আমাকে কিন্তু একদিন স্বপ্ন দেখতে দিতেই হবে
এটা সম্ভব নয়- ওটা ঠিক নয়- সেটা বাড়াবাড়ি বলে আমাকে কিন্তু সেদিন আটকানো যাবে না
যোগ্যতা আছে কি নেই তার পরীক্ষা না দিয়েই স্বপ্নে করব আমি
যার সঙ্গে ভালো লাগে আড্ডা দেবো
যার মুখ থেকে যা শুনতে চাই শুনবো
যেখানে যেতে চাই যাব; যাকে দিয়ে যা করাতে চাই করাব
আর যাকে ভালবাসতে চাই তাকে প্রকাশ্যে ভালবাসব আমি স্বপ্নের ভেতর
আমি কিন্তু সত্যি সত্যি ইচ্ছেমতো স্বপ্ন দেখবো একদিন
২০০৭.১১.১৪ বুধবার
মন্তব্য
মনে হচ্ছে বাৎসরিক মেডিটেশনটা করা হয়েছে।
ভাল লাগলো।অনুভুতির ভেতরে একধরনের ঝংকার অনুভুত হলো।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
এক সময় স্বপ্ন দেখার জাদুকাঠি ছিল হাতে
তখন দেখতাম ইচ্ছেমতো
একদিন স্বপ্ন দেখার অধিকার ছিল
তখন দেখতাম সুবিধামতো
একদিন স্বপ্ন দেখার সুযোগ ছিল
তখন স্বপ্ন দেখতাম পছন্দমতো
আর এখন স্বপ্নহীন সময়ে নির্বাসিত হয়ে স্বপ্ন দেখার করি আব্দার...
ভালো কথা। স্বপ্নগুলোই যদি ভালোবাসার খুনি হয় তখন?
সারওয়ার চৌধুরী
স্বপ্ন খুন করে না
স্বপ্ন ক্ষয় করে
মজা তো!
কিন্তু লীলেন, সব স্বপ্ন একদিনেই দেখে ফেলতে চাইছেন যে!
বাকি জীবন কি স্বপ্নহীন কাটাবেন?
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
যেদিন ত্রিশে পা দিয়েছিলাম সেদিনের মেডিটেশন কিংবা আত্মভ্রমণ থেকে পাওয়া ব্যক্তিগত বেদবাক্য স্যার
তাই স্বপ্ন দেখার জন্য একটা দিনের বেশি চাওয়ার সাহস হয় না
স্বপ্ন দেখার এত শখ...!?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আর এখন স্বপ্নহীন সময়ে নির্বাসিত হয়ে স্বপ্ন দেখার করি আব্দার...
একমত।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
হয়তো সেদিন......
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন