ভীষন পাজি এই চাঁন মিয়া। কিভাবে কি করে পয়সা কামাবে সে চিন্তায় সদা ব্যস্ত চাঁন মিয়ার সাথে জুটে যায় অসৎ আমলা আর ধুরন্ধর উকিল। চাঁন মিয়ার অনেকদিনের প্ল্যান হচ্ছে অনেক দুঃসর্ম্পকের অনাথ ভাতিজী চুমকীকে বিয়ে করে উত্তরাধিকার সুত্রে পাওয়া তার সমস্ত কিছু হাতিয়ে নেয়া। উকিলের পরামর্শে সে নিয়োগ করে এক প্রেম ভালোবাসা বিষয়ক শিক্ষয়িত্রী। চুমকী আবার ভালোবাসে পনিরকে। কিন্তু অকর্মার ঢেকী পনিরকে নিয়ে একদমই ভরসা করতে পারে না চুমকী। এদিকে আমলা আর উকিলও চুমকীর দিকে তাদের শয়তানী হাত বাড়িয়ে দিতে চায়। সেইসাথে জেল থেকে এসে উটকো ঝামেলা হিসেবে জুটে যায় চুমকীর পুরোনো পাণীপ্রার্থী স্বাধীন বদমাশ। এরই ফাঁকে চলতে থাকে চাঁন মিয়ার চামচা হাবলু আর কাজের মেয়ে জরিনার কুসুম কুসুম ভালোবাসা। কিন্তু শেষ পর্যন্ত চুমকীর কি হবে? কার কাছে যাবে চুমকী? কে তাকে নিশ্চয়তা দেবে? কে তাকে দেবে এক টুকরো বিশ্বাস? কোথায় গেলে পাবে সে ভালোবাসা? সহচরী জরিনা কি পারবে চুমকীকে সাহায্য করতে? চুমকীর শুভ পরি৯ তাহলে কার সাথে হবে?
শেষ পর্যন্ত কি হল জানতে সপরিবারে চলে আসুন অ্যারিজোনা স্টেইট ইউনিভার্সিটি, মেমোরিয়াল ইউনিয়ন ভবনের পিমা হলে; এই শনিবার, ২৭শে অক্টোবর, ২০০৭; সন্ধ্যা ৭ টায়।
শুভ পরি৯ বাংলাদেশ থিয়েটার অফ অ্যারিজোনার একাদশ প্রযোজনা।
রচনা ও পরিচালনা: গাইজার সাখাওয়াত আলী (গাইজার)
কুশীলব (মোট সাড়ে ৯ জন):
১। জাভেদ বারী (জাভেদ) - চাঁন মিয়া
২। রশিদুল হক (রশিদ) - পনির
৩। গাইজার সাখাওয়াত আলী (গাইজার) - আমলা সাহেব
৪। এস এম মাহবুব মুর্শেদ (সুমন) - হাবলু
৫। অবীন শাবাব (অবীন) - উকিল
৬। আবির আশফাকুর রহমান (আবির) - স্বাধীন
৭। সুতপা বড়ুয়া (সুতপা) - চুমকী
৮। মৌটুসী তানজিয়া জাকির (মৌটুসী) - জরিনা
৯। মেহনাজ তাবাসসুম (মেহনাজ) - শিক্ষয়িত্রী
সাড়ে ৯। ছোট্ট ফারিয়া (ফারিয়া) - তিকলী
ব্যবস্থাপনা:
১। শেখ শামস (ভাস্কর)
২। জাভেদ বারী (জাভেদ)
৩। রশিদুল হক (রশিদ)
৪। গাইজার সাখাওয়াত আলী (গাইজার)
৫। কাজী আরিফ ইকবাল (পিকলু)
শব্দ পরিচালনা:
১। কাজী আরিফ ইকবাল (পিকলু)
২। শিশির
আলোক সজ্জা:
১। আদনান
২। সৌরভ
(নোট: কাল রাতে অনুষ্ঠিত এই নাটকটির ভিডিও এখনও হাতে আসেনি। হাতে আসার পর ইউটিউবে ভিডিওটি তুলে নাটকের স্ক্রীপ্টসহ এখানে পোস্ট করবার ইচ্ছা রইল।)
মন্তব্য
মামু, আপনের পার্ট কি ছিল? নাটকের ভিডিও আপলোড হইলে দেখার ইচ্ছা রইলো।
কি মাঝি? ডরাইলা?
আমি ছিলাম হাবলু। এমনই হাবলু যে স্টেজে উইঠ্যা ডায়ালগ ভুইলা গেছিলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
তাইলে তো ঠিকই আছে। নামের সাথে কাম মিলছে। ইদানিং পড়ার /দেখার/লেখার এত জিনিস কিন্তু সময়ই নাই
ও আচ্ছা। কামিং ছুন?
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
তুমি কোনটা? দেইখো আবার পরচুলা লাগাইয়া না জানি চুমকী/জরিনার পার্ট গছাইয়া না দেয়!
হাঁটুপানির জলদস্যু
তো কবে মহাসমারোহে শুভমুক্তি?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
যত তাড়াতাড়ি পারা যায় রিলিজ হবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আপনি কি পারেন না সেইটাই ভাবি!
লেখালেখি, আবৃত্তি, অভিনয়, লেখাপড়া, প্রেম, সম্পাদনা... বাদ রাখলেন কি?
"হাতে পাওয়া মাত্র ভিডিও আপলোড করিতে বাধ্য থাকিবেন!"
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আলাদা করে বললে বেশী মনে হয়। আসলে তিনটা জিনিস হবে হয়ত: লেখালেখি, অভিনয় আর গানবাজনা। বাকিগুলো এইগুলিরই ডেরিভেটিভ, বাইপ্রডাক্ট বা কম্বিনেশন। আর একারনেই কোন কিছু ভালো করে করতে পারি না। সবকাজে ফাঁকিবাজি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাবলু ভাই ,ভিডিও চাই ।অবশ্য ইউটিউবে চাই না,চাই ইস্নিপে ।যাতে বর্তমান নেট স্পিডে ডাউনলোড দিলে দুই চারদিন টানা ডাউনলোড হওয়ার পরে দেখতে পারি ।
ভিডিও করছে HD ক্যাম দিয়া। আমি তো চিন্তায় আছি এতো বিশাল জিনিস আপলোড করবো কোথায় কিভাবে। কোয়ালিটি রিডিউসড ভার্সন করে ইউটিউব আর ইস্নিপস দুজায়গাতেই তুলে দিবো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হায় হায় মুর্শেদ-সুমন-এসএমথ্রি-মামু কিনা শেষে হাবলু ও?
ও মুর্শেদ ভাই, আপনার তো দিনকাল খারাপই যাইতেছে দেখি!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
[b]শেষ পর্যন্ত কি হল জানতে সপরিবারে চলে আসুন অ্যারিজোনা স্টেইট ইউনিভার্সিটি, মেমোরিয়াল ইউনিয়ন ভবনের পিমা হলে; এই শনিবার, ২৭শে অক্টোবর, ২০০৭; সন্ধ্যা ৭ টায়।[/b]
এইটা কোনো কথা হইল?
খবর দিলেন দুই দিন পরে
তার উপরে রিকশায় যাবো না বাসে যাবো তার কিছুই বললেন না
দাঁড়ান দেখি রিকশা পাই কি না
আরে বস আসার পথতো সোজা। একটা ড্রীল মেশিন নিয়ে সোজা গর্ত খোঁড়া শুরু করেন। ঠিক পৌছে যাবেন এখানে।
অবশ্য এতো খাটাখাটনি করতে না চাইলে প্রথমে একটা বাস নিয়ে কক্সবাজার আসেন। তারপর সাঁতরেই নাহয় বাকিটা...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নারে ভাই উপায় নাই
আমার যে ছোট ভাইটা আমেরিকা বাংলাদেশের ঠিক উল্টো জেনে শাবল দিয়ে একাবর মাটি খোঁড়া শুরু করেছিল
সে নিজেই এখন আমেরিকা থাকে
নাহলে তার বানানো রাস্তায় আমিও চলে যেতাম
(দুয়েকটা কানেকটিং রোড নিজে বানিয়ে নিয়ে)
আর সাঁতার?
শইলডার ওজন যা হইছে না
ওরে আর কষ্ট দিতে ইচ্ছা করে না এখন
কথা কম, কাজ বেশি। মানে কমেন্ট কম করে তাড়াতাড়ি ভিডিও আপলোড করার ব্যবস্থা কর ব্যাটা! পুরা দেখি জটিল কাহিনী! তুই-ও নাটক চালিয়ে যাচ্ছিস দেখে পুরা পাংখা লাগছে। কিছুদিন আগেই ঐ আমাদের গীতিনাট্যটা দেখছিলাম। হে হে হে! u were awesome there! সিঙ্গাপুরে আমাদের করা একটা বাংলা সিনেম্যাটিক নাটক আপলোড করেছি vimeo তে। তোর পোস্ট দেখে ওটা নিয়ে পোস্টাতে ইচ্ছা করছে। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এডুকেশানের ৬০ বছর পুর্তি উপলক্ষ্যে গত রবিবার মেক্যানিকালদের একটা অনুষ্ঠান হয়েছে। পুরনো অনেকেই (জুয়েল, জুলি, মাশফিক, '০১ ব্যাচের অনেকে) অংশগ্রহণ করেছে। দেশে থাকলে মজা হত খুব।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
হেঃ হেঃ হেঃ পুরোনো কথা মনে করিয়ে দিলি। তবে এবার কেন জানি ভালো করতে পারিনি বলে মনে হচ্ছে। ভিডিও দেখিনি যদিও। তবে মৌটুসী পুরো ফাটিয়ে দিয়েছে। দর্শকরা দেখি মৌটুসীরে দেখলেই হাত তালি দেয়!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আশা দিয়ে বেশিক্ষণ বসিয়ে রাখা ঠিক হবে না।
তাড়াতাড়ি।
আসলে ইউ-টিউবে আপলোড করে এই লেখাটা দিলে ভালো হতো।
দাবীর মুখে গরম গরম সরবরাহ হতো।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
অফটপিকঃ
সুতপা বড়ুয়া,ইনি ও কি বুয়েটে ছিলেন? উত্তর হ্যাঁ হইলে পরবর্তী জিজ্ঞাসাবাদ । না হইলে নাই ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হ বুয়েটের ছিলেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হাসান মোরশেদ ভাই, হা উনি বুয়েটের। কেমিকৌশলের টিচার ছিলেন। '৯৬ ব্যাচ।
খন্ড করে ইস্নিপ্সেও দিয়েন। ইউটিউব দেখা যায় না। নেট স্লো!
ধুরো মিয়া!
জলদি!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
নতুন মন্তব্য করুন