Intro |
C Em |
আমি তোমাকেই বলে দেবো |
|
C Em |
|
কি যে একা দীর্ঘ রাত |
|
F G |
|
আমি হেঁটে গেছি বিরান পথে। |
|
C Em |
|
আমি তোমাকেই বলে দেবো |
|
C Em |
|
সেই ভুলে ভরা গল্প |
|
F G |
|
কড়া নেড়ে গেছি ভুল দরজায়; |
|
Chorus |
F G F C |
ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া॥ |
|
|
|
Verse1 |
C F G |
আমি কাউকে বলিনি সেই নাম |
|
F C |
|
কেউ জানে না, জানে আড়াল |
|
Chorus |
F G F C |
জানে কান্নার রং জানে জোছনার ছায়া॥ |
|
|
|
Verse2 |
C F G |
তবে এই হোক তীরে জাগুক প্লাবন |
|
F C |
|
দিন হোক লাবন্য হৃদয় শ্রাবন |
|
Chorus |
F G F C |
তুমি কান্নার রং তুমি জোছনার ছায়া॥ |
কিভাবে গাইবেন?
Intro |
1 |
Chorus |
2 |
Intro |
1 |
Chorus |
2 |
Verse1 |
1 |
Chorus |
2 |
Intro |
1 |
Chorus |
2 |
Verse2 |
1 |
Chorus |
2 |
Intro |
1 |
Chorus |
2 |
মন্তব্য
এই নোটেশন গুলোর পরিচিতি নিয়ে যদি একটা পোস্ট দিতেন বাংলায়। বাসায় গিটার আছে মেলা দিন হল, নোটেশন এর ব্যাপারে কন্ফিউস্ড থাকি সব্সময়।
(Y)
facebook
সহমত। (Y)
- বিক্ষিপ্ত মাত্রা
নোটেশন গুলো নিয়ে পোস্ট দেয়ার মতো কিছু আছে কিনা নিশ্চিত নই। একটা ভিডিও করলে বরং অনেক বেটার বোঝানো যায়।
সময় করে পারলে একটা ভিডিও ব্লগ দিয়েন।
সুন্দর উদ্যোগটা নেয়ার জন্য অনেক ধন্যবাদ। চলতে থাকুক।
পুরো ফাঁকিবাজি পোস্ট X( নিজেই একটু বাজিয়ে টাজিয়ে শোনালে হতো না ভাইয়া?
বাপ্পার গলায় এটা একটুও ভালো লাগে না! সঞ্জীবেরটাই বেষ্ট।
আমার গান শুনলে লোকে দৌড়ে পালাবে। :)
(Y)
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আপনি এই ইবুকটায় কিছু গান তুলে দিতে পারেন।
খুব ভাল লাগল, মোর্শেদ ভাই!
মনে হচ্ছে গিটার বাজানো শিখে ফেলি শুধু এই গান্টা বাজানোনের জন্য, আমার খুব প্রিয় একটা গান।
শিখে ফেলেন।
ফাঁকিবাজের তালিকা থেকে নাম কাটানোর চেষ্টা, ছৈলত ন!
:P
(Y)
তবে তালিকায় নাম না ওঠার অভিসন্ধি হলে ঠিক নাই !
সেরকম দূরভিসন্ধি ছিলো না। একটা গান নিজে ভালোমতো তুলে ভুলত্রুটি শুধরে তারপর দিতে চাই আমি। এই গানটা সম্প্রতি কাভার করেছি আমি আর আমার স্ত্রী। ভাবলাম শেয়ার করি।
তিন বছরের ডিপ্লমা শেষ করলাম চার বছরে। তাতেও আমার আনন্দের সীমা নাই। আমার মনে হল আমি একটা নোবেল পুরস্কার পাওয়ার মতো বিদ্যা অর্জন করে ফেলেছি। অথচ ভাল করে অভিনন্দন জানানোর মতো কেউ ছিল না। সাফল্যটা সেলিব্রেট করতে হবে আমাকেই। একটা আকুইস্টিক গিটার ছিল বিনে পয়সায় পাওয়া। কিন্তু শেখা আর হল না। অবশ্য সেতার শেখার আশায় তালের তালিম নেয়ার জন্য তবলায় চাটি মারতাম ঠিকই।
ভাবলাম এই উপলক্ষ্যে নিজেকে নিজে একটা উপহার দেই। বেশী দাম দিয়ে ইলেক্ট্রিক গিটার কিনলাম ফেণ্ডার সাউণ্ড বক্স সহ। বেশী দামী যন্ত্রও তো আপনি আপনি বাজে না। তাকে বাজাতে হয়। সেই উপায় ছিল না। যা জানতাম সেই তেরেকেটেই করে চলেছি। এক সময় নিখিলি ব্যার্নার্জীর শিষ্য সুনীলদাকে পেয়ে শুরা করালাম সেতার শেখা। তারের যে কোন যন্ত্রই আসলে বাজানো বেশ কঠিন। এদিকে সুনীলদার কন্সার্টে বাজানোর তবলচী না পেয়ে তিনে আমাকে নিয়েই বসলেন। মুখস্ত করা দু-তিনটে কায়দা-রেলা বাজিয়ে কনসার্ট শেষ করলাম। প্রথা অনুজায়ী সুনীলদার পা ছুঁয়ে নীচু হতে দেখে তিনি আমার হাত ধরে ফেলে করমর্দন করলেন। দর্শকদের তুমুল করতালির ভেতর।
ভালই তো বাজালে। সুনীলদার কথায় এত উৎসাহ পেলাম যে; অন্য যন্ত্র বাজানো ছেড়ে তেরেকেটে তে রয়ে গেলাম।
অনেক বছর আমার কাছে নিজেকে নিজে দেয়া উপহার দামী গিটারটা ছিল। পরে শেখার কোন উপায় নাই দেখে বেঁচে দিয়েছি।
তখন তো সচলায়তন ছিল না। আপনার সাথে পরিচয় ছিল না। কে জানে থাকলে হয়তো আমি গিটারিষ্ট হয়েই যেতাম।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আপনাকে বাজাতে শুনতে ইচ্ছে করছে যে- (Y)
- বিক্ষিপ্ত মাত্রা
অনেক খুঁজে এইটি পেলাম আনিস ভাইয়ের প্রফাইলে
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
দুবার করে শুনলাম পুরোটা। মন ভরে গেল। বেশ বাজান তো আপনি। :)
- বিক্ষিপ্ত মাত্রা
গীটার বেচলেন কেনো? আমাকে দিয়ে দিতেন। :P
তারের যন্ত্রগুলো বাজানো আসলেই কঠিন। আমি এখনও শিখছি। সারাজীবন হয়ত শিখেই যাবো।
তবে তবলা বাজান বা গীটার, বাজানোটা ছেড়ে দেবেন না। হ্যাপি জ্যামিং! :)
হা হা হা। অনেক দামী ছিল তো পরে নষ্ট হওয়া থেকে অন্য কেউ বাজাক, সেই জন্য বেচে দিয়েছিলাম। তখন আপনার সাথে পরিচয় থাকলে আপনাকেই দিতাম।
আসলে সবাই সারা জীবন শেখে। একটা ধাপে পৌঁছলে মনে হয় এর পরের ধাপে যাব কখন। অনেকদিন যাবৎ ভাল লাগা কিছু লগ্গি (গানের স্থায়তে তবলার করুকাজ) ঠিক করে রেখেছি। ভেবে ছিলাম বউ-বাচ্চা দেশে গেলে নিড়িবিলি বসে তুলবো, কিন্তু তোলা আর হয় না।
তবলা বাজানো একেবারে ছেড়ে দেওয়া হয়তো সম্ভব হবে না কখনো। কিন্তু লিডিং ইন্ষ্ট্রুমেন্টের মতো স্বাধীনভাবে তো আর তবলা বাজানো যায় না। তাই একা একা শুধু হস্তসাধনা একটু কঠিনই। তবুও আমি একটু সুযোগ পেলেই বসে অন্তত বোলগুলো বাজাই। কিন্তু হারমোনিয়াম খুলে সামনে নিয়ে আয়েস করে করতে হয় বলে বউ আর পেরে উঠেনা সব সময়। কিন্তু ভোকালও দৈনিক চর্চার বিষয়।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
নিঃসন্দেহে ভাল উদ্যোগ!
- বিক্ষিপ্ত মাত্রা
রিদমটা কিভাবে দিতে হবে একটু বুঝায়ে দিলে খুশি হইতাম
কাহারবা তাল।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
এই ওয়েবসাইটের ১৬ নাম্বার প্যাটার্ণটা অনেকখানি মিলে। হাতের কাছে গিটার নেই বলে মিলাতে পারলাম না।
রিদম দেওয়া আসলে ডিপেন্ড করে যিনি বাজাবে তার স্কিলের উপর। তিনি যদি বিগিনার হয় তবে আমি পরামর্শ দেবো ৪ মাত্রা দিয়ে শুরু করার। তবে খেয়াল রাখতে হবে যেনো গানের টেম্পো নষ্ট না হয়ে যায়। যাদের হাত একটু ফ্রি তারা ৮ মাত্রায় বাজাতে পারেন, এতে রিদমে ভারাইটি আসবে এবং গানটি আরও ভরাট লাগবে।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
(Y) খুব খুব প্রিয় একটা গান! সাত সমদ্র তের নদী পার করে যদিও গীটারটা আনা হয়েছিলো, কিন্তু গীটার বাজানোর মানুষটার এখন এক ফোঁটাও সময় নাই। নাহলে এই গানটা আজ তুলতে বলতাম। আমি পারিনা। শেখার ইচ্ছাও হয়নি কখনো শুনতেই আমার বেশি ভালো লাগতো বলে।
দেখাইলেন মুরগী, খাওয়াইলেন ডাইল!
ভাবলাম আমাদের একেবারে নিজস্ব দলছুটকে নিয়ে বুঝি লেখা।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
সহমত। হেডিং দেইখা পয়লা আমিও তাই ভাবছিলাম। কী আর করা! আমার পাপী মন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
গানটা ভীষণ প্রিয় আর গীটার বাজানোর শখও বহুদিনের। বাজানো শিখলে এই গানটা তুলবো। এই পোষ্টের কারণে গানটা আবার শোনা হল।
অমি_বন্যা
দারুণ পোস্ট!
তুলে ফেলতে চেষ্টা করবো। :)
বাপ্পার এই ভার্সনটা আগে শুনিনি। তেমন ভালো লাগলো না। সঞ্জীবের ভার্সনটা কিন্তু হাজারগুণে ভালো।
ইচ্ছার আগুনে জ্বলছি...
আমরা গরীব :( ইউটিউব আসে না আমাদের :(
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
মুর্শেদ ও স্পর্শের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে সবাইকে একটা সনির্বন্ধ অনুরোধ করি। কোন ভিডিও শেয়ার করতে চাইলে দয়া করে ইউটিউব ব্যতীত অন্য কোন সাইটের লিঙ্ক থাকলে সেটা শেয়ার করুন। বাংলাদেশে ইউটিউব অদূর ভবিষ্যতে হয়তো খুলে দেয়া হবে, তবে আবারও বারে বারে সেটা নানা কারণে বন্ধ করা হবে। তাই শেয়ারড ভিডিওগুলো যেন সব সময় সব জায়গায় দর্শনযোগ্য থাকে অমন অপশনটা বাছুন।
সম্ভব হলে দরকারী টেক্সট, গ্রাফিকস, অডিও, ভিডিও ফাইলগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন। সাবধানতা সব সময়ই উপকারী।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তুমি কি এই কারনে আমাদের গানের কপি চেয়েছিলে?
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
হ।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ভীষণ প্রিয় একটা গান। গানের অ আ ক খ বুঝিনা। তবে একদিন গিটার বাজাব এই ইচ্ছে বহু দিনের
ডাকঘর | ছবিঘর
সবসময়ের পছন্দের... তুলতে যদি পারি কখনো- ভাল লাগবে...
নতুন মন্তব্য করুন