মিষ্টি খাইয়ে বলতে হবে বাকিটা খাবার পর।

২) খ. র্ঘূণিঝড় থেকে উর্দ্ধশ্বাসে পালানো
এক সন্ধ্যায় বিয়ার বা মদ পান করা বা এক দুই বার কাঁচা মাছের সুসি খেলে সমস্যা নেই। উপরন্তু ভালো করে রেফ্রিজারেট করলে সুসিতে ক্ষতির কিছু নেই। বিমান ভ্রমন আর তিন মাইল হাঁটায় তেমন কোনো ক্ষতি নেই। কিন্তু র্ঘূণিঝড়ের ট্রমা অনেক বড় ইমপ্যাক্ট ফেলতে পারে। এমনকি শিশু অটিস্টিক হয়ে যাবার সম্বাবনা থাকে।

৩) গ. দুই ভাগের এক ভাগ
শিশুর যা খায় তার অর্ধেকটাই ব্রেইনের পুষ্টি হিসেবে ব্যবহৃত হয়।

৪) ঙ. উপরের সবকয়টি
শিশুর জিন এবং পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। বলা হয় যে যদিও জিনে মানুষের স্বভাব চরিত্রে ঠিক করে তবু পরিবেশ অনেকখানি এটা প্রভাবিত করতে পারে।

৫) খ. শিশুকালে মাছ খাওয়ানো
শিশুকালে বুকের দুধ খাওয়ানো গুরুত্বপূর্ণ কিন্তু না খেলে সমস্যা নেই। মোজার্টের গান বা অন্য যেকোনো গানে তেমন পার্থক্য ফেলতে পারে না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

৬) ক. দুটো পুতুল
শিশুরা ছোট মাত্রার গননা করতে পারে তাই একটা বস্তু পর্দার আড়ালো গিয়ে দুটো বেরোলে তারা সবচেয়ে অবাক হয়।

৭) গ. পড়া থেকে বিরতি নিয়ে ভিডিও গেইম খেলা
বন্ধু সাথে পড়াশোনা করলে কিংবা পড়তে পড়তে গান শুনলে মনোযোগের ঘাটতি হয়। এরচেয়ে পড়ার মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিলে অনেক উপকার।

৮) খ. পুতুলের সাথে খেলছে
তিন বছরের শিশু ইন্ট্যারএকশন নিয়ে স্বপ্ন দেখতে পারে না। তাই সে প্যাসিভ বস্তুর স্বপ্ন দেখে।

৯) ঘ. উপরের সব কয়টি
দ্বিতীয় ভাষা শেখার মাধ্যমে, বড় ভাই বা বোন থাকলে কিংবা বাবা মা শিশুর সাথে ইমোশনাল আলাপ করলে শিশুরা ধীরে ধীরে বুঝতে পারে অন্যরা কি ভাবছে।

১০) খ. বাইরে খেলাধুলা করা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১১) ঘ. উপরের সব কয়টি
শিশুরা মেয়েদের বেশী পছন্দ করে। সঙ্গীতের মেজর কর্ড বেশী পছন্দ করে। ডিসোনেন্ট কর্ড বাজলে বিরক্ত হয়। মায়ের ভাষা থেকে বিদেশী ভাষা আলাদা করতে পারে।

১২) ঙ. অভিনয় শিক্ষা সামাজিক এডজাস্টমেন্ট বাড়ায়

১৩) ক. পরিপূর্ণ বৃদ্ধির আগেই জন্মগ্রহণ

১৪) গ. কোকেইন এবং গাঁজা মাধ্যমে মস্তিষ্কের যে সমস্ত কোষ সক্রিয় হয়, সেগুলো সক্রিয়করনের মাধ্যমে
সুতরাং দুরন্ত শিশুকে শান্ত করার জন্য রিটালিন ব্যবহার উচিৎ নয়।

১৫) ক. অগ্নিনির্বাপক কল্পনা করা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১৬) ঙ. কোনটি নয়

১৭) ক. শিশুকালে বইয়ের অভাব থেকে
সুতরাং ঘরে প্রচুর বইপত্র রাখুন।

১৮) গ. চীনে বড় হলে
আশেপাশে প্রচুর মানুষ থাকায় শিশু সামাজিক হতে বাধ্য হয়।

১৯) ঙ. ল্যাবে রক্ষিত প্রাণীর গবেষণা থেকে
সুতরায় এটা বেশ কার্যকরী একটা পদ্ধতি।

২০) ঘ. উপরের সব কয়টি
দোভাষী শিশুর নিজেকে ভালো ভাবে পরিচালিত করতে পারে এবং অন্য লোকের দৃষ্টিভঙ্গী ধরতে পারে। এতে করে আবার বেশী বয়সে মস্তিষ্কের প্রখরতা কমে যায়।

তদানিন্তন পাঁঠা এর ছবি

ধুস। পুরাই লাড্ডু। ওঁয়া ওঁয়া

দিফিও-1 এর ছবি

মজা পেলাম।

কয়েকটি প্রশ্নে শুধু 'শিশু' বলাআছে, বয়স বলা নেই, কিন্তু বয়সের সাথে সাথে সঠিক উত্তরও বদলে যাবে মনে হয় (৬ আর ১১)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।