জেমসের এই গানটা তোলার চেষ্টা করতেছি। প্রাথমিক ভাবে লিরিকস লিখে কর্ডগুলো দিয়ে রাখলাম। পোষ্টটি মৌলিক না হওয়া সত্ত্বেও প্রথম পৃষ্ঠায় রেখেছি দুটি কারনে:
১। বৈচিত্র্য আনতে।
২। আপনাদের ফিডব্যাক পেতে। F# আর G আছে মনে হয়। বেইজ ট্যাবটাও করা দরকার। আপনাদের কেউ সাহায্য করলে খুব উপকৃত হতাম।
=====================
F# আর G থেকে বাজানো।
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ॥
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা॥
রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা
নাচ গানে ভর পুর যাত্রার পালা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা॥
রাত ভারী হতে থাকে যত
ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত
নায়িকার ক্রন্দন হাসি তামাশা
ভিলেনের ভয়াল চিৎকার
আজকের পাল হবে দেখে যা দেখে যা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা॥
কদমতলীর খোলামাঠে
যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়
একদল ডানা কাটা পরীর সাথে
হাজার দর্শক মেতে ওঠে
চিৎকার করে বলে হুররে হুররে
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা॥
|
মন্তব্য
জেমসের এই গানটা তোলার চেষ্টা করতেছি। প্রাথমিক ভাবে লিরিকস লিখে কর্ডগুলো দিয়ে রাখলাম। পোষ্টটি মৌলিক না হওয়া সত্ত্বেও প্রথম পৃষ্ঠায় রেখেছি দুটি কারনে:
১। বৈচিত্র্য আনতে।
২। আপনাদের ফিডব্যাক পেতে। F# আর G আছে মনে হয়। বেইজ ট্যাবটাও করা দরকার। আপনাদের কেউ সাহায্য করলে খুব উপকৃত হতাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বেইজ ট্যাব
F# F# F#
F# F# F#
F# G G F#
F# F# F#
F# F# F#
F# G F# C
ঠিক একই ভাবে রিদম গীটার বাজবে। লীড বাজবে C স্কেলে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ওঁহু
গানটার কী: F#
স্কেল/মোড: মেজর
বেস লাইন: (একটু এদিক সেদিক হতে পারে)
F#hGpF# F#hGpF# F#F#GpF# F#hC'#
GpF# F#hG F#hG GpF# C'#pF# F#hGpF# F#
(h মানে হ্যামার অন: F#hG -> F# হ্যামার হবে G তে)
(p মানে পুলঅফ: GpF# -> G বাজিয়ে পুল করে F# তে)
(C'# মানে এক অক্টেভ উপরের C#)
-----------------------
এই গান অত পছন্দ না
হুমম। C# বেটার শোনাচ্ছে। এটা banglachord.com দিয়ে দিবোনে। ধন্যবাদ আলমগীর ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
C আসবে না, C# হবে।
এডি কিতা কন আপনারা দুইজনে?
Ai Gaan Ta ami like kori. A creative works done by Jems
নতুন মন্তব্য করুন