ধরে না, জায়গা ধরে না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ০৯/০৯/২০০৭ - ৩:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। হাতে অফুরন্ত সময়। তাস পিটিয়ে আর টুকটাক কোচিং করে সময় কাটাচ্ছি। এমন সময় সদ্য বিবাহিত ছোট চাচার শ্বশুরবাড়িতে একটা কম্পিউটার কেনা হল। তখনও কম্পিউটারের দাম কমেনি, একেকটা বোধহয় লাখখানেক পড়ত। কিন্তু সেই কম্পিউটারটা ছিল পুরোনো, সস্তায় কেনা; তাও হাজার ৩৫ পড়েছিল যতদুর মনে পড়ে। ছোট চাচী স্নেহ মাখা স্বরে আদেশ দিলেন কম্পিউটার শিখতে।

গেলাম এক শুক্রবারে সেই বাসায়। টুটুল মামা আমাকে দেখালেন কিভাবে ছবি আঁকতে হয়, গেইম খেলতে হয়, ডকুমেন্ট লিখতে হয়। অনেক কসরত করে রং বেরংয়ের টেকস্ট লিখে যেই সেইভ করতে গেলাম - ঢ্যাং - আপনার হার্ডড্রাইভে আর জায়গা নেই। মামাকে দেখাতেই ফাইল টাইল মুছে খানিক জায়গা খালি করে দিলেন। অনেক পরে জেনেছিলাম সেটাতে জায়গা মাত্র ১৫০ মেগা বাইট ছিল আর অপারেটিং সেস্টেম ছিল ডস ৬.৬২ এর উপর উইন্ডোজ ৩.১।

আমার আগ্রহ দেখে আব্বা বললেন কম্পিউটার কোর্সে ভর্তি হতে। সেখানে গিয়ে দেখি সাদা-কালো স্ক্রীনের জায়গায় রঙ্গীন মনিটর। আর দেখতেও কত সুন্দর। ওয়ালপেপার নামে একটা ছবি লাগানো যায়। কম্পিউটার ওপেন করতে একটা পতাকা ভাসে তাতে লেখা উইন্ডোজ ৯৫ লেখা আসে। কথায় কথায় একদিন কম্পিউটার সেন্টারের মালিক জানালেন তার কম্পিউটারে হার্ডড্রাইভ ২.১ গিগাবাইট। আমিতো মুগ্ধ - এই অপরিসীম জায়গা দিয়ে মানুষ কি করে বুঝতে পারি না।

আন্ডারগ্রায়ুজেটে ভর্তি হলাম যেদিন তারপর দিন বাবা নিয়ে গেলেন কম্পিউটর কিনে দিতে। তখনও কিন্তু কম্পিউটারের জন্য শুল্ক দিতে হয়। ততদিনে আমি জেনে গেছি প্রসেসরের পাশাপাশি হার্ডড্রাইভ আর মেমোরী খুব গুরুত্বপূর্ণ। তাই ২০০ মেগাহার্জ প্রসেসরের সাথে ৮ হাজার টাকা মূল্যে ৪.৩ গিগাবাইটের হার্ডড্রাইভ আর ৩২ মেগাবাইটের ড়্যাম নিতে ভুললাম না।

তখন ইন্টারনেট ছিল অপ্রতুল। পোলাপাইন হার্ডড্রাইভ খুলে এ ওর বাড়িতে গিয়ে রির্সোস কপি করত। কার কাছে গান আছে, কার কাছে পর্নো, কার কাছে কুল সফটওয়্যার এই সব কপি চলত। আর প্রায়ই অনুভব করতাম আহা জায়গা কত অপ্রতুল আমার! আস্তে আস্তে যাদের ৬.২ বা ৮ গিগাবাইটের হার্ডড্রাইভ আসা শুরু হল তাদের কি ভীষন হিংসাই না করতাম!

