শিখবা নাকি ক্যামেরাবাজী?: পর্দার গভীরতা বা ডেপথ অফ ফিল্ড (Depth of Field)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ১৭/০৬/২০০৯ - ৯:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডেপথ অফ ফিল্ড বা পর্দার গভীরতা (DOF) ছবির ফোকাস পয়েন্টে অবস্থিত বিষয়বস্তুর সামনের এবং পেছনের যে জায়গাটুকু "পরিষ্কার" (ফোকাসে আছে এমন) ভাবে দেখা যায় সেটাকে বোঝায়। এটি নিয়ন্ত্রিত হয় অ্যাপারচার, বিষয়বস্তু দূরত্ব, ফোকাল লেন্থ এবং ফিল্ম বা সেন্সরের ফরমেটের উপর।

বৃহত্তর অ্যাপারচারের (ক্ষুদ্র f-সংখ্যা, উদাঃ f/2) অগভীর ডেপথ অফ ফিল্ড আছে। এক্ষেত্রে প্রধান ফোকাস পয়েন্টের বাইরের সবকিছু ঝাপসা দেখাবে। ক্ষুদ্রতর অ্যাপারচারের (বৃহত্তর f-সংখ্যা, উদাঃ f/11) ডেপথ অফ ফিল্ড বেশী। এক্ষেত্রে প্রধান ফোকাস পয়েন্টের সামনে এবং পেছনে বেশ কিছুটা জায়গা পরিষ্কার দেখা যাবে।

ডেপথ অফ ফীল্ড সেটআপ
এই সেটআপটি উদাহরনে উল্লেখিত ছবিটি দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে। উদাহরনে তিনটি পোস্টকার্ড ০.৭ মিটার দূরত্বে রেখে ৭০ মিমির টেলিফটো লেন্স ব্যবহার করে প্রথম কার্ডটির উপর ফোকাস করা হয়েছে।

ডেপথ অফ ফীল্ড উদাহরনডেপথ অফ ফীল্ড উদাহরন

উপরের ছবিতে দেখতেই পাচ্ছেন যে, বৃহৎ অ্যাপারচার f/2.4 এর ক্ষেত্রে শুধু প্রথম কার্ড ফোকাসে আছে। অথচ ক্ষুদ্রতর অ্যাপারচার f/8 এর ক্ষেত্রে মাঝের কার্ডটা পরিষ্কার এবং একেবারে পিছনের কার্ডটাও প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে।

আবার ছবির বিষয়বস্তুর কাছে আসতে থাকলেও ডেপথ অপ ফিল্ড কমে যেতে থাকে। একই ভাবে দূরে গেলে ডেপথ অফ ফিল্ড বাড়তে থাকে।

ক্ষুদ্র ফোকাল দৈর্ঘ্যের লেন্স বৃহত্তর ডেপথ অফ ফিল্ড তৈরী করে। উদাহরন স্বরূপ, 28mm লেন্স এবং f/5.6 অ্যাপারচারে তুলনামূলক ভাবে একই অ্যাপারচারে 70mm লেন্সের চেয়ে বেশী ডেপথ অফ ফিল্ড তৈরী করে।

ডেপথ অফ ফিল্ড ক্যালকুলেটর
ডেপথ অফ ফিল্ড ক্যালকুলেটর আপনাকে বিভিন্ন নিয়ন্ত্রককে বুঝতে সাহায্য করবে। ডিপিরিভিউ এ প্রাপ্ত ক্যালকুলেটরের ক্ষেত্রে ডিজিটাল ক্যামেরায় ব্যবহৃত আসল ফোকাল দৈর্ঘ্য ব্যবহার করতে হবে - 35mm সমতুল দৈর্ঘ্য ব্যবহার করল চলবে না।

(ডিপিরিভিউ থেকে অনুদিত)


মন্তব্য

সাইফ এর ছবি

বস, খুব সহজ ভাষায় লেখা আপনার পোস্টটা, পয়েন্ট এন্ড শুট ক্যামেরা দিয়ে কতটা DOF ধরা যাবে বলে মনে হয় (ক্যানন এসডি ১০০০) ? নাকি আগে একটা SLR জোগাড় করব?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যেটা আছে সেটা দিয়েই চেষ্টা করুন। ওটা এক্সপ্লোর করেই অনেক কিছু করতে পারবেন বলে আশা করি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এপারচার ছোট-বড় হওয়ার সাথে ডেপ্থ অফ ফিল্ড কেন পরিবর্তন হয় সে বিষয়ে হাতে আঁকা কিছু ছবি জুড়ে দেব, পরে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফাইস্যা গেছেন কিন্তু কইলাম। হাসি গুঁতাইয়া এইটা বাইর করুম আপনার কাছ থেকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শর্ত দিছি তো, "পরে"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।