এক আঁজলা রোদ্দুর

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ২৭/১০/২০১৩ - ১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক আঁজলা রোদ্দুর নড়ে ওঠে বুকের ভেতর।
হাতছানি দেয় কি-ওয়েস্ট,
অতলান্তিক মহাসাগরের বুক নাবিক হতে বলে।

এক আঁজলা রোদ্দুর এসোফেগাস জ্বালাতে জ্বালাতে নামে।
জ্বলে ওঠে তোমার স্মৃতির নিউরোনগুলো,
একদিন হারিয়ে যেতে পারি শুনে যে তুমি চুপ হয়ে ছিলে।

এক আঁজলা রোদ্দুর আজ বোতল বন্দী।
বন্দী তুমিও, স্বামী আর সন্তানের মায়াজালে।
বন্দী আমিও, তিনশত একত্রিশ চার্চিলে।


মন্তব্য

স্পর্শ এর ছবি

হুইস্কি! হাসি
কবিতা ভাল্লাগসে।


ইচ্ছার আগুনে জ্বলছি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যাঙ্কু। তবে হুইস্কি না। হাসি

রকিবুল ইসলাম কমল এর ছবি

কবিতার অপিরিচিত/কম পরিচিত শব্দ গুলো এরকম হাইপার লিঙ্ক করে দেয়ার বুদ্ধিটা তো দারুণ।

কবিতা ভালো লেগেছে। কল্পনায় দেখতে পাচ্ছি, এক রোদ্দুর বোতল পাশে নিয়ে কি-ওয়েস্ট এর সমুদ্র সৈকতে কেউ একজন মাদকতায় বুদ হয়ে কবিতার খাতায় অতীত আঁকছে। (আমার কল্পনা দেখা যাচ্ছে কবিতার চেয়ে বড় হয়ে যাচ্ছে তাই কেটে দিলাম!)

[`এসোফেজাস` এর সঠিক উচ্চারন ইসোফেগাস হবার কথা না?]

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ। আমেরিকান উচ্চারণ তো এটাই মনে হয়: সুত্র

 মেঘলা মানুষ এর ছবি

esophageal -> এ উচ্চারণ
esophagus -> এ উচ্চারণ

আপনার দেয়া ওই ওয়েব সাইট ‌তাই বলল। [ih-sof-uh-guhs], ফোনেটিকে iːˈsɒfəɡəs,

আবার ভেবে বসবেন না যে আমি পাকনামি করছি, আমার নিজের উচ্চারণই খুব খারাপ। (অনেকটা চাইনিজদের মত)
কিছুদিন আগে, Tanger Outlet কে ট্যাঞ্জার বলায় অনেক বিপদে পড়েছিলাম। (এর উচ্চারণ নাকি Hanger এর মত)

যাই হোক, কবিতায় ফেরত আসি। কবিরা সর্বদাই স্বাধীন
আর, কবিতার পুরোনো প্রেম, পুরোনো প্রেম ভাবটা আমার সব সময় ভাল লাগে।

আপনাকে শুভেচ্ছা হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তাইতো তো দেখছি। শুধরে নিলাম। ধন্যবাদ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ নাম দিয়েছিলেন সোনালী শিশির...

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কই? আমি? নাতো! খাইছে

অতিথি লেখক এর ছবি

তিনশত একত্রিশ চার্চিল বলতে কি বাড়ির ঠিকানা বোঝানো হয়েছে?
[প্রথমে কেন জানি ভাবছিলাম, চার্চিল বলে কোন মেজারিং ইউনিট আছে কিনা চিন্তিত চিন্তা বড়ই বেয়ারা রেগে টং ]

কি-ওয়েস্ট যেতে হবে একবার। আপনার দেয়া উইকিপেজের ছবিগুলো কি-ওয়েস্টের প্রতি সুবিচার করেছে বলে মনে হয়নি। মনে হচ্ছিল যে এটা শুধুই এক টুকরো ছেঁড়া ভূ-খণ্ড।


শুভেচ্ছা হাসি
[মেঘলা মানুষ]

[ছবির সূত্র: http://echealthinsurance.com/ এবং রব ও'নীল]

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হু, তিনশত একত্রিশ চার্চিল একটি বাড়ির ঠিকানা। কি-ওয়েস্টে আবার যাবো একবার। গতবার মাঝপথে ফিরতে হয়েছিলো।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ব্রান্ডটা কী? সেটা বলুন। তাহলে সেটা যোগাড় করে ইসোফেগাস জ্বালাতে জ্বালাতে কবিতাটা আবার পড়বো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রোদের ব্র্যান্ড রোদেলা। হাসি

তারেক অণু এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ম্যাঁও

সুবোধ অবোধ এর ছবি

প্রথম বার পড়ে কিছুই বুঝছিলাম না। কমেন্ট পড়ে গিয়ে আবার পড়ার পর বুঝলাম।
দারুণ লাগল।
হাততালি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

এক আঁজলা রোদ্দুর আজ বোতল বন্দী।
বন্দী তুমিও, স্বামী আর সন্তানের মায়াজালে।
বন্দী আমিও, তিনশত একত্রিশ চার্চিলে।

]

চলুক

পুরোনো প্রণয়ের বেদনাকাতর স্মৃতি জেগে ওঠলো নাকি কবিতায়?

মাসুদ সজীব

এক লহমা এর ছবি

বোতল বন্দী আঁজলা রোদ্দুর বড় ভাল জিনিস, এই কবিতার মতই! হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

গান্ধর্বী এর ছবি

বাহ! হাততালি

অমি_বন্যা এর ছবি

চলুক হাততালি

রোমেল চৌধুরী এর ছবি

বাহ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।