• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

কৈশোর - ওয়ারফেইজ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ২৬/১২/২০০৭ - ৩:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানটিতে দারুন একটি কর্ড প্রগ্রেশন ব্যবহার করা হয়েছে। ঠিক মতো গাইতে পারলে শুনতে দারুন লাগে।

C                                 Em
মনে পড়ে যায় আমার কৈশোর
E7                      F
স্মৃতির হারানো সেই সুর
Dm                  A#
আজো ভুলিনি সেই দিনগুলি
E7                      F         G        Am
মনে পড়ে যায়। আবার ফিরে আসে॥
 
 
A                                   Dm
তুমি নেই আজ তাই কত ব্যাথা
G                           C
সবই আছে শুধু তুমি ছাড়া
A                            Dm
আমার এই জীবনে তুমি ছিলে
G                           C
নেমে আসা রাতে সন্ধ্যা তারা
E7                      F         G        Am
মনে পড়ে যায়। আবার ফিরে আসে॥
C                                 Em
মনে পড়ে যায় আমার কৈশোর
 
 
A                           Dm
ঘরের আলো যখন নিভে যাবে
G                                   C
আমিও যখন থাকবো না এই ঘরে
A                           Dm
আবারো সেইখানে দেখা হবে
G                        C
জীবনেরও পারে অন্যভাবে
E7                      F         G        Am
মনে পড়ে যায়। আবার ফিরে আসে॥
 
 
C                                 Em
মনে পড়ে যায় আমার কৈশোর
E7                      F
স্মৃতির হারানো সেই সুর
Dm                  A#
আজো ভুলিনি সেই দিনগুলি
E7                      F         G        Am
মনে পড়ে যায়। আবার ফিরে আসে॥

এমপিথ্রী

Get this widget | Track details | eSnips Social DNA

ডকুমেন্ট

Warfaze - Koishor
Warfaze - Koishor....
Hosted by eSnips


মন্তব্য

মাহবুবুল হক এর ছবি

অনেক ধন্যবাদ

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

ফারুক হাসান এর ছবি

এটা দারুণ কাজ হয়েছে!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।