আমরা মনে হয় সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে মিরপুরের কসাই কাদের মোল্লার শাস্তি প্রদান সম্পন্ন হয়েছে। এই সেই কাদের মোল্লা যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বারুদে আগুন দিয়েছিলো। আমাদের এতোদিনের যে গণজাগরন আন্দোলন সেটার সফলতার মুখে দেখা গেলো আজকে।
এই রায় শুধুর কাদের মোল্লার জন্য হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। প্রথমতঃ এটা প্রমান করে যে যুদ্ধপরাধীদের বিচার হবেই। দ্বিতীয়তঃ অপরাধীর শক্তি যতই থাকুক না কেনো আইনের হাত তার চেয়েও বেশী শক্তিশালী।
কিন্তু আমাদের এই সফলতায় আত্মতৃপ্ত হলে চলবে না। কিংবা এতে অতি আনন্দিত হবার কিছু নেই। আমাদের সামনে আরো বড় কাজ বাকি। স্বাধীনতা যুদ্ধের বাকি অপরাধীদের আসামীর কাঠগড়ায় দাঁড় করাত হবে, দেশকে আরেকটি আফগানিস্থান বানানোর ষড়যন্ত্র রুখতে হবে। সুতরাং জামার হাতা গুটিয়ে, মাথায় জাতীয় পতাকা বেঁধে কাজে নেমে পড়ুন আবার।
তবে আমি আশাবাদী। বিজয়ের মুখ যখন একবার দেখেছি আবারো দেখবো আশা রাখি।
জয় বাংলা!!!
মন্তব্য
ইন্টারেস্টিং ডিভালপমেন্ট। শেষ পর্যন্ত আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রাখল। এখন দেখা যাক কি হয়।
এই সুন্দর বাংলা ফন্ট গুলো কোথায় পান ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আচ্ছা, আমরা ভি চিহ্নটাকে একটা ইমোতে রূপ দিতে পারি না - যেটা রাজাকারের মুখে লাথি বা এই ধরনের কোন একটা মেসেজ দেবে? ইংরেজী ভি এর বদলে দুই আঙ্গুলও চলতে পারে, যেটা রাজাকারদেরকে মধ্যমা (উল্টো করে) দেখানো হিসেবে ব্যবহার করা যাবে।
____________________________
ইয়ে, ফেবুতে ইস্পিশাল একখানা ভি পাইছি ... ৩ আঙুলে... টুইনওয়ান...
(বুদ্ধিমানের জন্য ঈশারাই কাফী )
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
জবাব নেই স্যাম্ভাই!!!
____________________________
International Crimes (Tribunal) Act 1973 আইনটা যিনি করেছেন সেই মহানায়ক বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে পুনর্বার স্মরণ করছি। জাতি তাঁর কোন অবদানকেই কোনদিন ভুলবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শত আন্তর্জাতিক ভণ্ডদের চাপ উপেক্ষা করে উনার পিতার যে স্বপ্ন
\"বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই\"
তা বাস্তবায়নের পথে যাত্রা শুরু করার জন্য কৃতজ্ঞতা।
আর সবচেয়ে শক্তিশালী তারুণ্য প্রজন্মকে থাকতে হবে আরো দৃঢ় সংকল্পবদ্ধ। এই দৃঢ় সংকল্প তৈরিতে বাংলা ব্লগস্ফিয়ারের যে অবদান তা একদিন স্পষ্টতঃ অনুমেয়-পরিমেয় হবেই। মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যেক ব্লগারকে অভিনন্দন, আমাদের আরো বহুদূর যাবার বাকি আছে।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
_____________________
Give Her Freedom!
সুবোধ অবোধ
এমন বাঁধ ভাঙা আনন্দকে সামলে রাখা দায়। আপনিও পারেন্নি কিন্তু ভাইয়া( লেখাটা ভালো করে পড়ুন)।
এমন খুশির দিন কত কত ফাল্গুন পেরিয়ে এলো! আর খুশিতে ভাসবো না! বললেই শুনে কেডায়।
আজ আমাদের বাড়িতে জয়বাংলা'র সব লোকেদের দাওয়াত
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
অফিসে আর কাজ হবে না মনে হচ্ছে আজকে।
কিছু কাজ হোক না গুপন
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বিজয়টা সকলের না। বাঙালির এই বিজয় নিচের টাইপগুলোর জন্য পরাজয়:
১) ছাগু
২) খাসি (চীনা এবং দেশি)
৩) ইনুচ ও তার হার্ডকোর সমর্থকবৃন্দ
৪) মাইনাস টু সুশীল
৫) ৩ ও ৪ এর বাইরেও যেসব বিএনপি সমর্থক আছে
৬) দেশি বিদেশি মানবাধিকারবারী।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
জয় বাংলা
জয় বাংলা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এ যুদ্ধের শেষ নেই
মাসুদ সজীব
নতুন মন্তব্য করুন