হঠাৎ তাকিয়ে দেখি আমাদের বিছানার মাঝে সারি সারি বিলের পাহাড়। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল... বিল বিল বিল। বিলি বিলি বিলি। টক টক যোগ করে যায় ক্যালকুলেটর।
বিলের বখরা নিয়ে ঘর হিম। বাইরে তাপমাত্রা ১৭ডিগ্রি ফারেনহাইট।
চমকে তাকিয়ে দেখি আমাদের মাঝ দিয়ে টুক করে ঢুকে গেছে স্টক মার্কেট। মুভিং অ্যাভারেজের জিগজ্যাগ টেনে দিচ্ছে আমাদের দুজনের মাঝে।
তোমার কোঁচকানো ভ্রুর ট্রেন্ড দেখে চিৎকার দিয়ে বলি সেল, সেল। বিক্রি বিক্রি। ডাও জোনস নিম্নমুখী।
টেবিলের ওপর তোমার অফিসের ল্যাপটপ। আমার ল্যাপটপে ভিপিএনের সবুজ বাতি জ্বলে। আমরা দুজনে বেদম কিবোর্ড ঠুকি। খটাশ, খটাশ।
হঠাৎ তারস্বরে চিৎকার করে ওঠে আমাদের শিশুটা। আমাদের ভালোবাসার একমাত্র কোল্যাটারাল। আমাদের সংসারের সিকিউরিটাইজড ডেট।
মুর্হুতে বাতাস এসে উড়িয়ে নিয়ে যায় বিলগুলো। ডাও জোনস উর্ধ্বমূখী। উর্ধ্বমূখী ভালোবাসার মুভিং অ্যাভারেজও।
মন্তব্য
ফিনানশিয়াল কোবতেটা নিতান্তই মজা করার জন্য লেখা।
সুবহানাল্লাহ! কোল্যাটেরালের সিক্যুয়েল আসতেছে তাহলে।
নাহ সিক্যুয়েল লিখে যন্ত্রনা দেবার মধ্যে নাই আমি।
বেটা ভার্শন ??
আমার দুর্দান্ত লেগেছে। বিশেষ করে কোঁচকানো ভ্রুর ট্রেন্ড এর লাইনে ব্যাপক মজা পেলাম
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
হে হে। শেষে এই দুটা লাইন যোগ করে দিবো কিনা ভাবছি।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এই স্টক মার্কেটের ট্রেন্ড যাতে সারাজীবন উর্ধ্বমুখী থাকে এই কামনাই করি।
মজা পাইলাম।
ফারাসাত
হে হে হে... থ্যাঙ্কু।
কোরানের আলো নিয়মিত পাঠ না করলে এমনই হয়
খাইছে! কঠিন লিংক! নীচের অংশটা পাইলাম:
"নিয়াত" এবং "দুআ" করে দেখতে হবে "ঝাজা" মেলে কিনা।
উর্ধ্বমূখী, উর্ধ্বমূখী আর উর্ধ্বমূখী, ব্যাস নিম্নমূখী হবার কোন কথাই হবেনা !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
জীবন হচ্ছে ড়্যান্ডম ইভেন্টের সমন্বয়। নিম্নমূখী হতেই পারে।
মজা পেলাম!
--------------------------------------------------------------------------------
থ্যাঙ্কিউ।
ফিন্যান্সিয়াল কোবতে পড়ে নিজের লেখাপড়ার কথা মনে পরে গেলো।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
আপনি ফিন্যান্সে?
জ্বি ভাইয়া
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
বেশ হচ্ছে তো ফিন্যান্সিয়াল কোবতে, চলুক না!
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
একটাই ওভারডোজ। তবে এ দুটো দেখতে পারেন: ১, ২
আগের দুইটা কিন্তু সহজ ছিল। এইটা বুঝতে কয়েকবার উইকিতে হানা দিতে হইছে।
ভালোবাসার মুভিং অ্যাভারেজ ঊর্ধ্বমুখী থাকুক।
আপনি বাড়ি থেকে কাজ করেন? ভাল তো সেজন্যই এত চিন্তা করা সম্ভব।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
না অফিস থেকেই কাজ করি। মাঝখানে কিছুদিন কাজ করেছি।
তবে এধরণের "ব্লগরব্লগর" টাইপ লেখার সাথে বাস্তব গুলিয়ে ফেলবেন যেনো!
ব্যাপক মজা পাইলাম মুর্শেদ ভাই। আপনার লেখায় অনেক লিঙ্ক আর নতুন টার্ম শেখা হয়।
থ্যাঙ্কু।
কিন্তু এতে করে বিল পে করা বা তার খরচ ভাগাভাগির ব্যাপারটার সমাধান হয়? না, হয় না। প্রতি মাসের শেষে জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বমূখী সূচক আর ক্রেডিট কার্ডের স্টেটমেন্টে দেনার স্থুল থেকে স্থুলতর হওয়া শেষ অংক দেখতে পাই কেবল।
কবিতার মজা ভালো লেগেছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
থ্যাঙ্কু।
সদ্য সদ্য চাকরির সাথে এম,বি,এ করতে শুরু করে এই সমস্ত ব্যাপারগুলো নাড়াচাড়া করতে হচ্ছে।
আপনার এই পোষ্টটা আমাদের সিলেবাসে ঢোকানোর জন্যে শিগগিড়ি আন্দোলনে নামব ভাইয়া।
আপনার প্রফেসর আবার মাথা ঘুরে না পড়ে যায় এটা দেখে।
তাইলে তো আরও ভাল।
ডিজিটাল কোবতে
উঁহু। ফিনানসিয়াল।
বলেছিলাম না ?! এই জন্যেই আমি আপনার পোস্টে ঢুকতে ভয় খাই। ক্কি ক্কিসব কঠিন কঠিন কথা লিখেন খালি মাথার উপর দিয়ে যায়গা।
----------------
স্বপ্ন হোক শক্তি
কি কইত্তাম? এট্টা সহজ ভাষায় ভাব সম্প্রসারন লিখে দিবো?
নতুন মন্তব্য করুন