প্রতি বছরের শুরুতে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ে থাকি। এবছর দশ পাউন্ড ওজন কমাবো, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে এই বছরই আমাদের কিছু একটা করতে হবে, ইত্যাদি। তো আজকের এই পোস্টটা শুধু বই পড়া নিয়ে। ২০১৪ তে নিজেকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিন। কমপক্ষে একটি বই পড়ুন। বইটির বা বইগুলোর একটি তালিকা এখনই করে ফেলুন। তালিকা মেনে সব পড়তে হবে এমনটা নয়। তালিকার বাইরে যেতে পারেন। তবে বইয়ের সংখ্যাকে লক্ষ্য করে এগুতে থাকুন। বছর শেষে আমরা আবার দেখব কে তাদের লক্ষ্যে পৌঁছুতে পেরেছেন।
আমার লক্ষ্য হলো কমপক্ষে ১৫টি বই শেষ করা। নীচের বইগুলো পড়ার পরিকল্পনা করছি।
আপনার লক্ষ্য এবং কোন কোন বই পড়ছেন মন্তব্যের ঘরে লিখুন। ২০১৪ হোক আমাদের বই-বছর।
6) Fault Lines
10) The Death and Life of the Great American School System
12) In My Hands
13) How Markets Fail
মন্তব্য
দারুণ!
১, ৮, ১০, ১২ আর ১৪ তো এখনই পড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
Shafi's bookshelf: read
Shafi Ibtesham's favorite books »
Share book reviews and ratings with Shafi, and even join a book club on Goodreads.
২০১৩তে ২০টা বই পড়ার লক্ষ্য নিয়েছিলাম। পড়ে শেষ করেছি ১৮টা। এগুলো গুডরিডসের মাধ্যমে ট্রাক করেছিলাম -
২০১৪তে চেষ্টা থাকবে অন্তত ৪০টা বই পড়ব। এর কয়েকটা নিচে দিলাম -
Shafi's to-read book montage
Shafi Ibtesham's favorite books »
Share book reviews and ratings with Shafi, and even join a book club on Goodreads.
গুডরিডসে সচলের কোন গ্রুপ আছে?
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমার জানামতে নাই।
সচলের গ্রুপ করবো ভাবছিলাম। কিন্তু আসলে কি লাভ হবে নিশ্চিত না হতে পেরে কিছু করা হয়নি।
গ্রুপের পরিধি বা সদস্য কিভাবে নিরুপণ হবে সেটাও একটা প্রশ্ন। সর্বোপরি দেখা যাবে ফেসবুক গ্রুপ্টার মত আরেকটা ডাইভার্সান হবে।
সচলে বইপাতা নামে আলাদা পৃষ্ঠা করা যায়, যেখানে বই নিয়ে ২/৩ লাইনের আলাপের সুযোগ থাকবে। পোস্টও হতে পারে এক লাইনে, এরকম কেমন?
আলাপগুলো সচলে রাখাই তো ভালো। আলাদা করে গুডরিডসকে আমাদের সময় দিয়ে কি লাভ?
বই নিয়ে এক দুই লাইন করে আলাপের কোনো ব্যবস্থা থাকলে মন্দ হয় না, মাঝে মাঝে রিভিউ না দিয়েও বই নিয়ে গল্প করতে ভালো লাগে।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
২০টা পড়ার লক্ষ্য নিয়ে যদি ১৮ টা শেষ হয়, তাহলে ৪০টা পড়ার টার্গেট নিলেও ১৮টার কাছাকাছি শেষ হবে মনে হয়। যদি না ড্রামাটিকালি কোনো পরিবর্তন হয়। প্র্যাকটিকালি চিন্তা করলে অল্প অল্প করে গতি বাড়ালে লক্ষ্যে পৌছানো সহজ হয়।
পড়েছি আসলে ২০ এর অনেক বেশী কিন্তু গুডরিডসে ট্র্যাক করা শুরুর পর থেকে ১৮টা শেষ করেছি। পাতার হিসেবে কিন্তু অনেক পড়েছি। এই ১৮টা বইয়ের মধ্যে এ সং অব আইস এন্ড ফায়ার সিরিজের ১০০০+ পৃষ্ঠাধিক বইগুলো ছিল। আরো পড়েছি কিং কিলার'স ক্রনিকল। এই ফ্যান্টাসিটাও অনেক বড়।
খুব কাজের পোষ্ট। থ্যাংকস। কয়েক দিন থেকেই ভাবছিলাম একটা লিস্ট বানানো দরকার - নিশিতা
লিস্টটা বানাতে হবে তো! এখানেই বানিয়ে ফেলুন।
সবাই শুধু ইংরেজি বইয়ের নাম-ঠিকানা দেয় কেন!
২০১৪তে বই পড়ার সময় জুটবে, সে ভরসা কম। তবে এক জুনিয়রের সাজেশান অনুযায়ী A Whale for the Killing পড়তে চাই সবার আগে।
এবং The Importance of Being Earnest
The Origin of Brands: How Product Evolution Creates Endless Possibilities for New Brands
দিশি গান,বিলিতি খেলা
Rosy Is My Relative
পাতালে হাসপাতালে
প্রবন্ধ সংগ্রহ
Everything is Illuminated
সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ
মার্জিনে মন্তব্য
Tintin: The Complete Companion
Sketches
তিমি তিমিঙ্গিল
My India Tuesdays With Morrie
পিতা পুত্রকে (পিতা পুত্রকে #২) --- এগুলো অন্তত পড়তে চাই বছরজুড়ে।
গুডরিডসে সচলদের নিয়ে একটা গ্রুপ তৈরি করা হলে বেশ ভাল হয় আসলেই।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
তুমি না ৮৪টা বই শেষ করেছো এবছর! কনগ্রাচুলেশন!!!
বাংলা, ইংরেজী যাই হোক বই পড়াই আসল কথা।
তালিকা করে পড়া মুশকিল, আমি পারি না। আমার রুমের দরজার পেছনে এখনো তালিকা ঝুলছে ১৭টা বইয়ের, ২টা পড়া হয়েছে, বাকীগুলো বাকী। অন্য বই পড়া হয়েছে। কয়েকটা পূণঃপাঠ।
স্পয়লার না হলে, ১৫ নম্বরটা নিয়ে বলি, এটা মূলতঃ আগেরটার, প্রে/ই এর, বুদবুদ আর ধোঁয়া। ওখানে, ২০১৪ সালে আসা নতুন বই যোগ করতে পারেন। প্রে/ই নিয়ে আগে আলাপ হয়েছিল বলে, বললাম
সেটা আন্দাজ করতে পেরেই আসলে ১৫ নম্বরটা পড়া হয়নি। একটানে শেষ করে ফেলবো দেখি।
তালিকা না করো একটা সংখ্যা বাছাই করো। দেখা যাক বছর শেষে সেই সংখ্যাটা পূরণ করতে পেরেছো কিনা।
আমি খুব একটা পরিকল্পনা করে বই পড়তে পারি না। একটা বই শেষ; হবার পরে ভাবি নেক্সট কী পড়তে ইচ্ছা হচ্ছে। সাইন্স এর পরে হয়তো কমেডি, তারপর ক্লাসিক কিছু তারপর আবার থ্রিলার এইরকম মিলিয়ে মিশিয়ে পড়তে থাকি।
নেক্সট বছর নিশ্চিত যে ইংরেজী বই গুলো পড়া হবে তাদের মধ্যে কয়েকটা উল্লেখ করি,
কার্ল সাগানের উপন্যাস “কনট্যাক্ট”, গুস্তাভ ফ্লুবার্টের মাদাম বোভারি, নিইল গাইমান এর “Ocean at the end of Lane”। বোর্হেসের একটা ছোটোগল্প সংকলন। আসিমভের ফাউন্ডেশন ট্রিলজি আরেকবার পড়ার ইচ্ছা। অনেক অনেক টেরি প্রাচেট। অ্যালান মুরের জেরুজালেম প্রকাশিত হলে পড়বো। সাগানের “ডেমন হান্টেড ওয়ার্ল্ড”। আর ডেভিড ডয়েটস এর “ফেব্রিক অফ রিয়েলিটি”। মাঙ্গা আর গ্রাফিক নোভেল পড়া হবে প্রচুর। মুরের “লীগ অফ এক্সট্রা অর্ডিনারী জেন্টেলমেন” “ফ্রম হেল” এ দুটো পড়বই। আর এলোমেলো ভাবে যেগুলো পড়বো সেগুলো জানে শুধু বিধি।
বাংলা বই-
সুনীলের সেই সময়। হুমায়ুন আহমেদের কিশোর সমগ্র, আর ছোটোগল্প সমগ্র। এছাড়াও তার হিমু মিসির আলি যেগুলো বাকি আছে পড়ে ফেলার ইচ্ছা। জাফর স্যার এই মেলায় যেগুলো ছাপাবেন তার সবই পড়া হবে। পরিচিতদের কারো বই প্রকাশিত হলে তো পড়বোই। শঙ্কু সমগ্র আবার পড়ার ইচ্ছা। দুয়েকটা ফেলুদাও। শির্ষেন্দুর কিশোর উপন্যাস সমগ্রর শেষ; দুই খন্ড। চিলেকোঠার সেপাইটা পড়ার ইচ্ছা। এই বইটা প্রতি বছর পড়তে শুরু করি। তারপর আর শেষ করা হয় না। হুমায়ুন আজাদের কয়েকটা বই পড়া হবে। “সেরা সন্দেশ” পড়বো। মনের আনন্দে পড়া যায় (মুজতবা আলীর বইগুলো যেমন) এমন অপঠিত বাংলা বই খুজে পাওয়া মুশকিল। বেশিরভাগ ভালো বই ই সিরিয়াস ঘরনার।
আপনার তালিকায় সবই দেখি সিরিয়াস বই! দুয়েকটা টেরি প্রাচেট ট্রাই করতে পারেন।
হিচেন্সের “arguably” থেকে কয়েকটা বেশ ভালো লেগেছে। পত্রিকার লেখা। অনেক কিছুই সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলির সাথে জড়িত। আমি কানেক্ট করতে পারিনি।
ইচ্ছার আগুনে জ্বলছি...
টেরি প্রাচেটের দুটো বই কিনেছিলাম। পড়ব দেখি।
চমৎকার তালিকা!
আপনার বইয়ের তালিকাটা দেখে আসলেই খুব লোভ হচ্ছে। চমৎকার বই নির্বাচন। কিন্তু আমি ২০১৪ বছরটা শুরু করতে চাই একটা যুদ্ধ দিয়ে। যুদ্ধটা আসলে আমার নিজের বিরুদ্ধেই। আমি আমার ৬ বছরের ছেলেটার জন্য অন্তত ঘরের পরিবেশটা আর দুষিত করতে চাইনা। হ্যা আমি ধূমপানের বিরুদ্ধে আমার এই যুদ্ধটা করবো। এবার আমাকে জিততেই হবে কয়েকবার হেরেছি আর হারতে চাই না। আমার জন্য সবাই দোয়া করবেন।
- জেগে উঠার দিন
আমার ছোট ভাই ধুমপান ছেড়েছে আমার উৎসাহে। আপনার ধুমপান ছাড়ার পরিকল্পনা কি? কিভাবে ছাড়বেন ভাবছেন?
নতুন মন্তব্য করুন