আমরা মারা যাবো তখনই যখন আমাদের কলম বন্ধ হবে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ০১/১১/২০১৫ - ১২:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমরা বাকরুদ্ধ। আমরা হতবুদ্ধি। আমরা সন্ত্রস্ত। আমরা আহত।

কিন্তু আমরা বাকরুদ্ধ হলেও আমাদের কলম চলছে। আমরা হতবুদ্ধি হলেও আমরা বুদ্ধিভ্রষ্ট নই। আমরা সন্ত্রস্ত হলেও আমরা সশস্ত্র। আমাদের কলম, আমাদের কিবোর্ড আর আমাদের মুঠোফোন আমাদের হাতিয়ার। আমাদের শানিত চেতনা আমাদের বারুদ।

আমাদের প্রিয় বন্ধু এবং সহযোদ্ধারা শহীদ কিংবা গুরুতর আহত হলেও তারা আমাদের অনুপ্রেরণা। আমরা মুখ থুবড়ে পড়ে গিয়ে উঠে দাঁড়াবো। মায়ের আঁচল দিয়ে রক্ত মুছে, ঘুরে দাঁড়াবো। আবার ঝাঁপিয়ে পড়বো যুদ্ধে। কারণ আমরা জানি, চাপাতির কোপ আমাদের মারতে পারে না, আমরা মারা যাবো তখনই যখন আমাদের কলম বন্ধ হবে।

আমাদের কলম চলবেই, চলবে।


মন্তব্য

সুবোধ অবোধ এর ছবি

আমাদের কলম চলবেই, চলবে।

হাসিব এর ছবি

আমাদের চাপাতি নাই, কলমই আছে সম্বল।

আয়নামতি এর ছবি

চলুক কলম!

কনফুসিয়াস এর ছবি

কী বলবো বুঝে উঠতে পারছি না। একটা লেখার জন্যে লেখককে, সেই লেখা প্রকাশের জন্যে প্রকাশককে, এভাবে মানুষকে মরে যেতে হয়, এটা আসলে কোন দেশ বুঝতে পারছি না...।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তুলিরেখা এর ছবি

একদম হতবুদ্ধি অবস্থায় বসে আছি আজ এই খবরগুলো পাবার পর থেকে। মন খারাপ

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

আমাদের কলম চলবেই, চলবে।

দেবদ্যুতি

রানা মেহের এর ছবি

আমাদের কলম চলবেই, চলবে।

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সোহেল ইমাম এর ছবি

অনেকের কলমই আর চলেনা এখন।
থেমে যাওয়া কলম গুলোর বিদেহী আত্মার স্মরণে শ্রদ্ধা

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

মন মাঝি এর ছবি

আর অনেক না-থামা কিন্তু আত্মা-হারানো কলমের নিরাত্মা দেহের স্মরণেও বৈকি শ্রদ্ধা

****************************************

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।