ইন্টেলের গর্ডন মুরের সুত্র মেনে প্রসেসরের স্পীড, হার্ডডাইভ্রের ক্যাপাসিটি, মেমোরী ক্যাপাসিটি সব বাড়তে লাগল। কিছুদিনের মধ্যেই আমি ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ৩০ গিগা বাইটের একটা হার্ডড্রাইভ কিনে ফেললাম। আমি তখন রাজা - আমারে পায় কে? চালাও রে কাদিরা। কিন্তু সেটাকেও ভরে ফেলতে বেশী দিন লাগল না।

তারও বছর খানেক পর আমার ল্যাপটপেও পেলাম ৪০ গিগাবাইটের একটা হার্ডড্রাইভ। এটা উপচে পড়ছে তাও প্রায় ৩ বছর হতে চলল। এরপর আমার স্ত্রীর ১২০ গিগা হার্ডড্রাইভ সহ ল্যাপটপ কিনলাম গতবছর। তাতে তার ফাইল আঁটে না এখন। আমার ল্যাবের ১৬০ গিগার হার্ডড্রাইভ হার্ডড্রাইভ স্পেসের অভাবে খাবি খায়।

শেষ মেশ একটা ৫০০ গিগা হার্ডড্রাইভ কিনলাম। নেটওর্য়াক স্টোরেজ সিস্টেম। বাংলাদেশী টাকায় দাম প্রায় ৯০০০ টাকা। জায়গা বেড়েছে কিন্তু দাম সেই তুলনায় কিন্তু বাড়েনি! তারপর ফাইল কপি করতে শুরু করে বুঝতে পারলাম - যেই লাউ সেই কদু। আঁটে না, জায়গা কিছুতেই আঁটে না...

কোথায় গিয়ে শান্তি মিলবে আমাদের?


মন্তব্য

রানা মেহের এর ছবি

কী রাখেন এতো?
আমার তো ৪০ গিগাই শেষ হয়না

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

৮০ গিগা গান
৪০+ গিগা সফটওয়্যার
৮+ গিগা ডকুমেন্টস
৪+ গিগা ইবুক, পেপার
১০+ গিগা ছবি

মোট ১৪২ গিগা। আর ৪.৫ গিগা সাইজের কিছু ভিডিও রাখতে গিয়ে দেখি ৪০/৫০ টার বেশী রাখতে পারব না।

তাছাড়া সচলায়তন ব্যাকআপ, প্রোগ্রামিংয়ের জিনিসপত্র আছেই। ডকুমেন্টেসের ভিতর এত কি আছে আসলে দেখতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস্কিমো এর ছবি

তাছাড়া সচলায়তন ব্যাকআপ, প্রোগ্রামিংয়ের জিনিসপত্র আছেই।

তাড়াতাড়ি স্টোরেজ বাড়ান...নাইলে খবর আছে..আমরা মাত্র লেখা শুরু করছি!

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সার্ভারে ডেইলী আর উইকলী ব্যকআপ থাকে দেখেছি। সার্ভার থেকে প্রাপ্ত সেবার মধ্যে এটা পড়ে। তাছাড়া আমরা ম্যানুয়ালী ব্যাকআপ নেই প্রায়ই। বিরাট কোনো বিপদ না ঘটলে সমস্যা হবার কথা না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অয়ন এর ছবি

৮০ গিগা গান!! এমপিথ্রি ফরম্যাটের হইলে প্রায় ২০০০০!!কেমনে শুনছেন এতো গান?
ডকুমেন্টস, ই-বুক আর ছবিতে দেখি আমারটা আপনার সাথে পুরা মিলছে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আসলে অনেকগুলো ব্যান্ডের ডিসকোগ্রাফী পুরোটা ডাউনলোড করা। অনেক গানই আনএক্সপ্লোরড। :|

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শামীম এর ছবি

দুই দিন আগে দোকানে গিয়েছিলাম পোর্টেবল (পকেটে রাখা যায় এমন) ইউ.এস.বি হার্ডড্রাইভ কিনতে। কিন্তু সবই একটু বড় এবং আলাদা পাওয়ার সোর্স লাগে।

থাকি ছোট্ট একটা শহরে। তাই পছন্দের জিনিষ পাইনি। দেশে গিয়ে কিনবো বলে ঠিক করেছি।

যেটা দেখে একটু এক্সাইটেড হয়েছিলাম - ১ টেরাবাইটের একটা হার্ডডিস্ক। উচ্চতা একটা সাধারণ হার্ডডিস্কের মত। আর পাশে হার্ডডিস্কের মত স্কয়ার। দাম বাংলাদেশী টাকায় ২৫ হাজার টাকার মত (৪৫,০০০ ইয়েন সম্ভবত)।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এক ড্রাইভে ৭৫০ পর্যন্ত দেখেছি। টেরাও বেরিয়েছে দেখছি!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

সব কিছুই এমন,কী আর করবেন।

প্রথম টিউশনি করে ৪০০ টাকা পেতাম,তখনও মাসের শেষ দশদিন টানাটানি....ভাবতাম আরেকটু বেশি পেলে সামাল দেয়া যেত...

প্রথম চাকরি করে ৪০০০ টাকা পেলাম,তখনও মাসের শেষ দশদিন টানাটানি....

সেই আয় বেড়েছে,কিন্তু সেই টানাটানিটা লেগেই আছে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সাধ আর সাধ্য কখন একসাথে হয় বলেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

টুটুল এর ছবি

গান রাখার জন্য ৮০ জিবি পোর্টেবল (পকেটে রাখা যায় এমন) ইউ.এস.বি হার্ডড্রাইভ.. ব্যাস.. যেখানেই থাকি গান থাকে আমার সাথে... আরো আছে ২টা ৮০জিবি পেটের ভিতর.. প্রব হচ্ছেনা... হার্ডড্রাইভ এ সাধারনত মুভি রাখিনা...
৩০ জিবি সিসটেম
২০ জিবি কামলা
৮০ জিবি গান
৪০ ফ্রি আছে এখনো হাসি
আর বাকি সব হিজিবিজি..
___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নট ব্যাড। কিন্তু আমাকে আমার স্ত্রীর সাথে ডাটা শেয়ার করতে হয়। সেজন্য এইটাই ভাল হয়েছে। নেটওর্য়াক থেকে নিয়ে নিতে পারছি এখন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

এ প্রান্তেও একই অবস্থা!
নাই, জায়গা নাই!


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

অছ্যুৎ বলাই এর ছবি

হার্ডডিস্কের স্পেস বাড়ায় সমস্যা হয়েছে বেশি। এমন অনেক জিনিস আছে, যেগুলো ইহজীবনে কোনো কাজে লাগবে না; কিন্তু তাও ডিলিট মারা হয় নি! তবে স্পেস নিয়ে টানাটানি যথারীতি আছে। মুভি ডাউনলোড করে করে ডিভিডিতে কপি করে হার্ডডিস্ক ফ্রি করি; কিন্তু তারপরেও ঠাঁই নাই, ঠাঁই নাই, সব ড্রাইভ ভরপুরই!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ইশতিয়াক রউফ এর ছবি

বুঝলাম না ঠিক। আঁতেল বেশি, নাকি ভদ্রলোক। হার্ড ড্রাইভ বলে এইসবে ভরে... ধুর! চোখ টিপি

ফারুক হাসান এর ছবি

অন্তর্জাল আছে কি কইরতে!
জিনিস বিভিন্ন জায়গায় দরকার মত আপলোড কইরে রাখেন। দেইকবেন, খালি জায়গা আর স্পেস!

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

ফারুক হাসান এর ছবি

অন্তর্জাল আছে কি কইরতে!
জিনিস বিভিন্ন জায়গায় দরকার মত আপলোড কইরে রাখেন। দেইকবেন, খালি জায়গা আর স্পেস!

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

অতিথি লেখক এর ছবি

হুম । আমার পিসিতে মেমোরী ছিল প্রথমে ৫ না ৬ গিগা ।

মুহম্মদ জুবায়ের এর ছবি

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে পি সি
আমার সকল জাঙ্ক ভইরা রাইখা দিসি
হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মৃন্ময় আহমেদ এর ছবি

বাবু বলেছেন, বুঝেছো উপেন এ জমি লইবো কিনে..

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সিরাত এর ছবি

মজা লাগলো পড়ে।

পর্ন? চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।