আইনে ও সমাজে তুই অন্য মানুষের মানুষ তাই
সভ্যতার একটা সীমানা রেখে দিতে হয় দুজনের মাঝে
কিছু প্রচণ্ড দাবি ছেড়ে দিতে হয় শৃঙ্খলার নামে
দেখাতে হয় কিছুই না সব ঠিকঠাক নিয়মের প্রতি আমরা আজন্ম অনুগত
সুতরাং আমাদের মাঝে পরিচয় ছাড়া দৃষ্টিকটু অন্য কিছু নেই
শুধু একা হয়ে গেলে একা একা দেখি
মনের সমস্ত ঘরে ছড়িয়ে গেছে সংখ্যাতীত বেআইনী ক্ষত
তোর জন্য
মন্তব্য
প্রতিরোজ অন্ততঃ একটা করে কবিতা হোক ।
তোমার একটা মজার কথা মনে পড়ছে লীলেন ভাই- 'চুকুমভোদাই' । সম্ভবতঃ কলেজ ম্যাগাজিনে ছিলো ।
তোমার কিছু দুর্দান্ত গল্প ও ছিলো । একটা রূপক গল্প মাছেদের নিয়ে-টেংরা রাজকুমার,পুঁটি রাজকুমারী-এরকম কিছু ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমি এখনও এই সাইটটি ঠিকঠাক মতো বুঝে উঠতে পারিনি। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। কিন্তু এর নিয়ম কানুন এখও ঠিক বুঝিনি। বেশিক্ষণ বসতেও পারি না। তবে সম্ভবত এই জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি এবং নিয়মিত লিখি আমি।
লেখা দিতে তো কোনো আপত্তি নেই। কিন্তু সম্ভবত এই সাইটে প্রতিদিন একটার বেশি লেখা যায় না। অন্তত গতকাল তাই মনে হলো।
আমার কবিতার বইয়ের সংখ্যা ৩টি আর গল্পের বই ২টি। সুতরাং সমান তালে চলছে। কিন্তু আমি বুঝতে পারছি না এই সাইটে গল্প দেয়া যাবে কি না
দেখি চলকু
আর চুকুম বুদাইর অর্থ হলো রাগ আছে যার বুদ্ধি নাই। চুক মানে রাগ (অবশ্য নন সিলেটি গবেষক ড. শহীদুল্লা বিষয়টি ভুল লিখেচছন অভিধানে
মাহবুব লীলেন
+৮৮ ০১৭১১৩১৮৩০৩
লীলেন ভাই এর কবিতায় বিপ্লব!!
BTW, চুকুমভোদাই আর ইউসুয়াল ভোদাই এর পার্থক্য কি?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
'চুকুমবুদাই' বানানটা ভুল লিখেছে হাসান মোরশেদ। এটা প্রমিত বাংলার প্রভাবে বুঝা যাচ্ছে।
ড. শহীদুল্লাহ'র আঞ্চলিক ভাষার অভিধান অনুযায়ী, চুকুমবুদাই মানে হচ্ছে যার চুক (চোখ) আছে কিন্তু বুদ্ধি নাই। এর অন্যান্য সমার্থক শব্দ হচ্ছে- আড়ুয়া, বৈতল,মদন।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
সাধারণ ভোদাইরা হলো তারা যারা কবিতা লেখে
আর চুকুমবুদাই তারা যারা কবিতা লিখে জনপ্রিয় হতে চায়
মাহবুব লীলেন
+৮৮ ০১৭১১৩১৮৩০৩
আমি সত্যি সত্যি বিপ্লব দিয়ে গেলাম!
জটিলস্য কবিতা!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
"চুকুমবুদাই" অসাধারণ একটা গালি হিসাবে ব্যবহার করা যাবে এটাকে। ধন্যবাদ গুরুদ্বয়।
কবির জন্য মোচ শুদ্দা বিপ্লব ভাই।
কি মাঝি? ডরাইলা?
এই 'ক্ষত'গুলি মনে হয় বারবার দেখা দেয়।
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন