এখন থেকে লেখার নীচে লেখা প্রকাশ নামে একটি ঘর পাবেন। সেখানে
১। প্রথম পাতায় প্রকাশিত
২। নিজের ব্লগে প্রকাশিত
৩। খসড়া হিসেবে সংরক্ষণ
এই তিন রকম অপশন পাবেন। অপশন গুলো আর ব্যাখ্যা করলাম না। খসড়া হিসেবে সেভ করার পর "আমার কর্মক্ষেত্র" এ ক্লিক করে পরে সম্পাদনা করতে পারবেন।
এছাড়া লেখা লিখে একটি বিশেষ দিনে বিশেষ সময়ে প্রকাশের ব্যাবস্থা রয়েছে এখানে। লেখা প্রকাশ অংশে গিয়ে তারিখ ঠিক করে দিলে হবে।
সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা তা জানান এখানে। এসংক্রান্ত কোন আব্দার বা অভিযোগ থাকলে তাও জানান।
মন্তব্য
দিছি ফালতু কইরা....
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মিয়া আপনাগো লাইগা নতুন ফীচার নিয়া আইলাম আর...
====
মানুষ চেনা দায়!
আরে আমিতো টেস্টটারে ফালতু কইছিলাম।
উদভ্রান্ত ভাই মেইল চেক করেন জলদি।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ল্যাখা পোস্ট করুম ক্যামনে? কোনটায় চাপ দিলে ব্লগিং করা যাবে?
তুমি হাসো, আমি কাঁদি, বাঁশি বাজুক, কদম তলেরে...
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
সুস্বাগতম পিয়াল ভাই।
বাম দিকে লেখালেখি করুন ক্লিক করেন
তারপর ব্লগ ক্লিক করেন
====
মানুষ চেনা দায়!
ল্যাখাল্যাখির অপশনই তো দেখিনা, আমার ব্লগে ঢুকার পর কয় এই পাতায় বলে আমার প্রবেশাধিকার নাই
তুমি হাসো, আমি কাঁদি, বাঁশি বাজুক, কদম তলেরে...
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
সংরক্ষিত এলাকা
আপনার এই পাতায় প্রবেশাধিকার নেই, দয়া করে লগ-ইন করুন
তুমি হাসো, আমি কাঁদি, বাঁশি বাজুক, কদম তলেরে...
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
এইবার দেখেন।
====
মানুষ চেনা দায়!
ভালো হয়েছে! সুমন তুমি মহান!
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
ওই ব্যাটা তেল মারার চ্যাষ্টা করলে মাইর।
====
মানুষ চেনা দায়!
এইবার কন আমারে ব্যান করছিলেন ক্যান?
তুমি হাসো, আমি কাঁদি, বাঁশি বাজুক, কদম তলেরে...
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
আপনারে কেউ ব্যান করে নাই। খসড়ার অপশন সেট করতে গিয়া ভ্যাজাল হইছিল। সমস্যার জন্য দুঃখিত।
====
মানুষ চেনা দায়!
তাইলে ঠিকাছে, আমি ডরাইছিলাম
...............................
তুমি হাসো, আমি কাঁদি, বাঁশি বাজুক, কদম তলেরে...
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
পিয়াল দেখি বিবাহের পরে আরো রসিক হইছে।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
সবার লক্ষ্য করার জন্য উপরে তুলে দিলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ওরে মামু, চুম্মা চুম্মা!! জটিল সব আপডেট পাইতেছি।
হ্যাঁ, শমচৌদার কথার সাথে সহমত, বিয়ের পর পিয়াল ভাইয়ের রস বেড়েছে!
_________
কি মাঝি? ডরাইলা?
এইটাও ভালৈছে।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নতুন মন্তব্য করুন