গানটিতে দারুন একটি কর্ড প্রগ্রেশন ব্যবহার করা হয়েছে। ঠিক মতো গাইতে পারলে শুনতে দারুন লাগে।
C Em
|
মনে পড়ে যায় আমার কৈশোর
|
E7 F
|
স্মৃতির হারানো সেই সুর
|
Dm A#
|
আজো ভুলিনি সেই দিনগুলি
|
E7 F G Am
|
মনে পড়ে যায়। আবার ফিরে আসে॥
|
|
|
A Dm
|
তুমি নেই আজ তাই কত ব্যাথা
|
G C
|
সবই আছে শুধু তুমি ছাড়া
|
A Dm
|
আমার এই জীবনে তুমি ছিলে
|
G C
|
নেমে আসা রাতে সন্ধ্যা তারা
|
E7 F G Am
|
মনে পড়ে যায়। আবার ফিরে আসে॥
|
C Em
|
মনে পড়ে যায় আমার কৈশোর
|
|
|
A Dm
|
ঘরের আলো যখন নিভে যাবে
|
G C
|
আমিও যখন থাকবো না এই ঘরে
|
A Dm
|
আবারো সেইখানে দেখা হবে
|
G C
|
জীবনেরও পারে অন্যভাবে
|
E7 F G Am
|
মনে পড়ে যায়। আবার ফিরে আসে॥
|
|
|
C Em
|
মনে পড়ে যায় আমার কৈশোর
|
E7 F
|
স্মৃতির হারানো সেই সুর
|
Dm A#
|
আজো ভুলিনি সেই দিনগুলি
|
E7 F G Am
|
মনে পড়ে যায়। আবার ফিরে আসে॥
|
এমপিথ্রী
|
ডকুমেন্ট
Warfaze - Koishor.... |
Hosted by eSnips |
মন্তব্য
অনেক ধন্যবাদ
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
এটা দারুণ কাজ হয়েছে!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন