তুই চলে গেলে আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সবাইকে জানিয়ে দেবো
তোর দেহে কোথায় কয়টা তিল আছে
আদালাতে মামলা করে বলবো একশো বছর আগে আমাকে বিয়ে করেছিস তুই
তোর বুকে একশোটা কামড়ের দাগ আছে আমার
পুলিশ রিমান্ডে নিয়ে তোর শরীর খুলে গুণে গুণে দেখবে তিল
বুড়ো ডাক্তার বুঝে নেবে কামড়ের দাগ
থাক তুই
আমাকে ছেড়ে যাস না কোথাও
মন্তব্য
sir
বিয়েটা তাড়াতাড়ি সারো।
নইলে হিন্দি মুভি চিনিকম এর অমিতাভের মতো লোকে বলবে আংকলকো.............দেনা।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
কবি কোনো দিন বুড়োও হয় না
আংকেলও হয় না
আমাদের সর্ববৃদ্ধ রবীন্দ্রনাথকে কেউ কোনোদিন আংকেল ডাকতে শুনেছো?
বি এ পয়েট স্যার
এন্ড বি পয়েটিক
ভাই আপনি তো ভয়ানক লোক
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
নারে ভাই আমি দুর্বল মানুষ
না হলে কি আর আদালতে যাবার কথা ভাবি?
ক্ষমতা থাকলে তো
থাবা দিয়ে ধরে নিয়ে এসে বলতাম
থাকবি না মানে? থাকতেই হবে
('থাকবি না মানে? তোর বাপ থাকবে'। ক্ষমতাযুক্ত এই ডায়লগ এইখানে প্রযোজ্য নহে)
বড়ই শরমের পোস্ট
আয়হায়! কামড়া কামড়ি তো বড় ভয়ানক ব্যাপার!!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ইহা নরম কামড়
দাঁতের পরিবর্তে ইহাতে ঠোঁট ব্যবহৃত হইয়া থাকে
(নাবালকদের বুঝিবার কথা নহে)
বড়মনিদের কবিতা !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
এখন নোট করে বাকশে আটকে রাখেন
বড়ো হলে পড়বেন
ছি ছি!! শরমের কথা জনসম্মুখে বলতে আছে?
কি মাঝি? ডরাইলা?
শরমের কথাগুলো শরমহীনভাবে পাবলিকের সামনে এনে কচলাকচলি করার জন্যই তো ভাই আদালতের প্রতিষ্ঠা
আপনার প্রেমিকা খুব বিপদের মাঝেই ছালেন বলে মনে হচ্ছে।
তবে চুপিচুপি বলছি। ভয়ংকরা ছাড়িয়ে কবিতার মেজাজটি ভাল লেগেছে।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তিনি বিপদের মধ্যে ছালেন না
বেটার অপরচুনিটি পায়া চলা গেছান
ছালেন = ছিলেন....
দু;থিত
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ম নের ভেতরে গভীর ক্ষত থাকলে শুধু বাইরের দাগের ভয় দেখিয়ে আটকানো যায়?............
তবে কবিতা টা খুব ভালো লাগলো।
বুঝতে পারছি না আমার মন্তব্য হারিয়ে গেলো কিনা। সংশ্লিষ্ট ৎেদর কাছে জানতে চাচ্ছি।
নিজের কামড়ের দাগ বুড়া ডাক্তাররে না-দেখানোই ভাল!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
শখে কি আর দেখাতে বলি?
ঠেকায় পড়েই তো বলি
আমাদের বাস্তবতা হলো দুর্বল মানুষ বাদি-বিবাদি যাই হোক আদালতে যেতে ভয় পায়।
তবে তুমি দুর্বল নও সবল,প্রবল ভাবে সবল।
কবিতার বাইরের বাস্তবতার দাতানি ঘাতানি আছে বলেই কবি কবিতা লেখেন।সেখানে মানুষ বাবু থেকে ভাই হয়,তারপর আংকেল।তবে কারো কাছে মৃগনাভীর বন্দোবস্ত থাকলে-সে ভিন্ন কথা।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
যত্ন করে কামড়ালে আর দাগ থাকে না। হিমু ভাইরে জিগায়া দেখতে পারেন।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ভালো লাগছে!!
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন