বিষয়টা একটু indecent হয়ে গেলো। দুঃখিত সেজন্য। সবাই জানেন পশ্চিমে এটা কোন বিষয় না। আমি শুধু মাত্র কতগুলো উদাহরন দেব বিষয়টার ব্যাপ্তি বোঝানোর জন্য।
আমি যেখানটায় থাকি সেখানে প্রচন্ড গরম পড়ে। আমেরিকার দক্ষিন পশ্চিম এলাকা। ভীষন পাহাড়ী, ধুসর মরুভুমির মত একটি এলাকা। এখানে বাড়ি করলে মানুষজন উঠানে ঘাস কিনে, লাগিয়ে আঙ্গিনা সবুজ বানায়। গ্রীষ্মকালে মোটামুটি নরক হয়ে যায় যায়গাটা। এখনও এখানে রেড ইন্ডিয়ানদের বসতি দেখা যায়। অনেক আমেরিকান এই স্টেটটা পছন্দ করে একারনে যে, শীতকালে উল্লেখযোগ্য পরিমানে তুষারপাত হয়না - তাই শীতকালীন সমস্যা থেকে মুক্তি।
আমি এতকিছু জানতাম না। আমি এখানে এসে পৌছেছি গত বসন্তে। তো গরমকাল পড়তে পড়তে দেখলাম মেয়েগুলো জামা যেন গায়ে থাকে না। কাপড় কমতে কমতে দেখলাম ব্রা আর পেন্টি পরে ঘুরে বেড়ানো শুরু করল। (যাহ) অ্যাপার্টমেন্টের সুইমিং পুলে দেখি দিনের বেলা সান বাথ করে। আর রাস্তাঘাটে চুমু দেয়া টেয়া এইসব তো আছেই।
যাইহোক। গত ফেব্রুয়ারীতে ভ্যালেন্টসটাইন ডে উপলক্ষ্যে আমাদের ইউনিভার্সিটির ড্রামা স্কুল সেক্সপিয়ারের রোমিও জুলিয়েট অভিনয় করবে। তো আমি আর আমার রুমমেট, আন্ডারগ্র্যাজুয়েটের একটা ছেলে, ভাবলাম যাই নাটকটা দেখে আসি। নাটকের একপর্যায়ে জুলিয়েটের মার সাজঘরের কিছু আলাপন ছিল, সেখানটায় এসে অভিনেত্রী সব কাপড় খুলে ফেলল। আমি তো তাজ্জব হয়ে বসে থাকলাম। সঙ্গে তাও একটা জুনিয়র ছেলে। নাটক ছেড়ে যে চলে আসব তাও সম্ভব না। স্টেজটা দর্শকদের ঘিরে, অভিনয় করতে করতে তারা কখনও পাশদিয়েও চলে যায়। সুতরাং গিলতে হলো দৃশ্যগুলো। মাঝবিরতির সময় আমরা দুজন আলোচনা করলাম যে আর বোধহয় খারাপ দৃশ্য নেই, সুতরাং দেখা যায়। কিন্তু এবারে গিলতে হল রোমিও জুলিয়েটের সঙ্গমের দৃশ্য, আমার থেকে দশ ফুট দুরে! (যাহ)
সেদিন বাজার করে ফিরছি, শুনি প্রতিবেশী কেউ একজন শিৎকার করছে, আকাশ বাতাস কাপিঁয়ে। আরে বাবা করছিস যখন একটু সামলে কর ... !
এতো ফ্রি এরা তারপরও এদের রেপ সমস্যা কেন দেখা যায়? কেন এতো freaky লোকজন ঘুরঘুর করে? সেদিন খবরে দেখলাম এক লোক তার প্রতিবেশীর এক কিশোরীকে ধর্ষন করে মেরে ফেলেছে। তারপর সেই মৃতদেহ কয়েকদিন ধরে ঘরে রেখে ধর্ষন করেছে। শেষপর্যন্ত তাকে রান্না করে খেয়ে ফেলার আগে পুলিশ ধরে ফেলে। what the hell?
কোন সমাজ দেবে ভাল মানুষ? ধর্মগোড়া গে হুজুদের সমাজ? নাকি নগ্নতাবাদী পশ্চিম সমাজ? কেন তাহলে আমাদের এতো কোলাহল? কেন?
মন্তব্য
ছবিটা কি বেশী ওপেন হয়ে গেল?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হুম। আদিম সমাজে ফিরে যেতে হবে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
মুরশেদ ভাই উশকে দিলেন।
আমি যেদিন ১ম ফিগার ড্রইং-এর ক্লাস করলাম ---- সে ১ অবস্থা
যদি সাহস দেনতো এই বিষয় ১টা পোষ্ট দেই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অবশ্যই নামান, শিঘ্রী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
টেনেটুনে চলিল...(অচলিল এর বিপরীত)
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
এসবের মূল কারণ মানসিক বৈকল্য। নিজের মূল খুঁজে খুঁজে হয়রান মানুষগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে।
মহাশয় হযবরল
আপনারসহিত ভিন্নমত পোষন করিলাম ।
মূল কারণ হইল অনুভূতির প্রণোদনা ।
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
লেখাটা যথেষ্ঠ ভালো। এই প্রসঙ্গে একটু যোগ করেত চাই- তাহলো পশ্চিমাদের তুলনায় আমরা অনেক ভালো কিন্তু তারা আমাদের তুচ্ছ অশিক্ষিত বলে উপহাস করে। তারা বলে আমরা তাদের মতো সভ্য নই। আমি বলি ওরা সভ্য মুখোশধারী অসভ্যতায় বিশ্বাসী।
খুব বেশি সরলীকরণ হয়ে গেছে। অসহমত।
লেখাটা ভাল লেগেছে। আরেকটু বিশ্লেষণ পেলে ভাল হতো।
only islam can give solution
নতুন মন্তব্য করুন