এ বিজয় আমাদের, এ বিজয় সকলের, এ বিজয় বাংলাদেশের...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ১২/১২/২০১৩ - ১০:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা মনে হয় সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে মিরপুরের কসাই কাদের মোল্লার শাস্তি প্রদান সম্পন্ন হয়েছে। এই সেই কাদের মোল্লা যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বারুদে আগুন দিয়েছিলো। আমাদের এতোদিনের যে গণজাগরন আন্দোলন সেটার সফলতার মুখে দেখা গেলো আজকে।

এই রায় শুধুর কাদের মোল্লার জন্য হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। প্রথমতঃ এটা প্রমান করে যে যুদ্ধপরাধীদের বিচার হবেই। দ্বিতীয়তঃ অপরাধীর শক্তি যতই থাকুক না কেনো আইনের হাত তার চেয়েও বেশী শক্তিশালী।

কিন্তু আমাদের এই সফলতায় আত্মতৃপ্ত হলে চলবে না। কিংবা এতে অতি আনন্দিত হবার কিছু নেই। আমাদের সামনে আরো বড় কাজ বাকি। স্বাধীনতা যুদ্ধের বাকি অপরাধীদের আসামীর কাঠগড়ায় দাঁড় করাত হবে, দেশকে আরেকটি আফগানিস্থান বানানোর ষড়যন্ত্র রুখতে হবে। সুতরাং জামার হাতা গুটিয়ে, মাথায় জাতীয় পতাকা বেঁধে কাজে নেমে পড়ুন আবার।

তবে আমি আশাবাদী। বিজয়ের মুখ যখন একবার দেখেছি আবারো দেখবো আশা রাখি।

জয় বাংলা!!!


মন্তব্য

চরম উদাস এর ছবি

ওয়াইফাই ক্যানসার এর ছবি

ইন্টারেস্টিং ডিভালপমেন্ট। শেষ পর্যন্ত আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রাখল। এখন দেখা যাক কি হয়।

হিমু এর ছবি

এনকিদু এর ছবি

এই সুন্দর বাংলা ফন্ট গুলো কোথায় পান ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

আচ্ছা, আমরা ভি চিহ্নটাকে একটা ইমোতে রূপ দিতে পারি না - যেটা রাজাকারের মুখে লাথি বা এই ধরনের কোন একটা মেসেজ দেবে? ইংরেজী ভি এর বদলে দুই আঙ্গুলও চলতে পারে, যেটা রাজাকারদেরকে মধ্যমা (উল্টো করে) দেখানো হিসেবে ব্যবহার করা যাবে।

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে, ফেবুতে ইস্পিশাল একখানা ভি পাইছি ... ৩ আঙুলে... টুইনওয়ান...
(বুদ্ধিমানের জন্য ঈশারাই কাফী চোখ টিপি )

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি

বাঙালিকে দেখায়ো না আঙুল, হয়ে যাবে নিজেই ভন্ডুল

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

জবাব নেই স‌্যাম্ভাই!!!

____________________________

মৃত্যুময় ঈষৎ এর ছবি

International Crimes (Tribunal) Act 1973 আইনটা যিনি করেছেন সেই মহানায়ক বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে পুনর্বার স্মরণ করছি। জাতি তাঁর কোন অবদানকেই কোনদিন ভুলবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শত আন্তর্জাতিক ভণ্ডদের চাপ উপেক্ষা করে উনার পিতার যে স্বপ্ন

\"বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই\"

তা বাস্তবায়নের পথে যাত্রা শুরু করার জন্য কৃতজ্ঞতা।

আর সবচেয়ে শক্তিশালী তারুণ্য প্রজন্মকে থাকতে হবে আরো দৃঢ় সংকল্পবদ্ধ। এই দৃঢ় সংকল্প তৈরিতে বাংলা ব্লগস্ফিয়ারের যে অবদান তা একদিন স্পষ্টতঃ অনুমেয়-পরিমেয় হবেই। মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যেক ব্লগারকে অভিনন্দন, আমাদের আরো বহুদূর যাবার বাকি আছে।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।


_____________________
Give Her Freedom!

অতিথি লেখক এর ছবি

বিজয়ের মুখ যখন একবার দেখেছি আবারো দেখবো আশা রাখি।

চলুক

সুবোধ অবোধ

আয়নামতি এর ছবি

এমন বাঁধ ভাঙা আনন্দকে সামলে রাখা দায়। আপনিও পারেন্নি কিন্তু ভাইয়া( লেখাটা ভালো করে পড়ুন)।
এমন খুশির দিন কত কত ফাল্গুন পেরিয়ে এলো! আর খুশিতে ভাসবো না! বললেই শুনে কেডায়।
আজ আমাদের বাড়িতে জয়বাংলা'র সব লোকেদের দাওয়াত কোলাকুলি

দীনহিন এর ছবি

প্রথমতঃ এটা প্রমান করে যে যুদ্ধপরাধীদের বিচার হবেই। দ্বিতীয়তঃ অপরাধীর শক্তি যতই থাকুক না কেনো আইনের হাত তার চেয়েও বেশী শক্তিশালী।

চলুক

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অফিসে আর কাজ হবে না মনে হচ্ছে আজকে। ইয়ে, মানে...

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কিছু কাজ হোক না গুপন দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অছ্যুৎ বলাই এর ছবি

বিজয়টা সকলের না। বাঙালির এই বিজয় নিচের টাইপগুলোর জন্য পরাজয়:

১) ছাগু
২) খাসি (চীনা এবং দেশি)
৩) ইনুচ ও তার হার্ডকোর সমর্থকবৃন্দ
৪) মাইনাস টু সুশীল
৫) ৩ ও ৪ এর বাইরেও যেসব বিএনপি সমর্থক আছে
৬) দেশি বিদেশি মানবাধিকারবারী।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

স্যাম এর ছবি

জয় বাংলা

রানা মেহের এর ছবি

জয় বাংলা

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতিথি লেখক এর ছবি

এ যুদ্ধের শেষ নেই গুল্লি

মাসুদ সজীব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।