জরুরী: সচলায়তনের বিরোধী কর্মকান্ড থেকে সাবধান

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২৯/০৬/২০০৭ - ৪:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন থেকে সচলায়তন সম্বন্ধে কোন ইমেইল বা কোন মেসেজ আসলে ব্লগে বা মেসেঞ্জারে আলোচনা করে জেনে নিবেন। আর @sachalayatan.com থেকে কোন ইমেইল না আসলে সাথে সাথে ডিলিট করে দিবেন।

এ ধরনের কুরুচিপূর্ণ কর্মকান্ডের নিন্দা জানাই। এব্যাপারে আপনার সবরকমের সহযোগীতা কামনা করছি।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

from অ্যাড্রেস থেকে ইমেইলের অথেনটিকেশন সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। অতএব, @sachalayatan.com থেকে ইমেইল পেলেও সেটা যে অথেনটিক, তা ভাবার কারণ নেই। বেস্ট অপশন সরাসরি কথা বলে নিশ্চিত হওয়া।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- আচ্ছা, ইনবক্সে আসা কোন মেইল থেকে কি আইপি ট্রেস করা সম্ভব?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

অছ্যুৎ বলাই এর ছবি

ননএক্সপার্ট মন্তব্য: মনে হয় সম্ভব। জিমেইল অবশ্য হাইড করে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সম্ভব কিন্তু যে ব্যাটা করছে সে ব্যাটা ঘাঘু। আমার কাছে অরূপের ইমেইল এড্রেস থেকে ইমেইল এসেছে। সঙ্গে একটা ইএক্সই ফাইল। আমি আইপি ঘেটে দেখি নিউজিল্যন্ডের (NL) একটা সার্ভার থেকে এসেছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

খুব কঠিন কিছু না। ছাগুর পক্ষেও এটা সম্ভব। আশার আলো আবার এই বিষয়ে ছুপা রুস্তম। জামাতিদের টেক এক্সপার্ট।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমিত আহমেদ এর ছবি

ছেলেমানুষী কারবার...

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমি ধুসররে আগেই কইছিলাম।
ইরুম অইতেই পারে।

-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরিফ জেবতিক এর ছবি

আমাদের অনেক রকম ইতরামি ফেস করতে হবে।ব্যাপার না।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

ঝরাপাতা এর ছবি

ঠিকাছে। বেশি ডিস্টার্ব করলে আমাগো ও ইতরামি শুরু করন ছাড়া উপায় দেখি না।

_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অমিত আহমেদ এর ছবি

এই কারনেই সামহোয়ার ছেড়েছি, সচলায়তনে একই ভুল দেখতে চাইনা।

অন্যের ইতরামীতে নিজেকে ইতর শ্রেনীতে টেনে নামানোতে কোন মুন্সিয়ানা নেই।

যা করার করুক না ওরা। সমস্যা কি?

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

হিমু এর ছবি

ইতরদের সাথে ইতরামিতে নামার কোন দরকার দেখি না। সচলায়তনে আমরা ভালো লেখা লিখে যাই নিয়মিত, ঐটাই হবে ছাগুদের পাছায় বড় লাত্থি।


হাঁটুপানির জলদস্যু

আড্ডাবাজ এর ছবি

হিমুর সাথে একমত। এই গুলো নিয়ে মাথা ব্যথার কোন কারণ দেখি না। আসনে সবাই জামাতে লিখি। ধন্যবাদ।

কনফুসিয়াস এর ছবি

ইয়াহুতে আই পি ট্র্যাক করা যায়। কোন এক আজিব কারণে জিমেইল ওয়ালারা এই সিস্টেম রাখে নাই।
তবে এই ধরণের ক্রিয়াকলাপ খুব বেশি ক্ষতি করতে পারে না। শুধু শুধু বিরক্ত করে, আর কিছু না।

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সৌরভ এর ছবি

জিমেইলে show original দিয়ে তো ইয়াহুর থেকে অনেক বেশি ইনফরমেশন বের করে আনা যায়।
পুরো হেডারই তো আসে।

তবে নিজের বা নিজের স্কুল/অফিসের মেইল সার্ভার না হলে খুব একটা কিছু বোঝার নেই।
প্রক্সি সার্ভার হলে তো ইনফরমেশন শূন্য।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

sender জিমেইল হলে মনে হয় যায় না। জিমেইল সার্ভারের একটা অ্যাড্রেস দিয়া দেয়। [Received by] আসে, [Received from] টা সম্ভবত আসে না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কনফুসিয়াস এর ছবি

না সৌরভ, যায় না। আমি একবার অনেক গুতাগুতি করে হাল ছেড়ে দিছিলাম। পরে এই সংক্রান্ত অনলাইন ফোরামগুলায় গিয়ে দেখি আরো অনেকেই অনেক আগে জিমেইলরে এই নিয়া ঝাড়ি দিয়া গেছে!
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হাসান মোরশেদ এর ছবি

মুহতারামা আস্তবালিকা তো ইংগিত দিলেন সচলায়তনের লোকজনই এসব নিজে করে প্রচার করছে ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নজমুল আলবাব এর ছবি

কেমনে কি? ই-মেইলে কি লিখা হচ্ছে?

নজমুল আলবাব এর ছবি

সাইটকি এতক্ষন ডাউন করছিল? @ মা.মু ভাই

সুমন চৌধুরী এর ছবি

ঘটনা আসলে কি হইছিল জানা দরকার...

.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইব্যাপারে পোস্ট দিছি। আমার গত একঘন্টা জানে পানি ছিল না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমি রহমান পিয়াল এর ছবি

হ, ইতরামি করতে সচলায়তনে আসি নাই

..................................

আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি,মুঠোয় ভরে প্রেম...


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

সৌরভ এর ছবি

নতুন ষড়যন্ত্র !

ভন্ড সচলায়তন

সামহোয়্যার এ কেউ এই নামে রেজিষ্ট্রেশন করে নোংরা প্রচার চালাচ্ছে।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি

আমি হিমুর সাথে পুরোপুরি সহমত।


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।