হবে না। কিচ্ছু হবে না। হিন্দি চুল করবা তোমরা এইসব আশাবাদী লেকচার দিয়া
এক নিঃশ্বাসে কথাগুলো বলে তালঢ্যাঙ্গা লোকটা ব্রিজের রেলিংয়ে উঠে হাগু-আসনে বসে
তারপর কামলা-স্টাইলে বিড়িতে দু-তিন টান মেরে দু হাত ছুঁড়তে থাকে সামনে
ঠিক যেমন পাট চাষীরা মজা-পুকুর থেকে পাট তোলার সময় ময়লা সরিয়ে পাটের দিকে এগোয়;
মিয়া... সারা দেশ... একসাথে। বোঝো কিছু? একসাথে- একই টাইমে পটকা ফাটাইয়া কইয়া দিলো
আমরা পারি
তোর মাইরে বাপ। সমগ্র বাংলাদেশ পাঁচ টন বানাইয়া তুইলা নিয়া গেলো নিজেদের ট্রাকে
বোঝো কিছু?
হবে না মিয়া হবে না। আর কয়দিন পর ওগোর সাট্টিফিকেট ছাড়া নিজেরে বাঙালও বলতে পারবা না কেউ। মরিচ বাইট্টা জায়গায় দিব
অপেক্ষা করো
ব্রিজের উপর থেকে এবার লাফ দিয়ে নামে সে। হনহন করে হাঁটতে থাকে মহাসড়ক ধরে
আর একা একা বিড়বিড় করে;
সাহিত্য ভালো। সংস্কৃতি ভালো
তবে মাঝে মাঝে অস্ত্র ভালো। অস্ত্র...
২০০৫.০৮.১৯
মন্তব্য
আমার ২০০৬ এর বই বাজারিবাটু র একটি কবিতা
আজ মনে হচ্ছে এই কবিতার শেষ লাইনটাই আবারও আওড়াই
মাঝেমাঝে অস্ত্র ভালো
অস্ত্র...
ফাটাফাটি ! একদম বারুদ লাইন দুইটা।
এই পংক্তির জন্য ৫ দাগানো হৈল।
----------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
স্যার
লেখার মতো লেখা অস্ত্রের চেয়েও সশস্র।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
দুর্দান্ত। এই কবিতাটাই তো পুরা গুল্লি হইছে!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কখনো আক্রান্ত হলে জেনো যুদ্ধে যেতে হয়
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
- চরিত্রের সাট্টিফিকেটের জন্য যদি দুঃচরিত্র চেয়ারম্যানের কাছে গিয়ে ধর্ণা দিতে হয় তাহলে নিজেরে বাঙাল বলে পরিচয় দেবার সাট্টিফিকেটও কোন বেঈমান বাঙালের কাছ থেকেই নিতে হবে, নিয়মের বাইরে আমরা কে?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"সাহিত্য ভালো। সংস্কৃতি ভালো
তবে মাঝে মাঝে অস্ত্র ভালো। অস্ত্র..."
মনে লেগে গেল লাইনদুটো।
অসাধারণ এবং সময়োপযোগী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
একদম বারুদ লাইন দুইটা।
-সায়ন
কবিতার খাতায় বাংলাদেশ ভাসে!!
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন