জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রথমেই তাকে প্রগাঢ় শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি কি দিয়েছেন, কোন মাপের কবি ছিলেন, কোন রাজনৈতিক পক্ষের ছিলেন আজকের দিনে সেটা দূরে সরিয়ে রাখি। তিনি শান্তিতে নিদ্রিত থাকুন।
সচলায়তন থেকে বিভিন্ন মনিষীর জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষ্যে ব্যানার পরিবর্তন করে, পোস্ট দিয়ে সম্মান জানানো হয়। এইবার কবি নজরুলের মৃত্যুদিন নিয়ে একটা কনফিউশন চলে আসল।
নজরুল.অর্গ এর কয়েকটি আর্টিকেলে এবং উইকিপিডিয়ার নজরুলের উপর নিবন্ধ দুটোতেই স্পষ্ট উল্ল্যেখ করা আছে নজরুলের মৃত্যুবার্ষিকী আগস্ট ২৯, ১৯৭৬। তাই সচলায়তন থেকে সেই মতো আমরা প্রস্তুতি নিয়েছিলাম।
গতকাল ২৭শে আগস্ট দৃশা একটি পোস্টের মাধ্যমে জানতে চান যে নজরুলের মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে না কেন? উনাকে কারনটা জানানোর পরও মনের মধ্যে খচখচ করতে থাকে। আবার আজকে জুবায়ের ভাই জানান গতকাল ঢাকায় নাকি নজরুলের মৃত্যুদিবস পালন হয়ে গেছে!!
নজরুলের মৃত্যুবার্ষিকী নিয়ে এই কনফিউশনের জন্য আমরা দুঃখিত। তবে তার জন্মদিন নিয়েও আরেকটি কনফিউশন আছে। নজরুল.অর্গ বলছে ২৪ শে মে আর উইকিপিডিয়া বলছে ২৫ শে মে!
কথা হল, কবে আমাদের বাংলা একাডেমী এই সমস্ত বিষয়ে আগিয়ে আসবে? বাংলা একাডেমী কেন একটি ওয়েবসাইট করে এসমস্ত ব্যাপারে সবাইকে জানানোর ব্যবস্থা নেয় না? জাতি হিসেবে কতদিন আমরা তথ্য অজ্ঞ হয়ে থাকবো?
ধরে নেই তারা আরও কিছুদিন মূক ও বধির হয়ে থাকবে। এক্ষেত্রে আমরা সচলায়তন থেকে কি করতে পারি? একটা মাসিক ঘটনাপঞ্জী চালু করলে কেমন হয়? সমস্যা আরেকটা রয়েছে কে এই দায়িত্বশীল কাজটা নিবে?
আসুন চায়ের কাপে ঝড় বইয়ে দিই।
মন্তব্য
আমিও কালকে পত্রিকা পড়ে কনফিউজড ছিলাম
খুব বেশীদিন আগের ঘটনাতো না ,,, হয়ত সঠিক তথ্যটা বেরিয়ে আসবে ,,, ইস্যুটা তুলে ধরার জন্য ধন্যবাদ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
সঠিক তথ্য বেরিয়ে আসলে তো ভাল। কিন্তু এনিয়ে আবার রাজনীতি শুরু না হলেই হয়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
রাজনীতি শুরু হলে বি.এন.পি /আওয়ামীলীগের পাশাপাশি সোনাবাহিনী(!)ও ক্রেডিট নিতে চেষ্টা করতে পারে। কারন, নজরুল সোনাবাহিনীর সদস্য ছিলেন।
কি মাঝি? ডরাইলা?
বিদ্রোহী কবিকে নিয়ে দ্রোহীর মন্তব্য! মন্তব্য সঠিক ও উপাদেয়। হাবিলদার নজরুল খুব বেশি পাত্তা পাবেন বলে মনে হয় না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
মূল প্রসঙ্গে। আমার ধারণা, কোনো বিচিত্র কারণে নজরুলের জন্ম-মৃত্যুর দিন হিসেবে বাংলা তারিখ অনুসরণ করা হচ্ছে। বাংলা তারিখ অনুযায়ী তাঁর জন্ম ১১ জৈষ্ঠ্য এবং মৃত্যু ১২ ভাদ্র। সেই হিসেবে গতকাল ছিলো ভাদ্রের ১২ তারিখ।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আমি চিরতরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।।
আসিবে তোমার পরমোৎসব-কত প্রিয়জন কে জানে,
মনে প'ড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে হায়
চমকি'থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন ম'রে মিশে আছে তোমার পথের ধূলিতে।।
মুর্শেদ ভাই কারো অপেক্ষায় না থেকে বরং নিজেরা উদ্যোগ নিলে বিশাল কোন রেজাল্ট না পাওয়া গেলেও অন্তত শূণ্যের কোঠায় থাকা লাগে না। কিন্তু এটার বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করা তার থেকেও বেশী জরুরী।
সাথে রইলাম।
সবশেষে গুরুকে জানাই সহস্র কোটি সালাম।
দৃশা
১/নজরুল রবীন্দ্রনাথের জন্মমৃত্যু বাংলা তারিখ অনুযায়ী পালন করা হয়।
২/বাংলা বর্ষপঞ্জীতে একটি সমস্যা আছে আমাদের আর পশ্চিমবঙ্গের মাঝে।সেটাও হয়তো তারিখ নিয়ে কোন কনফিউশন তৈরী করতে পারে।
----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..
