গানটি শুনুন, ভাবে মজুন , ভাবুন-

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: রবি, ১৮/১০/২০০৯ - ২:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

লালনের ' চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি' গানটার গূঢ়ার্থ কেউ জানেন কি ? বেশ কয়েকজনকে জিজ্ঞেস করে উত্তর পাই নি। অবশেষে ব্লগের শরণাপন্ন হতে হল। গানটি লালনের অন্য গানগুলো তুলনায় অনেক বেশি সাংকেতিক ।
আধুনিক রিমিক্স লিংক দিলাম শুনুন, ভাবে মজুন , ভাবুন-
http://www.mediafire.com/download.php?gp1cy29nfkk


মন্তব্য

পুতুল এর ছবি

শুনতে পারছিনা, আমার হিসাবযন্তের (পিসি) মাথা খারাপ।
বাণী (লিরিক) দিলে পড়ে বোঝার চেষ্টা করতে পারতাম।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্নিগ্ধা এর ছবি

কী আশ্চর্য্য!!! আমি অনেকদিনই এই গানটার কথা শুনে মানে বোঝার চেষ্টা করেছি! তিলোত্তমা মজুমদারের 'চাঁদের গায়ে চাঁদ' নামে একটা উপন্যাস আছে, সেটার বিষয়ের সাথে মিলিয়েও গানের বাকি কথাগুলোর মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, হয় নি তাও।

"ঝিয়ের পেটে মায়ের জন্ম", "ছেলে মরে, মাকে ছুঁলে গো" - নাহ, অনেকবার শুনেও বুঝতে পারিনি। আপনার জানা থাকলে মানেটা জানাবেন, প্লিজ!

যুধিষ্ঠির এর ছবি

"ঝিয়ের পেটে মায়ের জন্ম" কথাটার সাধারন প্রচলিত অর্থটা হল, যে মেয়ে হয়ে জন্মালো আজ, সেও একদিন মা হবে - এই টাইপের। বাকিগুলোর মানে আমিও খুঁজছি।

গৌতম এর ছবি

গানটার মানে আমিও বুঝি না। সেই ছোটবেলায়, সম্ভবত দিলরুবা খানের কণ্ঠে গানটা প্রথম শুনেছিলাম। 'ছয় মাসের এক কন্যা ছিলো, নয় মাসে তার গর্ভ হইলো গো, এগার মাসে তিনটি সন্তান...' সেই একই রকম অপরিচিত রয়ে গেলো বাক্যগুলো।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

এটা লালন ফকিরের গান , আইটেম গার্লদের নাচার যন্ত্রণা সংগীত নয়। গানের বিকৃত পরিবেশনা আপনার কাছে আশা করিনি।

অনিকেত এর ছবি

আরে মহা যন্ত্রণা---
অতিথি ভাই, এইটা হক ভাইয়ের করা আপনাকে কে বলল?
এইটা Folktail নামের একটা এলবামের থেকে নেয়া। পশ্চিমবঙ্গ থেকে বেরুনো এই এলবামটির সামগ্রীক পরিচালনায় ছিলেন বিক্রম ঘোষ।

একটু খোঁজ খবর না করে দুম করে কমেন্ট করার মানেটা কী?

মাহবুবুল হক এর ছবি

ধন্যবাদ। আইটেম সং হিসেবে এটা দেয়া হয় নি। গানটি সর্বাধিক প্রচলিত গেষ্ঠ গোপাল দাশ এর কণ্ঠে। কিন্তু কোথাও সেই লিংক পাই নি। তাছাড়া বিক্রম ঘোষ চমৎকার কম্পোজ করেছেন (ফিউশন ও বলা যায়) বলেই মনে হয়।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

দময়ন্তী এর ছবি

হ্যাঁ কেউ যদি এই গানটি ব্যাখ্যা করে দেন তো বড় ভাল হয়৷ আমিও তিলোত্তমার উপন্যাসটি পড়ে সেই কনটেক্সটে মানে খোঁজার চেষ্টা করেছিলাম, সফল হই নি৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

রিয়াজ উদ্দীন এর ছবি

গানটির মানে নিয়ে ভাবার সুযোগ হয়নি। তবে শুনে মনে হল ইটারনাল রিকারেন্স ধারনার লালন সংস্করন হতে পারে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, অথবা রিপ্রোডাকশন নিয়ে আরো বেশ কিছু লাইন আছে এই গানে সেখান থেকে এরকম মনে হল।

http://en.wikipedia.org/wiki/Eternal_return

যথেষ্ট চিন্তা করার সময়/সুযোগ নেই, তবু গানটা মাথায় ঢুকে আছে। আমার চিনতা ভুল হবার সম্ভাবনা ব্যপক।

সময়ের বহমানতা (ছয়মাসের মাসের কন্যা ছিল নয়মাসে তার গর্ভ হল) এবং একই সাথে ক্ষনস্থায়ী আচরন; যেটাকে আমরা জীবন-ব্যাপী বলে ভাবি সেটা হয়ত মহাকালের আলোকে ক্ষনস্থায়ী এবং এই চিরস্থায়ী চক্রের আলোকে অত্যন্ত ক্ষুদ্র এমনটা হয়ত বোঝান হচ্ছে। ভুল হতে পারে......।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।