নার্সারী তুলে দিলেও কিছু গাছ টিকে যায় সম্পর্ক ভেঙে গেলেও থেকে যায় কিছু মানুষ ভেতরে কোথাও
কিছু গাছ মনে করিয়ে দেয় এখানে এককালে গাছের চাষাবাদ হতো কিছু মানুষ মনে করিয়ে দেয় লুকানো স্মৃতির কোনো কালশিটে দাগ ২০০৭.০২.২৭ মঙ্গলবার
লীলেন, ঠিকই কইছেন। কিছুই আসলে পুরোপুরি অতীত হয় না, কোনো-না-কোনোভাবে ঘটমান থেকে যায়।
লুকানো স্মৃতির দাগ তো যত্নের ব্যাপার, ওটা রঙীণ না হয়ে কালশিটে হলো কেনো?
ডিটো
স্মৃতিকাতরতা মাঝে মাঝে বড় বিশ্রী রকম উৎপাত । যায়না,এড়ানো যায়না । ----------------------------------- মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা ফুরোয়নি তার আয়ু
------------------------------------- জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক, বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সেগুলি মোছা যায়না, কখনো সাহস থাকেনা, কখনো শক্তি থাকেনা......
মন্তব্য
লীলেন, ঠিকই কইছেন। কিছুই আসলে পুরোপুরি অতীত হয় না, কোনো-না-কোনোভাবে ঘটমান থেকে যায়।
লুকানো স্মৃতির দাগ তো যত্নের ব্যাপার, ওটা রঙীণ না হয়ে কালশিটে হলো কেনো?
ডিটো
স্মৃতিকাতরতা মাঝে মাঝে বড় বিশ্রী রকম উৎপাত । যায়না,এড়ানো যায়না ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সেগুলি মোছা যায়না, কখনো সাহস থাকেনা, কখনো শক্তি থাকেনা......
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন