ঠান্ডা হিমশীতল জীবন চাই। সেটাই আমার পাওয়া হবে না কখনো। ঢাকা ছেড়ে যখন আসবো তার ঠিক আগে আগে একগাদা প্রজেক্টে আকণ্ঠ ডুবে ছিলাম। সেকারনেই হয়ত আমেরিকা আসবার পর লো-প্রোফাইলে থাকার চেষ্টা করতাম।
গত তিন বছরে চুপচাপ থাকার চেষ্টা করেও আজ উপলব্ধি করলাম টুকটাক করে শুরু করা কাজে আমি সেই আগের মতই আকণ্ঠ ডুবে আছি। ফোকাস ঠিক নেই। থিসিসটা লেখাই শেষ হচ্ছে না। হাজারটা প্রজেক্ট, রেসপনসিবিলিটি নিয়ে হিমশিম।
এই ব্যস্ততা, এই চাপ আমার নয়। আমার জন্য একটা ছোট্ট দ্বীপ, ছোট্ট কুটির আর বিকেল বেলা অফুরান বাতাস চাই। হা ঈশ্বর, ক্ষুদ্র আমায় আরো ক্ষুদ্র করে দাও!
মন্তব্য
নতুন মন্তব্য করুন