মাহবুব মুর্শেদ,আপনাকে একটি মেইল করেছি।প্রাপ্তি স্বীকারে বাধিত করবেন।
-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..
ছোটবেলার বড় স্মৃতি নজরুলের মৃত্যুর ঘটনা।
ইত্তেফাকের ফটো কাভারেজ ও সংবাদটা এখনও মনে আছে। ১৯৭৬ এর ২৯ আগস্ট কবি মারা যান। পিজি হাসপাতালে। ওয়ার্ড ও বেড নাম্বারও মনে ছিল একসময়।
সেদিনের ঘটনা।
এইটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই। ১৯৭৬ এর ২৯ আগস্ট যে বাংলা তারিখ হয়, সেই তারিখে পালন করলেই হয়। তখন বাংলা বর্ষ একই ছিল দুই বাংলায়।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আগে বাংলা নববর্ষ ইংরেজি ক্যালেন্ডারের সাথে "পেগ" করা ছিলো না। বাংলাদেশে এখন তা পেগড, যে কারণে বাংলা তারিখ নিয়ে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের একটা পার্থক্য থেকে যায়।
আমার মনে হয়, বর্তমান প্রেক্ষিতে ইংরেজি বর্যপঞ্জি বেশি ফলো করা উচিত (ব্যক্তিগত অভিমত)। ভাষা দিবসও ইংরেজি অনুসারে হয়, নজরুলের জন্ম-মৃত্যু দিবসেও সমস্যা দেখি না।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সত্যিই বিভ্রান্তির জায়গা আছে। বাংলা একাডেমীই পারে এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিতে।
আর শুধু নজরুল ডট অর্গ বা ইউকিপিডিয়া নয়, বাংলাপিডিয়া ডট অর্গও কবির মৃতূ্য নিয়ে দিচ্ছে আরেক তথ্য। তাদের মতে, কবি মারা গিয়েছিলেন ২৯ আগস্ট।
কাল নজরুলের মৃতূ্যবার্ষিকীর বিষয়ে সবগুলো দৈনিকে যখন খবর ছাপা হলো, টিভি চ্যানেলগুলো প্রচার করতে থাকলো নানান সংবাদ, তখন সচলায়তনের প্রচ্ছদে/নীড়পাতায় প্রথমে সবুজ হাঙ্গর বনাম বাংলাদেশ, পরে ডায়রীর পাতায় অসংখ্য প্রশ্ন চিহ্ন দেখে বিভ্রান্ত হই।
আমি নিজেই চেযেছিলাম বিষয়টি কী, তা জানতে একটি ছোট্ট ও ক্ষণস্থায়ী পোস্ট লিখবো। কিন্তু তখনই ঘটলো চকোরিয়া বিপর্যয়, নেট কানেকশন উধাও।
আজ আবার প্রচ্ছদে প্রিয় কবি এবং এই পোস্ট দেখে খানিকটা হলেও দুঃখ লাঘব হলো।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
১৯৭৬ সালে যেহেতু ক্যালেন্ডার এক ছিল। সেক্ষেত্রে ২৯ আগস্ট অনুসরণ করাটাই আমার কাছে যুক্তি সঙ্গত মনে হয়। .....................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আইচ্ছা এইসব ফাউল সমস্যাগুলা বাধায় কারা কন তো?
এইটা স্পেসিফাই করা দরকার তারপর দিতে হইবো প্যাদানী।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এর নাম বাঙালি।
জাতীয় কবির মৃত্যু দিবস জন্ম দিবস নিয়াও এক হইতে পারে না।
ইনশাল্লাহ,দেশের নীরব বিপ্লবের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে।
এ বিষয়ে একটা রোডম্যাপ শীঘ্রই ঘোষনা করার জোর দাবি জানাচ্ছি।
-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..
যাক এখানে অনেক আগেই আলোচনা হয়েছে!
কিন্তু এখনকার কি অবস্থা? কোন তারিখ আসলে?
'মনের মুকুরে' একটা দারুন সেকশন!!
স্যাম-এর মতই জানতে ইচ্ছে করে যে এখনকার কি অবস্থা? কোন তারিখ আসলে?
এবং, স্যাম-এর মতই বলি 'মনের মুকুরে' একটা দারুন সেকশন!!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন