ইশতেহার

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ০২/১০/২০০৭ - ৫:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইয়ে যদি হয় তবে সুসংবাদে ভরে যাবে দেশ
এক ইঞ্চি এক কলামে নেমে যাবে দৈনিকের আকার। শুধু বলবে- নো সংবাদ টুডে
আগের মতো সব

জিনিসের দাম অতো কম কেন কারণ দর্শাও বলে অর্থমন্ত্রীকে নোটিশ দেবে জনগণ
জননীরা বলবেন ইয়ের পূর্বাভাস পেলে পিল ছুঁড়ে ফেলে শত সন্তানের জননী হতাম

পুলিশের মরচে পড়া বন্দুকের নলে কুমারিপোকা বানাবে বাসা
টিভির সংবাদ ডেস্কে সুঁই সুতা নিয়ে পাঠিকারা কাটাবে সময়
আর নাচেগানে ভরপুর মানুষ দুয়ার খুলেই ঘুমাবে দাওয়ায়

বাড়তি ধান দিয়ে কৃষকেরা পুষবে ইঁদুরের পাল
দাবা ও হাডুডু খেলে দেহ আর মন সচল রাখবে সংসদে মহামান্যগণ
আদালত বলবে- ইয়েই যদি হয়ে গেলো তবে ইয়ে রেখে আর দরকার কী
আসুন আমরা বিলুপ্ত হাঙ্গামা নামে একখানা ফিলিম বানাই

ইয়ে যদি হয় তবে ইয়ে করতে হবে না আমাকে মোটেও


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

আজি প্রাতে সুর্য উঠা সফল হলো কার?
লীলেন ভাই,অনেক দিন পর তোমার কবিতা পড়া হলো ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রাসেল এর ছবি

ইয়ে হয়ে গেলে তো ইয়ে নিয়ে ভাবনাই থাকে- ইয়ে টা কি যেনো?

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

ভাস্কর এর ছবি

স্বাগতম...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

অরূপ এর ছবি

লীলেন ভাইকে স্বাগত জানাই সচল পরিবারে
------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

তাপস শর্মা এর ছবি

বিধ্বস্ত। পুরো কবিতা জুড়েই তীব্র বিষাক্ত ছোবল!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।