error php 24 জুন 2007 - 17:12 You have an error in your SQL syntax; check the manual ... হাসান মোরশেদ
error php 24 জুন 2007 - 17:12 implode() [ হাসান মোরশেদ
error php 24 জুন 2007 - 17:12 Invalid argument supplied for foreach() in ... হাসান মোরশেদ
আমি হাসান মোরশেদ ভাইয়ের সাথে কথা বললাম। তিনি ছবি আপলোড করতে গিয়ে বাংলা সংখ্যা টাইপ করেছেন। প্রমান:
page not found 24 জুন 2007 - 17:08 files/Image০১৭_১.jpg not found. হাসান মোরশেদ
তাই প্রথম এরর foreach() ফাংশানে ইনভ্যালিড আর্গুমেন্ট। দ্বিতীয় এরর implode() ইত্যাদি ঘটেছে। পুরোনো ফাইল আপলোড পদ্ধতিতে যারা ছবি ইনসার্ট করছে তাদেরই সমস্যা হচ্ছে বলে মনে হল।
সমাধান:
১। সবাইকে নতুন পদ্ধতিতে ছবি যুক্ত করতে বলা।
২। কিছু বিশেষ টেকস্টবক্সে ইংরেজী ডিফল্ট করা বা বাংলা বন্ধ রাখা।
মন্তব্য
মাহবুব,
আমি এই মাত্র, 'লেখালেখি করুন-->ছবি' এই অপশন ব্যাবহার করে ছবি দিতে চাইলাম ।
কাজ হলো না কিন্তু ।
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মুর্শেদ ভাই,
একটা ব্যাপার খেয়াল করলাম। লিখেছেন 'এস.এম.মাহবুব.মুর্শেদ' -এ ক্লিক করলে যে ক্লিক করেছে তার ব্লগ ওপেন হয়। মনে হয় লিংক ভুল হয়েছে।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ভাল জিনিস লক্ষ্য করেছেন। লিংক ঠিক আছে কিন্তু সংখ্যা বাংলা হয়েই গ্যাঞ্জামটা লেগেছে। ঠিক করে দিচ্ছি।
====
মানুষ চেনা দায়!
ঠিক করে দিয়েছি। ধন্যবাদ ঝরাপাতা।
====
মানুষ চেনা দায়!
হাসান ভাই,
লেখালেখি করুন > ছবি অপশনে বাই ডিফল্ট প্রথম পেজে ছবি দেয়াটা বন্ধ আছে। নাহলে সবাই ছবি দিয়ে প্রথম পেজ ভাসিয়ে দেবে। ছবি দিতে প্রথমে একটি ব্লগ তৈরী করুন তারপর নীচের ছবি ইনসার্ট ক্লিক করুনে ক্লিক করে একে একে ছবি ইনসার্ট করুন। তারপর পোস্ট করে দিন।
====
মানুষ চেনা দায়!
ঠিকাছে! তুমি মহান! ছবি নিয়ে সিদ্ধান্তটাও ঠিকাছে
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
নতুন মন্তব্য করুন