অনেক অনেক শুভ জন্মদিন অনেক দিনের চেনা কিংকর্তব্যবিমূঢ়, নতুন করে পাওয়া সবজান্তা, সদ্য যোগ দেয়া গুরু মাহবুব লীলেন, এবং সুহৃদ ৩০ নং কায়েৎটুলী। এদের জন্মদিন এমন মজার যে তাদের জন্য এক চিলতে কোড উপহার দিতে ইচ্ছে হল:
ধরি i=১০ থেকে ১৩
শুভ জন্মদিন i ই অক্টোবরের জন্ম নেয়া পাবলিক।
খতম
কিংকর্তব্যবিমূঢ়ের কাছে ক্ষমা দেরী করবার জন্য। জন্মদিনে ভাল থাকুন সবাই।
মন্তব্য
ভালো থাকতে টেকা লাগে মিয়া ভাই..........
ভাইজানের মনে হয় ঈদে ভালই ছিল যাইতেছে!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বঙ্গদেশে থাকবেন আর ঈদে ছিল খাইবেন না ত তো হয় না
একদিনে এতো পাবলিক জন্মালো কিভাবে ?
নিরপক্ষে তদন্ত দাবী করছি।
একদিনে কই দেখলেন বেগতিক ভাই? দেখেন না সবাই সিরিয়াল দিয়া আসছি ... একদিন পর পর ...
কি আজব ব্যাপার পৃথিবীর তাবৎ বস পাবলিকরা একই সাথে জন্মাইসে দেখি !!
ধন্যবাদ। আমার গিফট কই ? আমি নিশ্চিত, আমি ই এদের সবার মধ্যে বয়েসে ছোট তাই আমার গিফট চাই
=================================
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
চামে দিয়া নিজেরেও একটু বস কয়া নিলেন আরকি ...
তবে বস লাভ নাই, বয়সের দিক দিয়া আমারে হারাইতারবেন বইলা মনে হয় না
ছোটবাবু,
এই নাও তোমাদের জন্য জন্মদিনে ভার্চুয়াল কেকসহ শুভেচ্ছা।
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শুভ জন্মদিন সবাইকে।
লিলেন ভাই টাকা দিয়ে সুখ কিনবেন? সবখানে পাবেন না। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে উৎসব উদযাপন এবং ছুটি কাটানোর মজাই আলাদা। এটি হাড়ে হাড়ে টের পাচ্ছি দুরে থেকে। এখানকার জীবন বড় পানশে। রাস্তায় বের হলে কালে ভদ্রে এশিয়ান মুখ দেখি। লন্ডন থেকে প্রচারিত বাংলা চ্যানেলগুলো খুললে দেখি মওলানারা সারাদিন ধরে রোজার মাসের বিশেষ ফান্ড রেইজিং করছে। যাই কই।
এই বাংলা ব্লগগুলো খুললেই যা একটু আমেজ পাই দেশের।
××××××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
টাকা দিয়া সুখ কেনা যায় না ঠিকই, তবে সুখী হইতে টাকা লাগে এইটা সত্য ... ঈদের কথাই ধরেন ... শুধু সময় দিলে কিন্তু সবাইরে সুখী করতে পারবেন না, আবার অনেক গিফট দিলেন কিন্তু সময় দিলেন না তাইলেও হবে না ... ব্যলেন্স লাগবে ...
শালার সারা জীবনই কাইটা যাবে এই ব্যলেন্সের চেষ্টা করতে করতে ...
সবাইকে জন্মদিনের শুভেচ্ছা।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ধইন্যবাদ আপামণি ...
একদিনে তো আর চার সচল জন্মাইতে পারে না।
তবে সবাইকে শুভেচ্ছা একসাথে।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
জন্ম-মিত্যু আল্লার হাতে, আল্লাহ চাহে তো সবকুছ হো সাত্তা হ্যায়
শুভেচ্ছা গৃহীত হইল, ধন্যবাদ প্রদান করা হইল ...
শুভ হোক গণ ধোলাই; থুক্কু গণ জন্মদিন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হেপ্পি বাড্ডে টু ইউ অল!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
শুভ জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা সবাইকে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
অনেক অনেক শুভেচ্ছা!!!
শুভ জন্মদিন সবাইরে । মোটামুটি সবাইরেই দেখা যায় কায়েতটুলি ভাইরে ছাড়া । উনার বৃত্তান্ত জানেন কেউ ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
শুভ জন্মদিন সব্বাইকে।
কায়েতটুলি ভাইজান সেদিন একটুর জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করতে নিয়া এখন ভড়কানির উপর আছে। আপাতত তরল পদার্থ না পান করিয়া মাহে রমজানের পবিত্রতা বজায় রাখছেন।
______ ____________________
suspended animation...
অছ্যুৎ বলাই, বিপ্লব রহমান, ইশতিয়াক রউফ, সুবিনয় মুস্তফী, আরশাদ রহমান, হাসিব -> সবাইরে এক বস্তা ধইন্যবাদ ... ভাগ কইরা লইয়েন সবাই
মামুর জন্য দিলাম এই কোড:
string ধন্যবাদপ্রদান(){
scanf(%s, "সচলনাম");
if সচলনাম == "এসএমমামু"
return "দুই বস্তা ধন্যবাদ"
else
{
wait;
mamu will come
}
}
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন