স্বপ্ন দেখি না। স্বপ্নের পাইকারি করি
স্বপ্ন দেখার সাহস ও সাধ্য যার আছে সে সুলভ মূল্যে আমার কাছে স্বপ্ন কিনে নিয়ে যায়
কখনও রেডিমেড- কখনও ফরমায়েশি- কখনও রিকন্ডিশন্ড- কখনও এ্যানটিক
কখনও পুরোনো স্বপ্ন কেউ বদলে নিয়ে যায়। কখনও ভাঙাচোরা স্বপ্ন কেউ মেরামত করে দিতে বলে
কখন বাতিল স্বপ্ন কেউ ফেলে রেখে যায়
কখনও কেউ স্বপ্নের ক্যাটালগ দেখে; কেউ উপাদান ঘাঁটাঘাটি করে
আর কেউ মাঝেমধ্যে দুয়েকটা চুরি করে হাওয়া হয়ে যায়
আর যাদের স্বপ্ন কেনার সাহস ও সাধ্য নেই
তারা সারাদিন স্বপ্ন নাড়াচাড়া করে আমাকে জিজ্ঞেস করে
- আচ্ছা বলেনতো কোন স্বপ্নটা দেখতে কেমন?
তখন আমি দেয়ালে টানানো ট্রেড লাইসেন্সটা জোরে জোরে পড়ি;
- যন্ত্রণা যাপন করা মানুষের স্বপ্ন দেখা বারণ তাই
স্বপ্নবণিক স্বপ্ন দেখার যোগ্য নহেন
২০০৭.১১.০৬ মঙ্গলবার
মন্তব্য
ভালো লাগলো।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
স্বপ্ন শুধু স্বপ্ন মাত্র মস্তিষ্ক বিকার
কেমনে এ কথা করিব বিশ্বাস
নদী কভু পান নাহি করে নিজ জল...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নো কমেন্ট
..............................................................
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অসাধারণ...
- সায়ন
এভাবেই স্বপ্নের দোকান খুলি সকাল সকাল, এরপর অনেক রাত্তিতে ঝাঁপি বন্ধ করে দেই......
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন