ব্লগ এডিটর ব্যবহার করে সচলায়তনে পোস্ট

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ০১/১০/২০০৭ - ১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং ব্লহ এডিটর নামে একাধিক সফওয়্যার পাওয়া যায়। আবার মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এর মত এডিটরগুলো এডিট করার পাশাপাশি লেখাটা সরাসরি ব্লগে প্রকাশ করার সুযোগ দেয়। আইডিয়া হচ্ছে আপনি স্বাভাবিক লেখালেখির মতো করে ডকুমেন্ট তৈরী করবেন, আপনার প্রিয় এডিটরে, প্রিয় ডেক্সটপ সফটওয়্যার ব্যবহার করে তারপর প্রকাশ করে দেবেন যে কোন ব্লগ ওয়েবসাইটে যতবার ইচ্ছা।

এখন থেকে এই সুযোগটা আপনি সচলায়তনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। নীচের কতগুলো সফটওয়্যার এবং তাদের কনফিগারেশন বর্ণনা করা হল। এছাড়া এই ওয়েবসাইটে গিয়ে ম্যাকিন্টশ কম্পিউটারের জন্য কিছু তথ্য পাবেন।

ফায়ারফক্সের স্ক্রাইবফায়ার
স্ক্রাইবফায়ার হচ্ছে ফায়ারফক্সের একটি প্লাগইন। ব্রাউজারের মধ্যে থেকেই ছবি প্রকাশ থেকে শুরু করে এডিটিং, ফাইল আপলোডিং সব করতে পারে ছোট্ট এবং চমৎকার এই টুলটি। সচলায়তনের জন্য এটা কনফিগার করতে:

  • ডানের Blogs > Add এ ক্লিক করুন।
  • পপআপ উইন্ডোতে তে ম্যানুয়ালী কনফিগার ক্লিক করুন।
  • তারপর যে উইন্ডো আসবে সেখানে ড্রপ-ডাউন লিস্ট থেকে Custom Blog সিলেক্ট করুন; next ক্লিক করুন।
  • এরপর উপরের ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করুন Movable Type এবং নীচের টেকস্ট বক্সে http://www.sachalayatan.com/next/xmlrpc.php অংশটুকু টাইপ করে বা পেস্ট করে দিন। next ক্লিক করুন।
  • এরপর আপনার ইউজার নেইম এবং পাসওর্য়াড জানতে চাইবে। আপনার বাংলা ইউজার নেইম এবং পাসওর্য়াড দিন। আপনার ইংরেজী ইউজারে নেইম কিন্তু এখানে কাজ করবে না।
  • এরপর সিলেক্ট করুন ব্লগ এবং বইয়ের কোনটা আপনি ব্যবহার করতে চান পোস্ট করার জন্য।

উইন্ডোজ লাইভ এডিটর
উইন্ডোজ এক্সপির জন্য উইন্ডোজ লাইভ এডিটর নামের এই ফ্রি টুলটিও বেশ জনপ্রিয়। ইনস্টল করার পর সচলায়তনের বাংলা ইউজার নেইম, পাসওর্য়াড, এবং সচলায়তন ওয়েব এড্রেস: http://www.sachalayatan.com/next/ দিলেই সরাসরি কাজ করবে।

কিউমানা
এটিও চমৎকার একটি ফ্রি ব্লগিং টুল। এটার ব্যবহার সর্ম্পকে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

এছাড়া এই জিজ্ঞাস্যটিও দেখুন


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কনফুসিয়াস শুরু থেকেই একাধিক ব্লগে পোস্টের ব্যপারটি নিয়ে আগ্রহী ছিল। এই ফীচারটি সচলায়তনের শুরু থেকেই ছিল। কিন্তু কখনও এক্সপ্লোর করা হয়নি। এই পোস্টটি তাই কনফুসিয়াসকে উৎসর্গ করলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত এর ছবি

আমি ওয়ার্ড এ সরাসরি ফোনেটিক এ বাংলায় লিখতে চাই। কিসু উপায় জানা আছে নাকি ? কোনো অ্যাড অন !!

______ ____________________
suspended animation...

হাসিব এর ছবি

অভ্র । ইনস্টল করে নেন । রাইটস না থাকলে অভ্র পোর্টেবল দিয়ে ভালোই কাজ চলবে ।

হিমু এর ছবি

স্ক্রাইবফায়ার ব্যবহার করেছিলাম কিছুদিন। বেশ ভালো।

তবে ব্লগিং করে করে এমন বদভ্যাস হয়েছে যে এখন এই পিচ্চি টেক্সটবক্সে না লিখলে লিখতে ভালো লাগে না হাসি ...।


হাঁটুপানির জলদস্যু

অমিত আহমেদ এর ছবি
দ্রোহী এর ছবি

স্ক্রাইবফায়ার ব্যবহার করেছি। বাকীগুলো ব্যবহার করা হয়নি কখনো।


কি মাঝি? ডরাইলা?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লাইভেরটা ট্রাই দিচ্ছি। ডাউনলোড হচ্ছে, দেখা যাক কেমন। আমি গুগল ডকস বেশী পছন্দ করি। যদিও সেখান থেকে সরাসরি পোস্ট করা যায় না (এখনো)।

তারেক এর ছবি

জটিল!
স্ক্রাইবফায়ার ইন্সটল করলাম। লাইভ এডিটর নামাই এখন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

কনফুসিয়াস এর ছবি

গ্রেট!
মোগাম্বো খুশ হুয়া!
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।