অসাধারন কাব্যিক, দক্ষিন আমেরিকার টেনে বলা ইংলিশে, একুয়াস্টিক গীটারে গাওয়া কান্ট্রি এবং রকের মিশেল দেয়া গানের জন্য বিখ্যাত গায়ক বব ডিলানের অসাধারন একটি গান হচ্ছে ১৯৭৩ এ গাওয়া Knockin' on heaven's door। গানটি জনপ্রিয়তা পেয়েছে গানস এস রোজেস গাইবার পর।
এক যোদ্ধা, গুলি খেয়ে পড়ে গেছে মাটিতে। মৃতু্য যন্ত্রনায় কাতরাচ্ছে আর মাকে ডাকছে। তার মনে হচ্ছে সে যেন স্বর্গের কাছেই পৌছে গেছে।
'মাগো, আমার থেকে ব্যাজটা খুলে নাও
আমি আরতো পারবো না ব্যবহার করতে
চারিদিকে আঁধার, এত আঁধার যে আমি দেখতেই পাচ্ছি না কিছু
মনে হচ্ছে আমি করাঘাত করছি স্বর্গের দরজায়।
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
মাগো বন্দুকটা মাটিতে রেখে দাও
আমি আর গুলি ছুড়তে পারবনা এদিয়ে
ঐ দীর্ঘ কালো মেঘ নেমে আসছে আমার উপর
মনে হচ্ছে আমি করাঘাত করছি স্বর্গের দরজায়।
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়
নক, নক, নক করছি স্বর্গের দরজায়'
অনেকদিন পর শুনে চোখে পানি চলে আসল।
বব ডিলানের একুয়াস্টিকে গাওয়া গানটা এখানে পাবেন, আরেকটা ভার্সন পাবেন এখানে। আর গানস এন রোজেসেরটা এখানে।
ইংরেজী লিরিকস
Mama, take this badge off of me
I can't use it anymore.
It's gettin' dark, too dark for me to see
I feel like I'm knockin' on heaven's door.
Knock, knock, knockin' on heaven's door
Knock, knock, knockin' on heaven's door
Knock, knock, knockin' on heaven's door
Knock, knock, knockin' on heaven's door
Mama, put my guns in the ground
I can't shoot them anymore.
That long black cloud is comin' down
I feel like I'm knockin' on heaven's door.
Knock, knock, knockin' on heaven's door
Knock, knock, knockin' on heaven's door
Knock, knock, knockin' on heaven's door
Knock, knock, knockin' on heaven's door
আরো লিরিকস এখানে পাবেন।
মন্তব্য
এই পোস্টটা আড়ালে চলে গেলো কী করে? অসাধারণ লাগে গানটা। অনুবাদেও ভালো এসেছে। নক শব্দটা প্রায় বাংলাই হয়ে গেছে বলা যায়, তবু মনে হয় একটা বিকল্প শব্দ হলে বেশি মানাতো। যদিও লেগে যাওয়ার মতো কোনো শব্দ মনে আসছে না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
এটা প্রথম পাতায় দেইনি। নক এর জায়গায় ঠক বসালে বিচ্ছিরী লাগে শুনতে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অসাধারণ।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন