শিখবা নাকি ক্যামেরাবাজী?: বাবুর ছবি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২৫/০২/২০১১ - ৯:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার বাবু হবার পর থেকে বাবুর ছবি তোলার ধুম পড়ে গেলো। কিন্তু লক্ষ্য করলাম যে সব ছবিই আসলে মন মত হয় না। এ বিষয়ে ওয়েবে ঘাঁটাঘাটি করে কিছু বিষয় জানা গেলো। বিষয়গুলো আলোচনা করা যাক:

১। বাবুদের মুখভঙ্গী খুব দ্রুত বদলায়। তাদের মুডও খুব বদলায়। সুতরাং প্রচুর ছবি তুলতে হবে। খটাশ খটাশ করে তুলতেই থাকুন। দেখবেন এর মধ্যে একটা চমৎকার মুখভঙ্গী ধরা পড়েছে আপনার ক্যামেরায়।

২। ক্যামেরাতে বার্স্ট মোড বা এক নাগাড়ে একাধিক ছবি তোলার অপশন থাকলে সেটা ব্যবহার করতে পারেন। এতে করে একেবারে সঠিক মুখভঙ্গীটা ধরা পড়ে যাবে।

৩। একজন সাহায্যকারী রাখুন, যে বাবুর সাথে খেলবে, মজার মজার মুখভঙ্গী করবে। এতে করে বাবুর বিভিন্ন রকম এক্সপ্রেশন প্রকাশিত হবে। আপনি ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকুন শিকারের অপেক্ষায়। হাসি

৪। বাবুদের ছবি তুলতে বাবুদের জগতের সাথে মিশতে হবে। যে বাবুরা নড়া চড়া করে তাদের লেভেলে গিয়ে আপনাকে ছবি তুলতে হবে।

৫। বাবুদের চেহারায় সফট আলো খুব মানানসই টোন তৈরী করে। একারণে খুব ভোরে, রাতে, ঘরের ছায়ায় ছবি তুলতে পারেন। বাবুদের চোখ খুব সংবেদনশীল হয়। তাই কম আলোতে ছবি তুললে ওদের চোখ কুঁচকে তাকানোরও সম্ভবনা কম। উপরন্তু ফ্ল্যাশ বন্ধ করে নিন। নইলে ওয়াশড আউট ছবি আসবে।

৬। বাবুর আশেপাশে নজরকাড়া পুতুল বা খেলনা থাকলে সেগুলো সরিয়ে নিন। ছবির মূল বিষয় হচ্ছে বাবুটা। কিন্তু যদি বাবুর পিছনের টেডি বেয়ারটা বেশী আকর্ষণীয় হয়ে ধরা দেয় তাহলে ছবির উদ্দেশ্যটাই বৃথা। বালিশ, চাদর এইসব ব্যবহার করে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড তৈরী করতে পারবেন।

৭। ছবি তোলার সঠিক সময়টাও গুরুত্বপূর্ণ। বাবুর খাবার খেয়ে ওঠার পর পরই খুব আনন্দে থাকে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ হোলো ঘুমাবার সময়। বাবুদের ঘুমানোর সময়ে প্রায় সব ছবিই খুব সুন্দর হয়।

৮। ক্রিয়েটিভ হোন। যেমন ছোট ছোট হাত পায়ের ছবিও অনেক সময় বেশী স্মৃতি জাগানিয়া হয়।

৯। ছবি তোলার পুরো বিষয়টা বাবুর এবং মায়ের দুজনের জন্যই আনন্দ জনক হওয়া চাই। সেজন্য লক্ষ্য রাখবেন যেন অতিরিক্ত কষ্ট দেয়া না হয় বাবুকে।

১০। অন্যদের তোলা বাবুর ছবি দেখুন। অন্যদের আইডিয়া আপনাকে নতুন করে ভাবতে শেখাবে।

কিছু শিশু ফোটোগ্রাফির ওয়েবসাইট:
১। http://www.warmtone.com/nurture.html
২। http://www.digital-photography-school.com/newborn-photography-tips-for-beginners
৩। http://www.buzzfeed.com/burnred/while-the-baby-sleeps-281t

সঙ্গে আমার তোলা আমার নবাগতটির কিছু ছবি জুড়ে দিলাম। নীচের ছবিতে ক্লিক করলে ৩১ টি ছবির একটি অ্যালবাম চালু হবে। এরমধ্যে অন্য দুটি শিশুর ছবিও অর্ন্তভুক্ত।


মন্তব্য

তিথীডোর এর ছবি

নবাগতটির কিছু ছবি জুড়ে দিলাম।

আমি ছবি দেখতে পাচ্ছি না কেনু? ম্যাঁও

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবি বাছাই-রিসাইজ-আপলোড করতে সময় লেগে গেলো। দুঃখিত।

তিথীডোর এর ছবি

গুল্টু মিয়া কে আদর। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ধ্রুব বর্ণন এর ছবি

খুব ভাল লাগল। এখন পর্যন্ত দেখা আপনার বাবুর সব ছবিই অসাধারণ সুন্দর!

সাফি এর ছবি

আপনার বাবুর কিন্তু ভ্রু কুঞ্চানো ছবি দেখেছি খাইছে

অনার্য সঙ্গীত এর ছবি

মাত্তর একটা ছবি দেখতেছি মন খারাপ অবশ্য এই একটাই স্বর্গীয়! হাসি
পোস্টটা সেইভ করে রাখতেছি। বাবুর মা'র খোঁজ পাইলে তার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে হবে। দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দিফিও-1 এর ছবি

মজার হাসি

বাবুর খাবার খেয়ে ওঠার পর পরই খুব আনন্দে থাকে।

এইটা অবশ্য শুধু বাবুর জন্য না, আমার মত অনেকের জন্যই প্রযোজ্য। দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

ইচ্ছা করে মনের দুঃখে ক্যামেরা পাড়ায়া ভাইঙ্গা লাই। কী হইবো এই জনমে ক্যামেরা দিয়া! মন খারাপ

অতিথি লেখক এর ছবি

মুর্শেদ ভাই, বাবু তো মাশাল্লাহ চিন্তাশীল !
হাসি ...সকাল সকাল বাবুর মুখটা দেখে মন ভালো হয়ে গেল।
বাবুর জন্য অনেক আদর রইল।

______________________________________________________
মেঘদুত

দ্রোহী এর ছবি

আমার ও একটা বাবু আছে।

আমার বাবুটা দমাদম পাদ দেয় আর সেই পাদের শব্দ শুনে নিজেই কেঁদে উঠে।

রাতঃস্মরণীয় এর ছবি

বিখ্যাত পাদ বিশারদ ব্রেনা লরেঞ্জ তার এক নিবন্ধে "গ্যাস্ট্রোইন্টেস্টিনাল" গাস গ্রন্থের প্রণেতা ডক্টর জেমস এল এ রথের উদ্ধৃতি দিয়ে বলেছেন-

অধিকাংশ মানুষ মিথেনযুক্ত পাদ দেয়। যে শিশুর মা-বাবা উভয়েই (মিথেনযুক্ত) পাদ দেয়, সেই শিশুরও (মিথেনযুক্ত) পাদ দেওয়ার সম্ভবনা ৯৫%। কিছু গবেষক এটাকে জেনেটিক ইনফ্লুয়েন্স মনে করেন ..................।
- সূত্রঃ গাস্ট্রোইন্ট্রোলজি, ভার্সন ৪, ১৯৭৬, অধ্যায় ১৭

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দ্রোহী এর ছবি

বাবুরা মূলত দুই ধরনের হয়। প্রথম দল খাবার পরে ঢেকুর তোলে। অন্যদল পাদ দেয়।

আমার বাবুটা মাঝে মধ্যে ঢেকুর তোলে। কিন্তু বেশিরভাগ সময় পাদের উপর দিয়ে পার করে দেয়। দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার কি সত‌্যই বাবু আছে? কই, শুনলাম না তো কিছু চিন্তিত

দ্রোহী এর ছবি

আপনার কি সত‌্যই বাবু আছে? কই, শুনলাম না তো কিছু চিন্তিত

উরে পিপিদা, ফেসবুকে মাঝে মধ্যে ঢুঁ মারা কম খারাপ কাজ না। দেঁতো হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

নাহ, লোকটা বাপ হওয়ার পরও বদলাইলো না...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ওপস। আমি ভাবছি উনি মজা করছেন।

সরি, দ্রোহী ভাই।

ধুসর গোধূলি এর ছবি

ব্যাপার না পিপিদা। এই ব্যাটা এখানে লিখে নিজের মজা প্রকাশ করে আর মেম্বর জুনিয়র করে পাদু দিয়ে।

ফাহিম হাসান এর ছবি

অনুমতি পেলে মন্তব্যের ঘরে কিছু যোগ করতে চাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অবশ্যই! আপনার মন্তব্য পেলে আনন্দিত হবো।

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ। আমি শুধু নিচে কিছু কথা যোগ করতে চাই:

# যদি বাসার ভিতরে ছবি তুলতে হয় তাহলে ট্রাইপড ব্যবহার করতে পারেন। স্লো শাটার স্পিডেও শার্প ছবি পবেন।

# মাহবুব ভাই উপরে একবার বলেছেন, তারপরেও আবার বলছি - ফ্ল্যাশ ব্যবহারে সতর্কতা প্রয়োজন। বাউন্স করে নিলে ভালো হয়। অথবা জানালা দিয়ে আসা আলো ব্যবহার করতে পারেন। সম্ভব হলে বারান্দায় ছবি তুলতে পারেন।

# প্রোফাইল পোর্ট্রেট এর পাশাপাশি বাচ্চার খেলনার সাথে, দোলনার সাথে ছবি তুলুন। পরিবেশটাও ছবিতে থাকা জরুরী। মাহবুব ভাইয়ের সাথে এই পয়েন্টে আমি একমত না। দেঁতো হাসি তবে দুইরকমই তুলতে পারেন, যেটা ভালো হয় সেটা রাখলেন।

# ছবি তোলার সময় খেয়াল রাখতে হবে বাচ্চার গরম/ঠান্ডা লাগছে কিনা, খিদা পেল কিনা ইত্যাদি।

# খুব ছোট বাচ্চদের ছবি তোলার ক্ষেত্রে এক নাগাড়ে বেশিক্ষণ ছবি না তোলাই ভালো। বিরতি দিয়ে ছবি তোলা উচিত।

#

৪। বাবুদের ছবি তুলতে বাবুদের জগতের সাথে মিশতে হবে। যে বাবুরা নড়া চড়া করে তাদের লেভেলে গিয়ে আপনাকে ছবি তুলতে হবে।

খাঁটি কথা। ছবি তোলার সময় প্রয়োজনে হাঁটু গেড়ে বসে যান, শুয়ে পড়ুন উপুড় হয়ে। আই লেভেল ঠিক থাকা জরুরী।

------------------
সবশেষে আরেকটা কথা- এইটা কিভাবে বলবো বুঝতে পারছি না। সবুজ পাহাড়ের রাজার পোস্টগুলো অনেকেই পড়েছেন। ইন্টারনেটে পেডোফিল মানুষ অনেক আছে। কাজেই বাচ্চাদের নেংটুশ ছবি যতই কিউট হোক না কেন, খুব ঘনিষ্ঠ, আপনজন না হলে শেয়ার করবেন না।

ফাহিম হাসান এর ছবি

পুন: আপনার ছবিগুলো দেখলাম। দারুণ!! আপনার বাবুর মাথায় যে পরিমান চুল আমার মাথায় তার অর্ধেকও নাই ওঁয়া ওঁয়া

ফাহিম হাসান এর ছবি

বাবুদের ছবি অ্যানে গেডেস খুব সুন্দর তুলেন। আমার প্রিয় ফটোগ্রাফারদের একজন। ওনার ছবির একটা ছোট ভিডিও এমবেড করে দিলাম।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রোফাইল পোর্ট্রেট এর পাশাপাশি বাচ্চার খেলনার সাথে, দোলনার সাথে ছবি তুলুন। পরিবেশটাও ছবিতে থাকা জরুরী। মাহবুব ভাইয়ের সাথে এই পয়েন্টে আমি একমত না। দেঁতো হাসি তবে দুইরকমই তুলতে পারেন, যেটা ভালো হয় সেটা রাখলেন।

এখানে আমি আর আপনি দুটা অ্যাসপেক্টের কথা বলেছি মনে হয়। ব্যাকগ্রাউন্ডে বাচ্চার পারিপার্শিকের উপাদান থাকতে পারে। আপনি বলেছেন এই পারিপার্শিক উপাদান রাখাটা রেকমেন্ডেড। কিন্তু আপনিও মনে হয় স্বীকার করবেন যে পারিপার্শিক উপাদান যদি ছবির মূল ফোকাস বাবু থেকে সরিয়ে অন্য দিকে নিয়ে যায় তাহলে ছবির গ্রহণযোগ্যতা কমে যায়। আমি এটাই বলতে চেয়েছি, ছবির পারিপার্শিক উপাদান যেন বাবুর থেকে বেশী গুরুত্বপূর্ণ হয়ে ধরা না দেয়।

ফাহিম হাসান এর ছবি

ছবির পারিপার্শিক উপাদান যেন বাবুর থেকে বেশী গুরুত্বপূর্ণ হয়ে ধরা না দেয়।

ঠিক।

রাতঃস্মরণীয় এর ছবি

বাবুর জন্যে অনেক আদর রইলো।

লেখা আর ছবিতে উত্তম জাঝা!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

onindita এর ছবি

আপনার বাবুটা এত মিষ্টি দেখতে হাসি
ও অনেক বড় হোক, ভাল মানুষ হোক।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গুলটুশ .. মাথায় দেখি চুলে ভরা! অনেক অনেক আদর, আংকেল। ভালো মানুষ হও।

guest_writer এর ছবি

শিশুর সবকিছুই এত ভাল লাগে...ছোট্ট বাবুকে অনেক আদর......।
-অস্পৃশ্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবি গুলো সব একত্রে অ্যালবামের মতো করে রাখা। পোস্টের নীচে ছবিটায় ক্লিক করলে অ্যলবামটা খুলবে। তারপর নেকস্ট-প্রিভিয়াস ক্লিক করে একে একে ছবিগুলো দেখতে পারবেন।

তাসনীম এর ছবি

বাবুর জন্য অনেক আদর।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রোমেল চৌধুরী এর ছবি

এত সুন্দর বাবুর কি নাম রেখেছেন? নাকি বাবু বাবাজীকে শুধু ক্যামেরাবাজী নিয়েই ব্যস্ত থাকতে দেখছে! চমৎকার মনকাড়া নাম রাখা চাই কিন্তু।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কৌস্তুভ এর ছবি

সুযোগ চাই নিজের বাবুর ছবি তুলব... দেঁতো হাসি
তবে আপনার মতো ফাস্টো-কেলাস ছবি হবে না; তয় নাই বা হল, নিজের ক্যামেরা আর নিজের বাবু হলে সব ছবিই চলে যাবে খাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

মাশাল্লাহ। খুব সুন্দর বাচ্চা। -রু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

লক্ষ্য রাখবেন যেন অতিরিক্ত কষ্ট দেয়া না হয় বাবুকে।

আপনি তো খালি জ্বালাতন করেন বাবুকে! অবশ্য ফলস্বরূপ অনেক ইন্টারেস্টিং ছবি ওঠান। বাবু বড় হয়ে নিক তারপর দেখেন, আপনার নামে মানহানীর মোকদ্দমা করবে! দেঁতো হাসি

পোস্টটা ভালো লেগেছে। চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কুটুমবাড়ি [অতিথি] এর ছবি

পাপান্তুসকে অনেক অনেক আদর। হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

ভীষণ কিউট একটা বাবু হাসি

২৭ নম্বর ছবিতে বাবু মনে হয় সচলায়তন আপগ্রেডের কাজে ব্যস্ত চিন্তিত

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বাবুর জন্য অনেক আদর রইল।

অদ্রোহ এর ছবি

বাবুর জন্য আদর রইল, একদিন আমিও আপ্লোডাব... দেঁতো হাসি

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

শুভাশীষ দাশ এর ছবি

একদিন আমিও

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক

যুধিষ্ঠির এর ছবি

চমৎকার পিচ্চি আর পিচ্চির ছবি। ছবি তোলার টিপস গুলোর জন্য ধন্যবাদ।

স্লাইডশোটা কেমনে এমবেড করলেন একটু শিখায়ে দিবেন?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খুবই সহজ। পোস্টের নীচে জাস্ট ছবি আপলোড করে দিন। সংরক্ষণ করুন। ছবিগুলো পোস্টের নীচে স্লাইডশো হিসেবে জড়ো হয়ে যাবে।

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ। এইটা জানার আগে পর্যন্ত "একদিন আমিও" বলার সাহস পাচ্ছিলাম না! দেঁতো হাসি

জোহরা ফেরদৌসী এর ছবি

চমৎকার সব ছবি । সবগুলোই সুন্দর । তবে ৪, ৫, ৯ আর ১৭ ছবিগুলো অসাধারন লাগল ।

ছবিতে পাঁচ তারা ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট।

ধুসর গোধূলি এর ছবি

খাড়া ব্যাটা, শাদীটা কৈরা লই খালি!

অই ময়না, তুই কই রে? মেম্বর আর মামু তো মাস্তানী শুরু কৈরা দিলো। এইবার তোর পালা। আমিও আছি তোর পিছে পিছে। সচল ভইরা লামু কঁচিকাঁচা দিয়া, যা আছে কপালে।

অতিথি লেখক এর ছবি

স্লাইড শো আগে দেখা হয়নি, এখন দেখলাম। বাচ্চাতো এখন থেকেই চিন্তায় মগ্ন! বাবুর নাম কী?
-রু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।