অরূপ সবাই "সাধারন সদস্য" হয়ে গেছে "লেখক" বানাও

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ২৬/০৬/২০০৭ - ১২:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

অরূপ সবাই "সাধারন সদস্য" হয়ে গেছে "লেখক" বানাও। আমার সাহায্য লাগলে বলো। আমি নিজে করলাম না কারন ইউজার রোল তুমি করছিলা আগে।

যারা লেখতে পারছেন না তারা একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যারা লগডইন তাদের লেখক বানাইলাম।
====
মানুষ চেনা দায়!

নজমুল আলবাব এর ছবি

মেইল চেক করেন

উৎস এর ছবি

সংবাদ সংগ্রাহক গুলোতে কমেন্ট করতে পারলে মন্দ হয় না। মানে যেমন আজকে বিডি নিউজে একটা খবর দেখলাম, ঐটা নিয়ে আলোচনা করা যায়, মন্তব্যের মাধ্যমে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওইটা কোট করা যায় মনে হয়। কোট করে পোস্ট করেন। ফীচার লিস্টে অনেক পরে ধরব যদি সময় পাই। "আমাদের দাবী .."তে তুলে রাখুন প্লীজ।

====
মানুষ চেনা দায়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কি ব্যাপার সবাই লেখতে পারছেন তো?
====
মানুষ চেনা দায়!

নজমুল আলবাব এর ছবি
সৌরভ এর ছবি

লেখার কোন অপশনই দেখি না তো।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

নজমুল আলবাব এর ছবি

কই আছিলেন এতক্ষন? আপনে এখন সাধারন সদস্য শয়তানী হাসি আমরা লিখক আমরা এলিট শয়তানী হাসি @ সৌরভ

সৌরভ এর ছবি

জরুরী কাজে ব্যস্ত।
ছাগল তাড়াই।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক করে দিলাম। সরি।
====
মানুষ চেনা দায়!

সৌরভ এর ছবি

ব্যাপার নাহ।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

নজমুল আলবাব এর ছবি

আরন্যক যাযাবর কি মন্তব্য করছিল? ডিলিট দিল কেন?

অরূপ এর ছবি

ঠিক করা হল, বেশী ঝামেলা হলে তুমি ঠিক করে দিও
রাতে বসবো
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

কীর্তিনাশা এর ছবি

ভাই এইখানে কি নিয়া কথা হচ্ছে কিছুই বুঝলাম না। এট্টু বুঝাই দেন না !

[img=auto]Free Smileys & Emoticons at Clipart of.com[/img]

------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

শৈশবকালের কথা হচ্ছে, যখন সচল পৃথিবীতে লেখক নামের বিচিত্র প্রাণের জন্ম হচ্ছিলো।
বিশ্বাস হচ্ছে না ! উপরের দিকে তাকান। পোস্ট এবং মন্তব্যগুলোর তারিখ খেয়াল করুন, আর সচলায়তনের জন্মকালটা মনে করার চেষ্টা করুন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।