বাংলা গানের গীটার ট্যাব

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ২৪/১২/২০০৭ - ১১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলা গানগুলিকে সংরক্ষণ এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটা প্লাটফরম বা শুরুর পয়েন্ট ধরিয়ে দিতে আমাদের গানগুলিকে এক জায়গায় ধরে রাখা প্রয়োজন। আমরা অ্যারিজোনাতে একটি ব্যান্ড গড়ে তুললাম। গান করতে গিয়ে দেখি নির্ভরযোগ্য কিছু কোথাও নেই। নির্ভরযোগ্য তো দূরের কথা, কোথাও কোন লিরিকসের বাংলা সংস্করন নেই, গীটারের ট্যাব কিরকম হবে সেটা নেই। ইন্ডিয়ান গীটার ট্যাবসে কিছু ছেলেপিলে ইংরেজী ফোনেটিক এনকোডিংয়ে কিছু গান তুলে দিয়েছে। সেটা দেখে আমাদের ভুল ত্রুটি গুলি সারিয়ে নিতে পারলাম। কিন্তু এরকম একটা কালেকশন যে খুব দরকার সেটাও অনুধাবন করতে পারলাম।

এর মাঝে আমরা কিছু গান করেছি। প্রায় প্রতিটি ক্ষেত্রেই গানগুলোর লিরিকস বাংলায় লিখে ট্যাব গুলো বসিয়েছি। হয়ত শতকরা ১০০ ভাগ সঠিক নয় এগুলো। তবু শুরুর জন্য মোটামুটি ঠিক আছে বলে মনে হয়।

গান গুলোর লিরিকস যথা সম্ভব মূল গানের স্কেলে রেখে করার চেষ্টা করা হয়েছে। যদি ব্যতিক্রম থাকে তাহলে সেই গানে উল্ল্যেখ করা হবে।

গানগুলোর একটা ওয়ার্ড ডকুমেন্ট ভার্সন পোস্ট করব আমি। যাতে পট করে ডাউনলোড করে প্রিন্ট নেয়া বা এডিট করা যায়। তাছাড়া কপিরাইটেড ম্যাটেরিয়াল বলে গানগুলির এমপিথ্রী সচলায়তনে তুলব না। কিন্তু অন্য ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিব।

বেশীরভাগ গান প্রথম পেইজ দেব না। মাঝে মাঝে একটা দুটা গান দেব। যাতে আপনাদের চোখে পড়ে।

আশা করি কারও হয়ত উপকারে আসবে।


মন্তব্য

নিঘাত তিথি এর ছবি

বেশ বেশ।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

শেখ জলিল এর ছবি

বেশ ভালো উদ্যোগ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ইশতিয়াক রউফ এর ছবি

ইয়ে, বাংলায় গিটার শিক্ষা জাতীয় কিছু নাই আমার মত গণ্ডমুর্খদের জন্য?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনি যে মস্করা করছেন তা টের বেশ পাচ্ছি। তবে শিখতে চাইলে ইউটিউবের কতগুলো ভিডিও দেখতে পারেন। চমৎকার ওই ভিডিও গুলি একেবারে নভিসদের জন্য তৈরী করা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

Shovon এর ছবি

ইশতিয়াক রউফ লিখেছেন:
ইয়ে, বাংলায় গিটার শিক্ষা জাতীয় কিছু নাই আমার মত গণ্ডমুর্খদের জন্য?

এস এম মাহবুব মুর্শেদ লিখেছেন:
আপনি যে মস্করা করছেন তা টের বেশ পাচ্ছি। তবে শিখতে চাইলে ইউটিউবের কতগুলো ভিডিও দেখতে পারেন। চমৎকার ওই ভিডিও গুলি একেবারে নভিসদের জন্য তৈরী করা।

নভিসগো লাইগা ভিডিওগুলার লগে বাংলায় কিছু ইন্সট্রাকশন দিয়া পোষ্টাইলে আমাগো মত নভিসরা উপকার পাইতাম ভাইজান...। উদ্যোগরে সাধুবাদ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শোভন,
সময় পেলে করব। তবে এটুকু কষ্ট না করলে যে গীটার শেখাই হবে না। বেশ ধৈর্য্যের দরকার কিন্তু।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুবুল হক এর ছবি

খুব ভালো উদ্যোগ। আমরা মানে বইয়ের পাঠকরা কিভাবে সাহায্য করতে পারি। কোন রিকোয়েস্ট বা অফার করা যাবে কি?

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গানের লিরিকস এবং এমপিথ্রী পাঠিয়ে অনুরোধ করতে পারেন। অনুরোধ রাখতে পারবো কিনা জানিনা। তবু চেষ্টা করব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মেহদী হাসান খান এর ছবি

ইশতিয়াক রউফ লিখেছেন:
ইয়ে, বাংলায় গিটার শিক্ষা জাতীয় কিছু নাই আমার মত গণ্ডমুর্খদের জন্য?

আমারও এইটা দরকার। গীটারে ট্যাব জিনিসটা কি এইটাই বুঝতে পারতেছিনা হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইয়ে, মানে...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

মাহবুব সাহেব
আমি একই উদ্দ্যেশ্য নিয়ে বিজ্ঞানী.কমের মেইলিং লিস্টে একটা পোস্ট দিয়েছিলাম। আগ্রহী কাউকে পাইনি। পোস্টটা নিচে দিচ্ছি। banglachord.com ডোমেইনটাও কিনেছিলাম ভাল আগ্রহ নিয়ে। আমি যে কোডটা লিখেছি সেটা নিয়ে বিস্তারিত ইমেলে আলাপ করতে পারি। আপনি আগ্রহী হলে আমাকে একটু ইমেইল করেন।

আলমগীর

----------------------------------------------
প্রিয় সকলে
বিজ্ঞানী টিমে কেউ কি আছেন যার সংগীতে বিশেষ করে গিটারে আগ্রহ আছে বা একটু আধটু শখ করে করেন? আমার অনেক দিনের একটা আশা হলো গিটার কর্ড/ট্যাব ইত্যাদি নিয়ে একটা সাইট করা, পুরোটা বাংলায়।

এখন যেসব সাইট বা ফোরাম আছে তারা-
১. প্রধানত ইংরেজী অক্ষরে বাংলা লিখেন।
২. কর্ড/ট্যাব ফরম্যাট করতে পারেন না (কারন সেরকম কোন প্লাগইন ফোরাম সফটওয়ারগুলোতে নেই।)
৩. সার্চ করা যায় না, বা গেলেও খুবই সীমিত।

প্রথম সমস্যাটা বাংলা টাইপ করতে না পারার যা চলতি (ইউনিজয় ইত্যাদি) স্ক্রিপগুলো দিয়ে ভালমতো করা যাবে।

দ্বিতীয় সমস্যাটার কোন সহজ সমাধান নেই। আমি কিছু সময় ব্যয় করে পিএইচপিতে একটা স্ক্রিপ্ট লিখেছি, যেটা খুব ভালো কাজ করছে। যে কোন ফোরামের সাথে (বিবি কোডের মতো) জুড়ে দেয়া যাবে মনে হয়।

তৃতীয় সমস্যার সমধান, হলো ইউনিকোড ভিত্তিক করা। যেটা আমি করতে চাই।

আমার সময়ের খুব অভাব, কেউ আগ্রহী হলে আমি বাকী কাজটা বুঝিয়ে দিতে পারি। আর বিভিন্ন উত্ স থেকে কর্ড/ট্যাব জোগাড় করে তা সাজানোর জন্য একাধিক জনের সাহায্য লাগবে। তবে এটা ধীরে ধীরে করা সম্ভব।

কেউ আগ্রহী হলে আমাকে একটু ইমেল করে দিন।

ধন্যবাদ।

আলমগীর

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনাকে যেমনটা ইমেইলে জানিয়েছি। এরকমটা করার ইচ্ছা আমারও বহুদিনের। সময় হয়ে উঠছে না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুবুল হক এর ছবি

আলমগীর ভাই
আমি গীটার ট্যাব/নোটেশান কিছু কিছু বুঝি তবে সেগুলোকে ওয়েবে ডিজিটালাইজড করতে যে সব স্তর পার করতে হয় সেগুলো তেমন একটা বুঝি না। আমি যদি আপনার কোন কাজে লাগি তো সানন্দে রাজি হয়ে যাবো।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

আলমগীর এর ছবি

মেহদী হাসান খান লিখেছেন:

আমারও এইটা দরকার। গীটারে ট্যাব জিনিসটা কি এইটাই বুঝতে পারতেছিনা হাসি

নিমোনিয়া বানান কেন p দিয়া শুরু হবে?
ট্যাব: কখন কোন তার কোন জায়গায়/ফ্রেটে বাজাতে হবে (মোদ্দা কথা)

আলমগীর

ফারলিন এর ছবি

বাজে অভ্যাস হয়ে গেছে। google করা!
[ নিমোনিয়া বানান কেন p দিয়া শুরু হবে?
উত্তর: ইংরেজরা অতি অলস জাতি! ]
the word is from Gk. pneumonia = "inflammation of the lungs," from pneumon (gen. pneumonos) "lung," altered from pleumon "lung," lit. "floater,"
from PIE *pleu- "to flow, to swim" (see pulmonary).
Alteration in Gk. perhaps by influence of pnein "to breathe."
http://dictionary.reference.com/browse/pneumonia

ফারলিন এর ছবি

মাহবুব ভাই, আমি লিরিকস খুঁজতে খুঁজতে এই সাইটটা খুজেঁ পেলাম - http://www.bdguitar.net/
সাইটটা বিগিনারসদের জন্যও খারাপ না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো তো! কোন দিন চোখে পড়েনি! কবে শুরু হয়েছে সাইটটি? ইউনিকোডিত করার কোন সম্ভাবনা আছে?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুবুল হক এর ছবি

কালেকশান কম তবে সাইটটা ভালো। ধন্যবাদ

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

ফারলিন এর ছবি

ভাইয়া, সাইট আমার না, ঘুরতে ঘুরতে খুঁজে পেয়েছিলাম!
কবে শুরু হয়েছে সাইটটি? [ mmm.. dunno! ]
ইউনিকোডিত করার কোন সম্ভাবনা আছে?
[ মনে হয় কপিরাইট ইস্যু আছে, (আন্দাজে উত্তর দিলাম!) ]

রাবাব এর ছবি

বুদ্ধি ভালা। কিন্তু গিটার শিখার মূলমন্তর কি? বয়স কি ফ্যাক্টর হইতে পারে? বাধা আই মিন? যদি না হয়, তাইলে আমার কেন হইতেছে না??

.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.

আলমগীর এর ছবি

ফারলিন লিখেছেন:
বাজে অভ্যাস হয়ে গেছে। google করা!
[ নিমোনিয়া বানান কেন p দিয়া শুরু হবে?
উত্তর: ইংরেজরা অতি অলস জাতি! ]

ঐ ব্যাটা ডাক্তার, সে জন্য অই মন্তব্য!

রাবাব লিখেছেন:

বুদ্ধি ভালা। কিন্তু গিটার শিখার মূলমন্তর কি? বয়স কি ফ্যাক্টর হইতে পারে? বাধা আই মিন? যদি না হয়, তাইলে আমার কেন হইতেছে না??

বয়স কোন বিষয় না, দরকার অসীম ধৈর্য।

আলমগীর

মাহবুবুল হক এর ছবি

আরেকটা জিনিস দরকার 'নেশা'।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

রাতঃস্মরণীয় এর ছবি

দরকার অসীম ধৈর্য।

এটা আসলে নির্ভর করে আপনি কোন লেভেলে শিখতে চান। ঘরে বসে গুনগুন করে গানের সাথে সঙ্গত করতে বা বন্ধুদের আড্ডায় চালিয়ে দেওয়ার মতো বাজাতে চাইলে মূল কর্ডগুলো আর সাথে ওয়াল্টজ আর ফোর-বিট নির্ভর কিছু রিদম আয়ত্ব করতে পারলে মনে হয় কাজ চলে যায়। তবে সিরিয়াসলি লিড বা বেস বাজাতে চাইলে অসীম ধৈর্যের কোনও বিকল্প নেই, সত্যি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

Sharon এর ছবি

Thank you for information!
হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

এই চমৎকার লেখাটা চোখ এড়িয়ে গিয়েছিলো। দারুন একটা উদ্যোগ নিয়েছেন। হাততালি

প্রিল্যুড আর ইন্টারল্যুডের কর্ডগুলো দিলে মনে হয় আরেকটু ভালো হতো।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ইয়াসির এর ছবি

মুর্শেদ ভাই, কাজগুলো কি এখনো করছেন নাকি ছেড়ে দিয়েছেন? আপনার উদ্যোগ চালু থাকলে হাত লাগাতে পারি।

অঃটঃ পোস্টের হেডিং " বাংলা গানের গিটার কর্ড" হবে। ট্যাব হতে হলে ছয়টা তারের ছবি থাকা লাগবে আর সংখ্যা দিয়ে ফ্রেটবোর্ডের পজিশন জানিয়ে দিতে হবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইয়াসির হাত লাগালে ভালো হয়। আমার কাছে আরো কিছু গান তৈরী করা আছে। কারো উৎসাহ না পেয়ে আর পোস্ট করা হয়নি। আমার ইমেইল udvranto এট জিমেইল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।