ত্রিকালদর্শী
সুদিন আসবে; যখন দিন আর রাতের পার্থক্য বোঝার ক্ষমতাও থাকবে না চোখে
তখন অন্য মানুষের চোখে পড়ার জন্য হাতে সাদা ছড়ি নিয়ে বের হতে হবে সুদিনের পথে
ভাই আমার ছড়িটা ধরে একটু দেখিয়ে দিনতো উত্তর কিংবা দক্ষিণ দিকটা ঠিক কোন দিকে হয়?
আচ্ছা বলুনতো এখনকার ফ্যাশনে কোন রংয়ের প্রাধান্য বেশি? বিধবারা কি এখনো সাদা শাড়ি পরে? বিপদ বোঝাতে এখন মানুষেরা কোন রং ব্যবহার করে? শোকের পোশাক কি এখনও কালোই আছে নাকি বদলে ফেলেছে কেউ?
সেই দিন আসবে সুদিন। যেদিন সুদিন দেখতে বেরুবার আগে আমরা দেখে নেব হুইল চেয়ারের কব্জায় তেল মবিল ঠিকমতো আছে কিংবা নেই
মন্তব্য
সেই সমৃদ্ধি,সেই সুদিন বোধ হয় এসে গেলো কর্পোরেট রিপাবলিক অব ভয়ংকর বাংলাদেশে!
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
স্বাগতম।কইসিলাম না,দ্রুতই সচল হয়ে যাবেন।
স্বাগতম মাহবুব লীলেন ভাই। আচ্ছা আপনিও কি শস্যপর্ব পরিবারের একজন?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শষ্যপর্ব পূর্বযুগ।
সেইরকম জ্বালাময়................
কি মাঝি? ডরাইলা?
এইভাবেই মনে হয় পরম্পরা চলতেই থাকে প্রতিনিয়ত!! --
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন