ধরুণ, আপনি টেলি লেন্স অর্থাৎ বড় ফোকাল লেন্থের লেন্স দিয়ে একটা বস্তুর ছবি ক্লোজ আপ করে তুললেন। ওয়াইড অ্যাঙ্গল লেন্সে সেই একই আকারের ছবি তুলতে আপনাকে বস্তুটির কাছে যেতে হবে, অথবা ক্রপ করতে হবে। প্রাপ্ত ছবিতে বস্তুর আকৃতি দুটো ক্ষেত্রে একই থাকলেও পার্সপেক্টিভের বা পরিপ্রেক্ষিতের ভিন্নতার জন্য ছবির ভিতরের বস্তুগুলোর মধ্যে আপেক্ষিক অবস্থান ভিন্ন হবে। তবে যদি বস্তুর কাছে না গিয়ে ভিন্ন লেন্স দিয়ে একই অবস্থান থেকে তোলা ছবির পার্সপেক্টিভ কিন্তু একই থাকবে।
ছবি খ আর গ তে দেখা যাচ্ছে যে বস্তুর দূরত্ব একই রেখে ফোকাল লেন্থ বদলালে পার্সপেক্টিভের কোন পার্থক্য থাকে না। ঠিক যেমনটা ঘটেছে ক এবং খয়ের ক্ষেত্রে; ক্রপ করায় পার্সপেক্টিভের কোনো পার্থক্য ঘটেনি।
ঘ ছবিতে দেখা যাচ্ছে একই ফোকাল লেন্থে (৩৩মিমি) বস্তুর কাছে চলে যাওয়ায় স্পষ্টতঃ পার্সপেক্টিভ বদলে গেছে। ছবির দুটো বস্তুর আপেক্ষিক দূরত্ব বদলে গেছে।
ছবি গ আর ঘ তুলনা করলে দেখা যায় যে, টেলি লেন্স পার্সপেক্টিভকে সংকুচিত করে। অর্থাৎ ছবিতে অবস্থিত বস্তুর আপেক্ষিক অবস্থানকে কমিয়ে দেয়। আবার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পার্সপেক্টিভকে বর্ধিত করে দেয়। অর্থাৎ ছবিতে অবস্থিত বস্তুর আপেক্ষিক অবস্থানকে বাড়িয়ে দেয়।
পার্সপেক্টিভের পরিবর্তন ক্যামেরা থেকে বস্তুর দুরত্বের সাথে সরাসরি সর্ম্পকিত, কিন্তু ফোকাল লেন্থের সাথে সরাসরি সর্ম্পকিত নয়। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আপনাকে কাছে থেকে ছবি তোলার সুযোগ দেয়, টেলি লেন্স দেয় না বলে পার্সপেক্টিভকে, সরাসরি না হলেও, ফোকাল লেন্থের সাথে সম্পর্কযুক্ত বলা যায়।
মন্তব্য
ক্রিকেট খেলার ছবিগুলো এক্ষেত্রে ভালো উদাহরণ হতে পারে। দুই খেলোয়াড় যথেষ্ট দূরে থাকা সত্বেও শুধুমাত্র লং ফোকাস দূরত্বের লেন্স দিয়ে তোলার কারণে (এবং অনেক দূর থেকে তোলার কারণে) এদেরকে খুবই কাছাকাছি মনে হচ্ছে:
ইভেন্ট বা খেলা ধুলার ফটোগ্রাফীর উপর একটা বই পাইছি। পোস্টাবোনে সময় করে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ
আর খেলার ছবির উদাহরণটাও খুব কাজের।
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
নতুন মন্তব্য করুন