আবারো জন্মদিনের খাতায় দেখা যাচ্ছে দৃশা এবং ঝরাপাতার নাম। দৃশার লেখার সাথে পরিচয় সচলায়তনে এসে। তিনি চটুল হাল্কা মনকাড়া লেখায় আমাদের সবার মন জয় করেছেন। ঝরাপাতার পাতা ঝরছে সেই আগের এক ব্লগ থেকেই। সচলায়তনে এসেও তিনি তার পাতা সমানে ঝরিয়ে চলছেন। কবে তার সব পাতা ঝরে ন্যাড়া হয়ে যাবেন জানিনা।
তবে জন্মদিনে দৃশার কাছে সুন্দর সুন্দর মজার মজার লেখা, সজীব নতুন আইডিয়া আর ঝরা পাতার নতুন পাতা গজাবার শুভ কামনা রইল।
মন্তব্য
ঝরা ও দৃশা, শুভ জন্মদিন।
অনেক অনেক অনেক শুভ কামনা এই দুই দারুণ লেখিয়ের জন্য। শুভ জন্মদিন।
ঝরাপাতা,অনেক প্রিয় ব্লগার এই শুভকামনা দেখতে পাচ্ছে কিনা জানি না, এত্তদিন ধরে সে লাপাত্তা কেন?
দৃশা আপা, আপনেও লিখুব আবার।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ঝরাপাতা নিকটা দেখলেই আমার মাইলসের সেই গানটা মনে পড়ে যায় "পাতা ঝরে যায়, শুধু নিরালায়, নতুন পাতায় ভরার আশায়... ফুল ঝরে যায়, কেন কি ব্যাথায়, সেতো নতুন কুঁড়ির ইশারায়..."
আর দৃশার লেখা পড়লেই আমার মুখে একটা অটো হাসি চলে আসে।
প্রিয় দুই ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা!
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
শুভ জন্মদিন দৃশা ও ঝরাপাতা
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন দৃশা এবং ঝরাপাতা। জন্মদিন ভাল কাটুক, এই প্রত্যাশা থাকলো।
-----------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
জন্মদিনের শুভেচ্ছা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
শুভ জন্মদিন উভয়কেই ...
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
শূন্যস্থান পূরণ করুণ
.........
ইহা একখানা জন্মদিনের শুভেচ্ছা
এলাহি ভরসা নামের মানুষকে সরাসরি কোনো শুভেচ্ছা প্রদান বিপজ্জনক হইতে পারে বিধায় তাঁহারা যাহাতে নিজেদের পছন্দমাফিক শুভেচ্ছা বাছিয়া লইতে পারেন সেই ব্যবস্থা করা হইল
- ঐ পাবলিক ঐ, শুভ জন্মদিন দ্যাও, শুভ জন্মদিন!
ফলেন, আর দৃশা - অশেষ শুভ কামনা আজকের দিনটির।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধমকটা নিশ্চয়ই আমাকে দেননি ভাইজান/আপাজান?
গুড
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দৃশা আর ঝরাপাতাকে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
পাতা ঝরা দিনগুলো শেষে আসুক সবুজের সজীবতা ঝরুর জীবনে। শুভ জন্মদিন, ঝরাপাতা!
ওই দৃশা, ওই! হেপি বার্থ ডে!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ডাবল শুভ জন্মদিন!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
শুভ জন্মদিন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
শুভ জন্মদিন
শুভ জন্মদিন ঝরাপাতা আর দৃশাকে
ঝরাপাতাকে অনেকদিন দেখিনা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দৃশা আর ঝরাপাতাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ জন্মদিন - ঝরাপাতা ও দৃশা!
:::আশা করি, জন্মদিনের কেক শেষ করে দু'জনেই পুণ:সচল হবেন।
.হেপ্পি বাড্ডে!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
দৃশা আফা। হেপি জন্মদিন। কি হাইসতে হাইসতে হেট বিষ?
ঝরাপাতা, আরো আরো লেখা চাই, থাকেন কই? আপনারে বার্থডে উইশ করতে চাই অনলাইনে... ডুব মারলে হইব না!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভ জন্মদিন দৃশা, ঝরা পাতা ...
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
শুভ জন্মদিন, দৃশা ও ঝরাপাতা।
কিন্তু, সমস্যা হইলো, এই মাইয়াডারে দেখিনা অনেকদিন।
ফলেন পাতা সেই যে দেশে গেলো, তারপরে কোন খবর নাই।
লোকজনের হইলোটা কী?
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
জন্মদিনের শুভেচ্ছা।ঝরাপাতার কবিতা পাইনা অনেকদিন।
দৃশার জন্য প্রত্যাশা-বাংলা গানের ভান্ডার প্রকল্প সফল হোক।
শুভ জন্মদিন- দৃশা ও ঝরাপাতা।
ধন্যবাদ এস এম মাহবুব মুর্শেদ-কে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুভ জন্মদিন দৃশা। শুভ জন্মদিন ঝরা।
দুজনেই প্রিয় ব্লগার আমার। একজন তার চমৎকার কবিতার জন্য আর আরেকজন তার দিলখোলা ভাবের জন্য। কিন্তু এরা আজকে গেল কই?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পবিত্র গরু !! আমিতো আবেগে আপ্লুত হইয়া পুরা টাশকি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। শব্দটা উচ্চারন করতে লাগে মাত্র ৩ সেকেন্ড কিন্তু তা বলার পেছনে যে উৎস তার রেশ নিজের মাঝে থেকে যায় পরবর্তী ৩৬৫ দিন। বিশাল বড় প্রাপ্তি।
খুব গুছায়ে সুন্দর কিছু বলতে পারি না। সেই অক্ষমতা স্বীকার করে নিয়ে কৃতজ্ঞতা জানাই প্রত্যেককে।
ওই হই আজকে দেখি আর একজনের জন্মদিন। জন্মদিনের তরল শুভেচ্ছা রইল ঝরা পাতা। যেখানেই থাকুন চরম ভাল থাকুন।আপনার জন্য একখান ছোট্ট উপহার।২৩ শে অক্টোবর
(মুর্শেদ ভাই থ্যংকুলা।)
দৃশা
দু'জনকে শুভ জন্মদিনে অনেক প্রীতি-শুভেচ্ছা জানাই
মধুশ্রী
শুভ জন্মদিন তয় একটু লেটে হলে টাটকা শুভেচ্ছা দু'জনকেই ।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
শুভ জন্মদিন দৃশা ও ঝরাপাতা
__________________________
suspended animation...
ঝরা তো মনে হয় দেশে গেছে ।
শুভ জন্মদিন দুজনকেই ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন