বেশীরভাগ লোককে যখন জিজ্ঞেস করবেন কেন বেশী করে ব্যায়াম করতে পারে না, তাদের উত্তর হবে, "আরে ভাই, সময় পাই কোথায়?"। কিন্তু সত্যি করে বলতে গেলে আমরা আসলে সময়টাকে খুঁজে নেই না।
এসংক্রান্ত প্রচুর গবেষনায় দেখা গেছে শেইপ ঠিক রাখতে এবং স্ট্রেস থেকে মুক্তি পেতে খুব শক্ত কোন এক্সারসাইজ করতে হয় না - একদিন পর পর ৩০ মিনিটের এক্সারসাইজই যথেষ্ট। যদি ঘুম বা খাবার সময় থেকে ১০ মিনিট, টিভি দেখা থেকে ১০ মিনিট আর ফাঁকিবাজিতে নষ্ট করা সময় থেকে ১০ মিনিট বাঁচাই তাহলেই কিন্তু হয়ে যায়।
তো আপনার প্রিয় অজুহাত কোনটি? আপনার দেখানো অজুহাতগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা যাক:
১। আমি একদম সময় পাই না
শরীরের আকৃতি ঠিক রাখতে একদিন পর পর মাত্র ৩০ মিনিট সময় লাগে। এক্সারসাইজ আপনার স্ট্রেস কমায় এবং প্রোডাক্টিভিটি বাড়ায় বলে দেখবেন দিনের শেষে উল্টো আপনার হাতে আরো এক দুই ঘন্টা বেশী সময় থাকবে।
২। আমার দূর্বল, অত এনার্জি নেই
যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের অধিকাংশের মত যে এক্সারসাইজ তাদের ভিতর এনার্জি এনে দেয়; আসলে তারা এক্সারসাইজ করেই এই এনার্জি পাবার জন্য।
যেহেতু এতে রক্ত এবং পেশী সঞ্চালন ভালো হয়, ব্যায়াম হচ্ছে ফ্রাস্ট্রেশন কাটানোর এবং দুঃশ্চিন্তা মুক্ত মনের জন্য আদর্শ পদ্ধতি। এভাবে এটা আপনাকে উল্টো আরো এনার্জি দেয়।
৩। আমার হাত পা ব্যাথা হয়ে যায়
পেশী ব্যাথা হয় যদি অতিদ্রুত, অতিরিক্ত, অতিগতিতে ব্যায়াম করা হয়। আস্তে আস্তে করুন। তাড়াহুড়ার কিছু নেই। আস্তে আস্তে সময় এবং গতি বাড়ান। সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস লাগুক। ক্ষতি কি?
৪। এক্সারসাইজ খুব বোরিং
দেখুন কি করলে এটা আন-বোরিং হয়। হাঁটাহাঁটি করবার রাস্তা নিয়মিত বদলান। আপনার ব্যায়াম করবার যন্ত্রপাতির সামনে টেলিভিশন রাখুন। এরোবিক ড্যান্স ক্লাসে যোগ দিন। বন্ধুর সাথে এক্সারসাইজ করুন। খানিক ওজন কমলে পরে নিজেক নতুন জুতো দিয়ে উৎসাহিত করুন। এরকম আরো কত কিছুইতো করা যায়!
৫। ঠিক শেইপে আসতে প্রচুর খাটতে হয়
এরোবিক এক্সারসাইজের ভালো দিক হচ্ছে এটা গতি আপনার আকৃতির সাথে সঠিকভাবে মেলানো যায়। এমন একটা লয়ে ব্যায়াম করুন যাতে আপনি ৩০ মিনিট ব্যায়াম করতে পারেন - একটু ঘাম হোক কিন্তু দম যেন কম না হয়ে যায়।
আপনার গতি এমন হওয়া উচিত যাতে কথা বলতে বলতে এক্সারসাইজ করতে পারেন। যদি তা না পারেন তাহলে গতি কমান।
৬। আমার তো ব্যায়াম করার প্রয়োজনীয় উপকরন নেই। এতো দাম!
আপনার যদি একজোড়া আরামদায়ক জুতো থাকে, যেটা পরে রাতের খাবারের আগে হাঁটতে যেতে পারবেন তাহলেই হবে। ফ্যান্সি কিছ দরকার নেই। আনন্দময় হলেই হল।
৭। ফিটনেস দিয়ে কি হবে? আমার চিন্তার করার জন্য বিষয়ের অভাব নেই।
গবেষনায় দেখা গেছে নিয়মিত এক্সারসাইজ ফ্রাস্ট্রেশন, এগ্রেশন এবং সাধারন ডিপ্রেশন কমাতে সাহায্য করে। আর এতে আপনার ভাল থাকার একটা আত্মতৃপ্তি পাওয়া যায় যা জীবনের সবক্ষেত্রে কাজে লাগে।
মনোযোগী ব্যায়ামকারী দাবী করেন যে এক্সারসাইজের সময় শক্ত সমস্যার সমাধানও বেরিয়ে আসে - পরিষ্কার চিন্তা করার ক্ষমতা হচ্ছে এক্সারসাইজের বাই-প্রোডাক্ট।
৮। আগেও চেষ্টা করেছি, আমি লেগে থাকতে পারি না।
এবার আপনি পারবেনই। একদিন পর পর ত্রিশ মিনিট। কোন ব্যাপারই না।
আপনাকে উৎসাহ দিতে পারে এরকম একজন বন্ধুর সাথে শুরু করুন। এক্সারসাইজকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখা এবং এটাকে অভ্যেসে পরিনত করাই হচ্ছে আসল ব্যাপার। খেতে, ঘুমাতে যেমন ভোলেন না, তেমনি এক্সারসাইজ করতে ভুললেও চলবে না।
এক্সারসাইজ করার সেরা সময়গুলো
সকালের নাস্তার আগে
দুপুরের খাবারের আগে
রাতের খাবারের আগে
কোন এক্সারসাইজ থেকে কি পাওয়া যায়?
পেশী | ফ্লেক্সিবিলিটি | শক্তি | হার্ট, লাং | ওজন | |
ব্যাডমিন্টন | ○ | ◑ | ○ | ○ | ○ |
বেইসবল | ○ | ○ | ○ | ○ | ○ |
বাস্কেটবল | ● | ◑ | ○ | ◑ | ◑ |
বাইসাইক্লিং | ● | ○ | ◑ | ● | ● |
বোলিং | ○ | ○ | ○ | ○ | ○ |
রাগবি | ◑ | ○ | ○ | ○ | ○ |
গলফ | ○ | ○ | ○ | ○ | ○ |
কারাটে | ◑ | ◑ | ◑ | ◑ | ◑ |
ড়্যাকেটবল | ◑ | ◑ | ◑ | ◑ | ◑ |
নৌকাবাওয়া | ● | ◑ | ● | ● | ● |
দৌড়ানো | ● | ○ | ◑ | ● | ● |
স্কেটিং | ◑ | ◑ | ◑ | ◑ | ◑ |
স্কিইয়িং (ফ্ল্যাট) | ● | ◑ | ◑ | ● | ● |
স্কিইয়িং (নামা) | ◑ | ◑ | ○ | ○ | ○ |
ফুটবল | ◑ | ◑ | ◑ | ● | ◑ |
সিঁড়ি বাওয়া | ● | ○ | ◑ | ● | ● |
সাঁতার | ◑ | ◑ | ◑ | ◑ | ◑ |
টেনিস (সিঙ্গল) | ◑ | ◑ | ○ | ◑ | ◑ |
ভলিবল | ◑ | ◑ | ○ | ◑ | ◑ |
হাঁটা | ◑ | ○ | ◑ | ◑ | ◑ |
লাভের পরিমান
● - অনেক বেশী, ◑ - মাঝারী, ○ - কম
সূত্র: প্রেসিডন্সিয়াল স্পোর্টস এওয়ার্ড ফিটনেস ম্যানুয়াল
নিয়মিত এক্সারসাইজ আপনাকে যা দিতে পারে
নিয়মিত এক্সারসাইজ প্রোগ্রাম (নিদেনপক্ষে ৩০ মিনিট প্রতিবার, সপ্তাহে তিনবার) আপনাকে সাহায্য করবে:
===================
কোলেস্টোরেল চেক করতে ক্লিনিকে গিয়ে এই ব্রশিউরটা চোখে পড়ল। আমার জিনিসটা অতি গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আপনাদের জন্য অনুবাদ করে দিলাম।
মন্তব্য
হুমম
কালকে থেকেই শুরু করতে হবে। আজকে আর একটু ব্লগিং কইরা নেই হা হা হা
বাপ্পী
আমার হলো ৪,৫,৭,৮
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
ধন্যবাদ।
আমি এক্সারসাইজ করি না,কারন হয়রান হয়ে যাই।
তবে ইদানিং সাতার কাটছি ১৫ /২০ মিনিট।জানিনা কতোদিন ধরে রাখতে পারবো।
আমি তো এমনি এমনিই করিনা .. হে হে হে।
এরোবিক ড্যান্স ক্লাবটাকে এরোটিক ড্যান্স ক্লাব পড়ে বসেছিলাম। তবে আর্টিকেলটা খুবই জম্পেশ হয়েছে। কোন সুন্দরী বালিকার সাথে এক্সারসাইজ করতে পারলে খুবই ভালো হতো, বিশেষ করে দাঁত আর মাড়ি মজবুত হতো ...।
হাঁটুপানির জলদস্যু
ফ্যাকাল্টি ক্রিকেট শুরু হইলে মাস খানেক দৌড়ঝাঁপ চলে, সারাবছরের ব্যায়াম এক মাসেই কাবার। :D
হিমু ভাই, পুরা বরবাদ :-t (মুর্শেদ ভাই, এই ইমোটিকনটা যোগ কইরা দ্যান না।)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বড়ই তথ্যবহুল পোষ্ট । তবে পুরাটা পড়ি নাই । আলসেমী,যদি ও পড়া দরকার এটা নিশ্চিত ।
ব্যায়াম না করার পেছনে অজুহাত কি বুঝা গেলো ;)?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট খেলা হবে। সাঁতার জানি না, নাহলে রোয়িং প্র্যাকটিস শুরু করতাম। ২০০৪ সালের দিকে ঢাকার বিভিন্ন জলাশয়ে রোয়িং ক্লাব খুলে নৌকা বাওয়ার চর্চা শুরু করার কথা ছিলো কিছু লোকের, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি আলসেমি আর সমর্থনের অভাবে। ভলিবলও আমার বেশ প্রিয় খেলা, দেখি কদ্দূর কী করা যায়।
হাঁটুপানির জলদস্যু
কাজের পোষ্ট। পড়তে কষ্ট হয় নাই। ব্যায়ামটাও যদি এইরকম নির্কষ্ট হইতো!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এ্যাহ্ !!! কষ্ট লাগেনা?
বেয়ামের চেয়ে খাওয়া উত্তম ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আলসেমিই একমাত্র কারণ। একবার শুরু করলে অবশ্য আলসেমিটা কমে আসে। আমার তো মজাই লাগে। রেগুলার না যদিও।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
কাহিল লাগে।। :(
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
আমি নিজে পড়ার পর খুব অস্বস্তি লাগছিল। নিজের অজুহাতগুলো নিজের কাছে ছিল। এভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখানো বলে মনে হয়েছে, মাফ নাই। শিঘ্রী শুরু করব আমিও।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আরে ভাই, সময় পাই কোথায়?
জিমে ভর্তি হওয়াটা সহজ সমাধান। টাকার মায়া বাড়তি অনুপ্রেরণা দেবে।
সময় নাই কারণ আলসেমি।
অতি গুড পোস্ট। দাঁড়ান, আজকে থেকেই শুরু করব আবার। সমস্যা হলো, অতি উৎসাহ নিয়ে মাঝে মাঝেই শুরু করি, আবার কেমনে জানি বন্ধ হয়ে যায়। রিসেন্ট সমস্যা হচ্ছে আমার সংগী আমার চেয়েও আইলসা, তারে "পারুম না" কইতে দেইখা আমিও বাদ দিয়া দেই। :(
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কনফুরে আর কি কমু। আমি নিজেই যে আইলসা!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বস টেবিল ক্যামনে করে ? ফিচারটা থাকলে ভালো হয় ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমি সরাসরি html দিয়ে করেছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অলসতা।
ব্যায়াম, সে আবার কী?
ইদানিং দৌড়ুই, হাঁটি - মানে জগিং - একেবারে মাঝরাতে। অ্যাভারেজ সপ্তায় তিন দিন এক ঘন্টা করে।
তারপরো মোটাত্ব যে কমেনা,
সমস্যায় আছি।
ঘুমাও মিয়া ঘুমাও, নাহলে একটু পরে সবাই বকবে। ঘুমের মধ্যে ব্যায়াম করে নিলেই হবে।
হাঁটুপানির জলদস্যু
হা হা হা।
নতুন মন্তব্য করুন