গত একবছর ধরে পুঞ্জীভুত স্বপ্নের বাস্তবায়ন হিসেবে আজ ১লা জুলাই, ২০০৭ জন্ম হল সচলায়তনের। সুস্থ লেখালেখি আর সুন্দর স্বপ্নের বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা। সেইসাথে নতুন অলেখক, অল্পলেখক এবং সুলেখক পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে বাংলা ভাষাকে হৃদয়ে আরো বেশী করে ধারন করবেন সেটাই প্রত্যাশা করি।
কারো বিকল্প হিসেবে নয় বরং সবার সাথে পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার ধারক হয়ে উঠুক সচলায়তনের জন্মলগ্নে এই কামনা রইল।
শুভ জন্মদিন সচলায়তন।
মন্তব্য
এটা তাহলে প্রাতিষ্ঠানিকভাবে জন্মদিন।
আগে আমরা যা লেখালেখি করছি সবই হাত মখশো।
এতো বিশাল রঙ্গ দেখি।
সেসব কথা এই শুভ দিনে থাক।
শুভ হোক জন্মদিন!
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
সেটাকে প্রাক-জন্ম প্রস্তুতি বলা যায়। জন্মের পিছনে জন্মের প্রস্তুতিটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই এক'দিনের লেখালেখি, ডেভলপমেন্ট সবকিছুরই অবদান আছে সচলায়তনের আজকের অবস্থানে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ হোক এ পথ চলা।
সচলায়তন কে জন্মদিন এর শুভেচ্ছা জানাচ্ছি। আমি সচলায়তন এর সদস্ মাএ গতকাল থেকে তাই Lucky জন্মদিন এ থাকতে পারছি। শুভ জন্মদিন।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
শুভ জন্মদিন
--------------------------
আমার রুজি রোজগার
যুগ যুগ জিয়ে সচলায়তন - এই কামনা
শুভ ভুমিষ্ঠদিন
প্রসব যন্ত্রনা টের পেলাম না, তবে জন্মপ্রক্রিয়ার একজন প্রত্যক্ষদর্শী হয়ে রইলাম। এ এক বিশাল পাওয়া। বাংলা ব্লগিংয়ে সচলায়তন হবে এক রোল মডেল- জন্মদিনে এই শুভেচ্ছা একদম পরানের গহীন থেকে
..................................
আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
- যেহেতু শোমচৌদার কথায় অকাট্য যুক্তি আছে। তাই উৎসের গলায় গলা মিলিয়ে বলি- শুভ ভুমিষ্ঠদিন।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ উলঙ্গ ডে...একে এখন ধীরে ধীরে জামাকাপড় পরান হাটতে শেখান ...বলতে শেখান...সবাই মিলে একই কাতারে।
দৃশা
২০০৭-২০১৮...
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বিলম্বিত শুভ জন্মদিন, প্রিয় সচলায়তন!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন