সচলায়তন (www.sachalayatan.com) বাংলা ভাষাকে ছড়িয়ে দেবার তাগিদ থেকে গড়ে ওঠা বাংলা ভাষা-ভাষী লেখকদের একটি সমাবেশ। ২০০৬ সাল থেকে এর রূপ রেখা বাস্তবায়নের কাজ চললেও ২০০৭ এর মে থেকে সচলায়তনের যাত্রা শুরু হয়। অন্যান্য লেখালেখি করার ওয়েবসাইট থেকে সচলায়তনের পার্থক্য হচ্ছে এখানে সুলিখিয়েদের প্রাধ্যান্য দেয়া হয়। অর্থাৎ আপনার অভিজ্ঞতা সচলায়তনের জন্য গুরুত্বপূর্ণ নয়, আপনি কেমন লিখতে পারেন সেটাই মুখ্য। আর সেই লেখাগুলি ব্লগাকারে প্রকাশিত হয়ে যায় একটি সাধারন পৃষ্ঠায় যেখান থেকে পাঠক আপনার সাথে সরাসরি যোগাযোগ করে মতামত জানাতে পারেন।
সচলায়তনে যোগ দিতে হলে আপনাকে প্রথমতঃ আপনাকে অতিথি লেখক হিসেবে লেখা প্রকাশ করতে হবে। তারপর কিছুদিন বাদে আপনাকে একাউন্টের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
সচলায়তন ব্লগে স্বতস্ফূর্ত, ভাবনা উদ্দীপক লেখার আধার হতে চায়। এক একটি লেখা যেন মানুষকে ভাবায়, প্রশ্ন জাগিয়ে তোলে মানুষের মনে, নতুন উদ্যোগের ভাবনা যেন বেরিয়ে আসে বিতর্কের মধ্য দিয়ে। এটুকুই আপাতত সচলায়তনের ভবিষ্যতের ভাবনা।
মন্তব্য
ভাবাতে পারবো কিনা জানি না।নিজেও যে খুব ভেবে লিখি তাও না।সুলেখনী আমার ধাতে নেই।তবু লিখতে খুব ভাললাগে।যখন থেকে লিখতে পারি,আক্ষরিক অর্থেই তখন থেকেই হিজিবিজি লিখে স্কুলের খাতার পাতা ভরাতাম।সেই অভ্যাসটা গেল না কিছুতেই।এমন করে পাতা ভরে লিখতে পারার লোভেই সচলায়তনে আসা।ভাল লাগছে খুব।একটুও ভান না করে এটুকুই বলা যায় যে লেখা আর পড়া দুটার মজাই এখানে অফুরান।সচলেচ্ছু না হয়ে পারলাম না।
-বিবাগিনী
এই নোটিশটা পেতে একটু দেরি হয়ে গিয়েছিল। অবশ্য বাংলা টাইপ করা শিখতে আরেকটু দেরি হয়ে গিয়েছিল।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন